Ajker Patrika

চেরনিহিভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা

চেরনিহিভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা

ইউক্রেনের উত্তরাঞ্চলের শহর চেরনিহিভে আঘাত হেনেছে রুশ ক্ষেপণাস্ত্র। চেরনিহিভের প্রাইলুকি জেলায় রাশিয়ার সেনাবাহিনী কর্তৃক নিক্ষেপিত তিনটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। সোমবার মার্কিন সংবাদমাধ্যম সিএনএন নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। 

স্থানীয় চেরনিহিভ প্রশাসনের এক কর্মকর্তার বরাত দিয়ে সিএনএন নিউজ জানিয়েছে, রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলার ফলে স্থানীয় কয়েক হাজার মানুষ এলাকা ছেড়েছেন। ওই কর্মকর্তা আরও জানিয়েছেন, হামলার পরপরই বেশ কিছুক্ষণ হামলাস্থল থেকে কালো ধোঁয়া উড়তে দেখা যায়। 

ইউক্রেন সেনাবাহিনীর চেরনিহিভ অঞ্চলের অপারেশনাল কমান্ড এক ফেসবুক স্ট্যাটাসে জানিয়েছে, স্থানীয় সময় দুপুর ১টা ১৫ মিনিটে রাশিয়ার ক্ষেপণাস্ত্রগুলো প্রাইলুকিতে আঘাত হানে। হামলার পর থেকে ওই এলাকার জাইজ্দ্, পেত্রিভ্স্ক, তাইখে এবং সুখোস্তাভেস্ক গ্রামগুলো থেকে স্থানীয়দের সরিয়ে নেওয়ার কাজ শুরু হয়েছে। 

চেরনিহিভের স্থানীয় প্রশাসনের বেসামরিক নিরাপত্তা বিভাগের পরিচালক সেরহি বলদাইরেভ বলেছেন, স্থানীয় সরিয়ে নেওয়ার মূল কারণ হলো—যেকোনো সময় ওই এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে। তবে এখনো ওই হামলায় কোনো ক্ষয়ক্ষতি এবং প্রাণহানি নিরূপণ করা যায়নি। 

গত ফেব্রুয়ারির ২৪ তারিখে রাশিয়া ইউক্রেনে তাদের কথিত ‘বিশেষ অভিযান’ শুরুর পর মার্চ মাসে বেশ বড় ধরনের ক্ষয়ক্ষতির মুখোমুখি হয়। বিশেষ করে চেরনিহিভ শহরটি বেশ ক্ষয়ক্ষতির মুখোমুখি হয়। সেসময় চেরনিহিভ রাশিয়ার দখলেই ছিল কিন্তু গত এপ্রিলে রাশিয়ার সেনাবাহিনী চেরনিহিভ থেকে নিজেদের সরিয়ে নিয়ে যায়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমি যে মাপের লোক, আমারে সে মাপের অস্ত্র দিয়া ফাঁসাইতি’

দাম্পত্য কলহের গুঞ্জন, মুখ খুললেন জাহিদ হাসান

অবশেষে ইকবালের পরিবারমুক্ত হলো প্রিমিয়ার ব্যাংক

‘হেল্প, হেল্প’ বলে চিৎকার—শিক্ষক এগিয়ে যেতেই গলায় ছুরি চালাল কিশোরী

‘আপত্তিকর’ ভিডিও: বিএফআইইউ প্রধান শাহীনুলকে বাধ্যতামূলক ছুটিতে পাঠালেন গভর্নর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত