Ajker Patrika

ইউক্রেন যুদ্ধ নিয়ে শান্তি আলোচনার সুযোগ এখনো আছে: পুতিন

আপডেট : ৩০ জুলাই ২০২৩, ১১: ৫৪
ইউক্রেন যুদ্ধ নিয়ে শান্তি আলোচনার সুযোগ এখনো আছে: পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ‘রাশিয়া কখনোই ইউক্রেন নিয়ে শান্তি আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করে না।’ রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে আফ্রিকান নেতাদের সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন। আজ রোববার বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, পুতিন বলেছেন, আফ্রিকার পাশাপাশি চীনও শান্তি আলোচনার ভিত্তি হিসেবে কাজ করতে পারে।

যুদ্ধবিরতির বিষয়ে রুশ প্রেসিডেন্ট বলেন, ইউক্রেনের সেনাবাহিনী আক্রমণ চালালে যুদ্ধবিরতি বাস্তবায়ন করা কঠিন।

যদিও ইউক্রেন ও রাশিয়া উভয়েই এর আগে বলেছিল, কিছু পূর্বশর্ত ছাড়া তারা আলোচনার টেবিলে আসবে না। ইউক্রেন চায় ১৯৯১ সালে তার সীমানা যেমন ছিল সেটাই পুনঃস্থাপিত হোক। তবে ইউক্রেনের এই দাবি মানতে নারাজ রাশিয়া।

গতকাল শনিবার রাতের ওই সংবাদ সম্মেলনে পুতিন বলেন, ইউক্রেনের ফ্রন্টলাইনে আপাতত তৎপরতা জোরদার করার কোনো পরিকল্পনা নেই।

সাম্প্রতিক হামলাগুলোর বিষয়ে পুতিন সাংবাদিকদের বলেন, চলতি মাসের শুরুতে ক্রিমিয়ান সেতুতে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে দুজনের মৃত্যু হয়। মূলত এটি একটি সন্ত্রাসী হামলা ছিল। এর পরই মস্কো কিছু ‘প্রতিরোধমূলক হামলা’ চালিয়েছিল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত