Ajker Patrika

ইউক্রেনের সামরিক ঘাঁটিতে রুশ বিমান হামলা

আপডেট : ১৩ মার্চ ২০২২, ১৩: ৪২
ইউক্রেনের সামরিক ঘাঁটিতে রুশ বিমান হামলা

ইউক্রেনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর লভিভের কাছে একটি সামরিক ঘাঁটিতে বিমান হামলা করেছে রুশ বাহিনী। লভিভের আঞ্চলিক প্রেস অফিসের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে মার্কিন গণমাধ্যম সিএনএন ও ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। 

লভিভের আঞ্চলিক প্রেস অফিস জানিয়েছে, স্থানীয় সময় রোববার ভোরে লভিভের কাছে আন্তর্জাতিক শান্তিরক্ষা ও নিরাপত্তা কেন্দ্রে (আইপিএসসি) রুশ বাহিনী বিমান হামলা করেছে। আইপিএসসি হচ্ছে একটি বিশাল সামরিক ঘাঁটি, যেখানে সৈন্যদের জন্য একটি প্রশিক্ষণকেন্দ্র রয়েছে। প্রশিক্ষণকেন্দ্রটি মূলত শান্তিরক্ষা মিশনের জন্য ব্যবহৃত হতো।

সিএনএনের প্রতিবেদনে  বলা হয়েছে, লভিভের কাছে আটটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে রুশ বাহিনী। এ হামলায় কেউ হতাহত হয়েছেন কি না, তা খতিয়ে দেখছেন কর্মকর্তারা। 

ইউক্রেনে থাকা সিএনএনের সাংবাদিকেরা জানিয়েছেন, ভোর ছয়টার কিছু আগে লভিভের কাছে তাঁরা একাধিক বিস্ফোরণের শব্দ শুনেছেন। 

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, আইপিএসসি কেন্দ্রটি ইয়াভোরিভ জেলায় অবস্থিত। এটি লভিভ থেকে প্রায় ৩০ কিলোমিটার উত্তর-পশ্চিমে। বিমান হামলার পর ওই এলাকা থেকে ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা গেছে। 

ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ ১৮তম দিনে গড়িয়েছে। রাজধানী কিয়েভের খুব কাছাকাছি চলে এসেছে রুশ সেনাবহর। যেকোনো সময় কিয়েভে হামলা হতে পারে বলে আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশিত হচ্ছে। এ ছাড়া ইউক্রেনের বেশ কয়েকটি শহরে হামলা অব্যাহত রেখেছে রুশ বাহিনী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত