Ajker Patrika

অস্ত্র পাঠানো বন্ধ করুন: যুক্তরাষ্ট্র ও ন্যাটোকে রাশিয়া

আপডেট : ০১ মে ২০২২, ১১: ৪৪
অস্ত্র পাঠানো বন্ধ করুন: যুক্তরাষ্ট্র ও ন্যাটোকে রাশিয়া

যুক্তরাষ্ট্র ও ন্যাটোকে কিয়েভে অস্ত্র সরবরাহ বন্ধ করার আহ্বান জানিয়েছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। তিনি বলেছেন, ‘যদি সত্যিই ইউক্রেন সংকটের সমাধানে আপনারা আগ্রহী হন, তবে কিয়েভে অস্ত্র পাঠানো বন্ধ করুন।’ চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়ার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা। 

সিনহুয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে সের্গেই লাভরভ বলেছেন, ‘যুক্তরাষ্ট্র এবং ন্যাটো যদি আন্তরিকভাবে ইউক্রেন সংকটের সমাধান চায় তবে তাদের এখনই ইউক্রেন সরকারকে অস্ত্র ও গোলাবারুদ সরবরাহ বন্ধ করা উচিত।’ 

যুক্তরাষ্ট্র এবং বেশ কয়েকটি ইউরোপীয় দেশ রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে লড়াইয়ে ইউক্রেনকে বিলিয়ন ডলারের অস্ত্র সরবরাহ করেছে। ইউক্রেনকে সমর্থন দিতে সম্প্রতি কংগ্রেসের কাছে ৩ হাজার ৩০০ কোটি ডলার চেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। 

এদিকে মস্কো বারবার ওয়াশিংটনকে কিয়েভে তার সামরিক সহায়তা অব্যাহত রাখার বিরুদ্ধে সতর্ক করেছে। রাশিয়া বরাবরই অভিযোগ করে বলেছে, যুক্তরাষ্ট্র এই যুদ্ধের সলতেতে তেল ঢালছে। এর আগে ক্রেমলিন ইউক্রেনে পশ্চিমা অস্ত্র সরবরাহকে ইউরোপীয় নিরাপত্তার জন্য হুমকি বলে উল্লেখ করেছিল। 

রাশিয়া সম্প্রতি ইউক্রেনের পূর্ব দনবাসে হামলা জোরদার করেছে। লাভরভ সিনহুয়াকে বলেছেন, ‘ইউক্রেনে আমাদের বিশেষ সামরিক অভিযান পরিকল্পনা অনুযায়ী কঠোরভাবে এগোচ্ছে।’ 

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের ব্যাপারে চীন এখন পর্যন্ত কোনো নিন্দা জানায়নি। মস্কোর সঙ্গে চীন তার দৃঢ় বন্ধুত্ব অটুট রেখেছে। 

রাশিয়া বলেছে, পশ্চিমা নিষেধাজ্ঞা এবং ইউক্রেনে অস্ত্রের চালান শান্তি আলোচনাকে বাধাগ্রস্ত করছে। লাভরভ বলেন, আলোচনা অব্যাহত রয়েছে তবে অগ্রগতি আশাব্যঞ্জক নয়।

তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি পোলিশ সাংবাদিকদের বলেছেন, ‘যেকোনো চুক্তি ছাড়াই সংঘর্ষ অবসানের জন্য ‘‘উচ্চ আলোচনার’’ সম্ভাবনা রয়েছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে এএসআই উধাও, থানায় শ্বশুরের জিডি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত