Ajker Patrika

রাশিয়া-ইউক্রেন ইস্যুতে ভারতের অবস্থান নড়বড়ে: জো বাইডেন 

আপডেট : ২২ মার্চ ২০২২, ১৩: ৫৫
রাশিয়া-ইউক্রেন ইস্যুতে ভারতের অবস্থান নড়বড়ে: জো বাইডেন 

রাশিয়া-ইউক্রেন ইস্যুতে ভারতের ভূমিকার সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বাইডেন বলেন, ‘যুক্তরাষ্ট্রের মিত্র ও সহযোগী দেশগুলোর মধ্যে ভারত ব্যতিক্রম। ইউক্রেনে রুশ আগ্রাসন নিয়ে দেশটির অবস্থান নড়বড়ে।’ 

ডয়েচে ভেলের প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় গতকাল সোমবার সামরিক জোট ন্যাটো, ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো এবং কোয়াড জোটের দেশ জাপান ও অস্ট্রেলিয়ার ভূমিকার প্রশংসা করেন বাইডেন। তিনি বলেন, ‘রাশিয়া-ইউক্রেন যুদ্ধে এসব দেশ পুরোপুরি ঐক্যবদ্ধ। রাশিয়ার বিরুদ্ধে আর্থিক নিষেধাজ্ঞায় অংশ নিয়েছে তারা। কিন্তু ভারত তা করেনি।’ 

সংঘাত শুরুর পর জাতিসংঘে একবারও রাশিয়ার বিরুদ্ধে ভোট দেয়নি ভারত। কোয়াড জোটে চারটি দেশ আছে—যুক্তরাষ্ট্র, জাপান, অস্ট্রেলিয়া ও ভারত। এর মধ্যে ভারত একমাত্র দেশ, যারা রাশিয়া থেকে এখনো তেল কিনছে বলে দাবি করা হচ্ছে। এমনকি রাশিয়ার বিরুদ্ধে জাতিসংঘে ভোটও দেয়নি দেশটি। 

ওয়াশিংটনে মার্কিন ব্যবসা খাতের নেতাদের বৈঠকে দেওয়া বক্তব্যে প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, ‘জাপান ও অস্ট্রেলিয়ার প্রতিক্রিয়া খুবই কঠোর। তারা প্রেসিডেন্ট পুতিনের আগ্রাসনের তীব্র বিরোধিতা করেছে। শুধু ভারত ব্যতিক্রম ও নড়বড়ে।’ 

বাইডেন আরও বলেন, ‘পুতিন ভেবেছিলেন, তিনি ন্যাটোকে ভেঙে দিতে পারবেন, কিন্তু তা হয়নি। ন্যাটোকে অতীতে কখনো এতটা ঐক্যবদ্ধ ও শক্তিশালী দেখা যায়নি।’ 

ইউক্রেনে রাশিয়ার হামলার বিরুদ্ধে যখন আন্তর্জাতিক মহলের একটা বড় অংশ সরব, তখন ভারত অনেকটা নিশ্চুপ। পরোক্ষভাবে তাদের পুরোনো বন্ধুর পাশেই দাঁড়িয়েছে বলা যায়। সংঘাত শুরুর পর থেকে জাতিসংঘে একবারও রাশিয়ার বিরুদ্ধে ভোট দেয়নি ভারত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত