ইউক্রেনের সশস্ত্র বাহিনী চীন ও রাশিয়ার মধ্যকার গুরুত্বপূর্ণ রেলপথের একটি অংশ বোমা মেরে উড়িয়ে দিয়েছে। পাশাপাশি একই রেলপথের একটি ট্রেনে চোরাগোপ্তা হামলা চালিয়ে বেশ কয়েকটি বগি পুড়িয়ে দিয়েছে। ইউক্রেনের এক কর্মকর্তার বরাত দিয়ে বিষয়টি জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম পলিটিকো।
পলিটিকোর প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ রেলপথ বৈকাল-আমুর হাইওয়েতে অবস্থিত সিভেরোমোয়ুস্কি টানেলের ভেতরে বিস্ফোরণ ঘটিয়ে রেল সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে। এই টানেলটি রাশিয়ান ফেডারেশনের বুরিয়াতিয়া অঙ্গরাজ্যে অবস্থিত। টানেলটি ১৫ কিলোমিটারেরও বেশি দীর্ঘ।
বিষয়টির সঙ্গে জড়িত এই ইউক্রেনীয় কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, ইউক্রেনের নিরাপত্তা বাহিনী এসবিইউয়ের সদস্যরা সিভেরোমোয়ুস্কি টানেলের ভেতরে বিস্ফোরণ ঘটিয়ে রেল সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে। তিনি পলিটিকোকে বলেছেন, ‘রাশিয়ান ফেডারেশন ও চীনের মধ্যে এটি একমাত্র গুরুত্বপূর্ণ রেল সংযোগ। বর্তমানে এই রুট ব্যবহার করে যত কার্যক্রম ছিল—সামরিক রসদ সরবরাহসহ সবকিছুই স্থবির হয়ে রয়েছে।’
ইউক্রেনের ওই কর্মকর্তা আরও বলেন, ‘টানেলের ভেতরে যখন চারটি বিস্ফোরক ব্যবহার করে হয়, তখন সেখানে একটি মালবাহী ট্রেনও চলছিল।’ তিনি জানান, হামলার একটু পর রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিসের কর্মকর্তারা কাজ শুরু করে দেন। কিন্তু এসবিইউয়ের হামলা যে ক্ষয়ক্ষতি হয়েছে, তা প্রশমিত করতে তারা ব্যর্থ হয়েছেন। এই ট্রেনটির বড় একটি অংশ পুড়ে গিয়েছে বলে জানিয়েছেন ওই কর্মকর্তা।
পরে একই এলাকায় অন্য একটি বাইপাস রেলপথে একটি মালবাহী ট্রেনে হামলা চালান ইউক্রেনীয় নিরাপত্তা বাহিনীর সদস্যরা। রুশপন্থী টেলিগ্রাম চ্যানেল বাজা বিষয়টি নিশ্চিত করেছে। প্রাথমিক তথ্যানুসারে ট্রেনের চারটি বগি পুরোপুরি পুড়ে গেছে। আরও দুটি বগি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।
ইউক্রেনের ওই কর্মকর্তা এই হামলার বিষয়ে জানিয়েছেন, মালবাহী ওই ট্রেনটিতে করে বিমানের জ্বালানি পরিবহন করা হচ্ছিল। বিস্ফোরণের ফলে ট্রেনটিতে বিপুল পরিমাণ জ্বালানি আশপাশের ১৫০ বর্গমিটার এলাকাজুড়ে ছড়িয়ে পড়েছে।
তবে ইউক্রেন বা দেশটির নিরাপত্তা বাহিনী এই হামলা দুটির কথা আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি। রাশিয়াও এই বিষয়ে কোনো মন্তব্য করেনি। তবে দেশটির রাষ্ট্রীয় রেল যোগাযোগ প্রতিষ্ঠান আরজেডএইচডি গত বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেছে, ‘বুরিয়াতিয়ার ইতিকিত-ওকুসিকান উপত্যকায় টানেলের মধ্য দিয়ে যাওয়ার সময় কার্গো ট্রেনটির লোকোমোটিভ ক্রুরা একটি ডিজেল জ্বালানি ট্যাংক থেকে ধোঁয়া বের হতে দেখেন।’
বিবৃতিতে আরও বলা হয়, ‘ধোঁয়া দেখার পর ট্রেনটি থামানো হয় এবং সাহায্যের জন্য কাছাকাছি শহর থেকে দুটি অগ্নিনির্বাপক ট্রেন পাঠানো হয়। ট্রেন চলাচল বাধাগ্রস্ত হয়নি। তবে যাত্রা সময় কিছু বেড়েছে। কারণ, অন্য একটি বাইপাস দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রাখা হয়েছে।’
ইউক্রেনের সশস্ত্র বাহিনী চীন ও রাশিয়ার মধ্যকার গুরুত্বপূর্ণ রেলপথের একটি অংশ বোমা মেরে উড়িয়ে দিয়েছে। পাশাপাশি একই রেলপথের একটি ট্রেনে চোরাগোপ্তা হামলা চালিয়ে বেশ কয়েকটি বগি পুড়িয়ে দিয়েছে। ইউক্রেনের এক কর্মকর্তার বরাত দিয়ে বিষয়টি জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম পলিটিকো।
পলিটিকোর প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ রেলপথ বৈকাল-আমুর হাইওয়েতে অবস্থিত সিভেরোমোয়ুস্কি টানেলের ভেতরে বিস্ফোরণ ঘটিয়ে রেল সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে। এই টানেলটি রাশিয়ান ফেডারেশনের বুরিয়াতিয়া অঙ্গরাজ্যে অবস্থিত। টানেলটি ১৫ কিলোমিটারেরও বেশি দীর্ঘ।
বিষয়টির সঙ্গে জড়িত এই ইউক্রেনীয় কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, ইউক্রেনের নিরাপত্তা বাহিনী এসবিইউয়ের সদস্যরা সিভেরোমোয়ুস্কি টানেলের ভেতরে বিস্ফোরণ ঘটিয়ে রেল সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে। তিনি পলিটিকোকে বলেছেন, ‘রাশিয়ান ফেডারেশন ও চীনের মধ্যে এটি একমাত্র গুরুত্বপূর্ণ রেল সংযোগ। বর্তমানে এই রুট ব্যবহার করে যত কার্যক্রম ছিল—সামরিক রসদ সরবরাহসহ সবকিছুই স্থবির হয়ে রয়েছে।’
ইউক্রেনের ওই কর্মকর্তা আরও বলেন, ‘টানেলের ভেতরে যখন চারটি বিস্ফোরক ব্যবহার করে হয়, তখন সেখানে একটি মালবাহী ট্রেনও চলছিল।’ তিনি জানান, হামলার একটু পর রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিসের কর্মকর্তারা কাজ শুরু করে দেন। কিন্তু এসবিইউয়ের হামলা যে ক্ষয়ক্ষতি হয়েছে, তা প্রশমিত করতে তারা ব্যর্থ হয়েছেন। এই ট্রেনটির বড় একটি অংশ পুড়ে গিয়েছে বলে জানিয়েছেন ওই কর্মকর্তা।
পরে একই এলাকায় অন্য একটি বাইপাস রেলপথে একটি মালবাহী ট্রেনে হামলা চালান ইউক্রেনীয় নিরাপত্তা বাহিনীর সদস্যরা। রুশপন্থী টেলিগ্রাম চ্যানেল বাজা বিষয়টি নিশ্চিত করেছে। প্রাথমিক তথ্যানুসারে ট্রেনের চারটি বগি পুরোপুরি পুড়ে গেছে। আরও দুটি বগি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।
ইউক্রেনের ওই কর্মকর্তা এই হামলার বিষয়ে জানিয়েছেন, মালবাহী ওই ট্রেনটিতে করে বিমানের জ্বালানি পরিবহন করা হচ্ছিল। বিস্ফোরণের ফলে ট্রেনটিতে বিপুল পরিমাণ জ্বালানি আশপাশের ১৫০ বর্গমিটার এলাকাজুড়ে ছড়িয়ে পড়েছে।
তবে ইউক্রেন বা দেশটির নিরাপত্তা বাহিনী এই হামলা দুটির কথা আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি। রাশিয়াও এই বিষয়ে কোনো মন্তব্য করেনি। তবে দেশটির রাষ্ট্রীয় রেল যোগাযোগ প্রতিষ্ঠান আরজেডএইচডি গত বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেছে, ‘বুরিয়াতিয়ার ইতিকিত-ওকুসিকান উপত্যকায় টানেলের মধ্য দিয়ে যাওয়ার সময় কার্গো ট্রেনটির লোকোমোটিভ ক্রুরা একটি ডিজেল জ্বালানি ট্যাংক থেকে ধোঁয়া বের হতে দেখেন।’
বিবৃতিতে আরও বলা হয়, ‘ধোঁয়া দেখার পর ট্রেনটি থামানো হয় এবং সাহায্যের জন্য কাছাকাছি শহর থেকে দুটি অগ্নিনির্বাপক ট্রেন পাঠানো হয়। ট্রেন চলাচল বাধাগ্রস্ত হয়নি। তবে যাত্রা সময় কিছু বেড়েছে। কারণ, অন্য একটি বাইপাস দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রাখা হয়েছে।’
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, রাশিয়ার দখলে থাকা ইউক্রেনের কিছু এলাকা ফেরত আনার চেষ্টা করবেন তিনি। আগামী শুক্রবার আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তাঁর বৈঠক হওয়ার কথা। এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেছেন, ‘রাশিয়া ইউক্রেনের মূল ভূমির বড় অংশ দখল করেছে।
৫ ঘণ্টা আগেনিউইয়র্কের লং আইল্যান্ডের পূর্ব প্রান্তে অবস্থিত মনটক এলাকাটি একসময় ছিল শান্তশিষ্ট ছেলেদের একটি গ্রাম। এখন অবশ্য তা রূপ নিয়েছে বিলাসবহুল ছুটি কাটানোর কেন্দ্রস্থলে। সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের ভিড় এবং জমজমাট রাতের জীবন এলাকাটির পুরোনো চেহারা দ্রুত বদলে দিচ্ছে।
৫ ঘণ্টা আগেএভারেস্টের ভিড় কমাতে নেপাল সরকার দেশটির পশ্চিমাঞ্চলের দুর্গম ও অনাবিষ্কৃত আরও ৯৭টি শৃঙ্গ পর্বতারোহীদের জন্য উন্মুক্ত করে দিয়েছে। আশা করা হচ্ছে, নতুন উদ্যোগের ফলে এভারেস্টের ওপর চাপ কমবে এবং পর্যটন থেকে আয় দূরবর্তী দরিদ্র অঞ্চলেও পৌঁছাবে।
৭ ঘণ্টা আগেরাজধানী ওয়াশিংটন ডিসি থেকে গৃহহীন মানুষদের উচ্ছেদ করতে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রতিরক্ষা বিভাগের এক কর্মকর্তার বরাতে জানা গেছে, আজ সোমবার (১১ আগস্ট) রাজধানীতে কয়েক শ ন্যাশনাল গার্ড সদস্য মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী।
৯ ঘণ্টা আগে