Ajker Patrika

ভিক্টরি অ্যাভিনিউতে রুশ বাহিনীকে প্রতিহত করেছে ইউক্রেন

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২২, ১৪: ২৯
ভিক্টরি অ্যাভিনিউতে রুশ বাহিনীকে প্রতিহত করেছে ইউক্রেন

কিয়েভের প্রধান সড়ক ভিক্টরি অ্যাভিনিউতে প্রবেশের সময় রুশ সেনাদের প্রতিহত করা হয়েছে বলে দাবি করেছে ইউক্রেনের সেনাবাহিনী। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, ইউক্রেন সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এমন দাবি করা হয়েছে। কিন্তু ভিক্টরি অ্যাভিনিউর ঠিক কোন জায়গায় দুই বাহিনীর যুদ্ধ হয়েছে তার উল্লেখ নেই ওই পোস্টে।

এএফপির প্রতিবেদনে বলা হয়, শনিবার সকালে ইউক্রেনের রাজধানী কিয়েভে প্রবল বিস্ফোরণের শব্দ শুনেছেন এএফপির একজন সাংবাদিক। 

অন্য একটি ফেসবুক পোস্টে ইউক্রেন সেনাবাহিনী লিখেছে, কিয়েভের দক্ষিণে ভ্যাসিলকিভ শহরে ‘তুমুল যুদ্ধ’ চলছে। সেখানে রুশ বাহিনীর প্যারাট্রুপাররা অবতরণ করার চেষ্টা করছে। স্থানীয় সময় শনিবার মধ্যরাতে রুশ বাহিনীর একটি হেলিকপ্টার ও একটি এসইউ-২৫ যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করা হয়েছে। এ ছাড়া একটি সামরিক পরিবহন বিমান আইএল-৭৬ ধ্বংস করা হয়েছে। 

তবে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় তাদের ক্ষয়ক্ষতির ব্যাপারটি নিশ্চিত করেনি। 

এদিকে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, কিয়েভের চতুর্দিকে যুদ্ধ ছড়িয়ে পড়েছে। রাস্তায় রাস্তায় প্রবল যুদ্ধ চলছে। 

ইউক্রেনের উপপ্রতিরক্ষামন্ত্রী হান্না মালেয়ার তাঁর ফেসবুক পোস্টে লিখেছেন, কিয়েভে প্রবেশের পর প্রবল প্রতিরোধের মুখে পড়েছে রুশ সেনারা। ইউক্রেনীয়রা সর্বশক্তি দিয়ে লড়াই করছে। এ পর্যন্ত তারা রুশ বাহিনীর ৮০টি ট্যাংক, ১০টি যুদ্ধবিমান,৭টি হেলিকপ্টার ও ৫১৬টি সাঁজোয়া যান ধ্বংস করেছে। এখন পর্যন্ত ২ হাজার ৮০০ রুশ সেনা নিহত হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত