Ajker Patrika

প্রথমবারের মতো ইউক্রেনের ‘গুরুত্বপূর্ণ’ শহর দখলে নিল রাশিয়া

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২২, ১৫: ৪৩
প্রথমবারের মতো ইউক্রেনের ‘গুরুত্বপূর্ণ’ শহর দখলে নিল রাশিয়া

ইউক্রেনের শহর মেলিতোপোল দখল করেছে রাশিয়া। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, এবারের যুদ্ধে  প্রথমবারের মতো গুরুত্বপূর্ণ শহর দখলে নিল রাশিয়া।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, মেলিতোপোল হলো একটি মাঝারি আকারের শহর, যা ইউক্রেনের দক্ষিণের জাপোরিঝিয়া অঞ্চলে অবস্থিত। এটি ইউক্রেনের মারিউপোল বন্দরের কাছে অবস্থিত। 

মেলিতোপোল শহরের জনসংখ্যা প্রায় দেড় লাখ। 

আজ শনিবার সকাল থেকেই কিয়েভে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বিবিসি জানায়, কিয়েভের মায়দান স্কয়ারে প্রচণ্ড বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এ ছাড়া কিয়েভের ত্রয়েশ্চিনা এলাকা থেকেও বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কিয়েভের কামানের গোলার শব্দ কয়েক মাইল দূর থেকে শোনা গেছে।

ইউক্রেনের সংবাদমাধ্যম কিয়েভ ইনডিপেনডেন্টের প্রতিবেদনে বলা হয়, শহরের চিড়িয়াখানার কাছে এবং শুলিয়াভকা এলাকায় ৫০ টিরও বেশি বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম ফক্স নিউজের প্রতিবেদনে বলা হয়, কিয়েভ দখল করতে চারপাশ থেকে হামলা করেছে রাশিয়া।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মেঘমল্লারের জবাবের পর ডাকসু ও বাংলাদেশের রাজনীতি নিয়ে যা লিখলেন শশী থারুর

সবচেয়ে সুখী দেশ ফিনল্যান্ডে স্থায়ী বসবাসের আবেদন করবেন যেভাবে

নির্বাচনের তফসিল ঘোষণার আগেই দুই উপদেষ্টার পদত্যাগ চাইলেন ফখরুল

শ্বশুরবাড়ি যাওয়া হলো না জাবি শিক্ষক মৌমিতার

অনিয়মের অভিযোগ এনে জাকসু নির্বাচন কমিশন সদস্যের পদত্যাগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত