Ajker Patrika

সরকারবিরোধী বিক্ষোভ: ইরানের রেভল্যুশনারি গার্ডকে ‘সন্ত্রাসী গোষ্ঠী’ ঘোষণা করতে যাচ্ছে যুক্তরাজ্য

আপডেট : ০৩ জানুয়ারি ২০২৩, ১০: ২৯
সরকারবিরোধী বিক্ষোভ: ইরানের রেভল্যুশনারি গার্ডকে ‘সন্ত্রাসী গোষ্ঠী’ ঘোষণা করতে যাচ্ছে যুক্তরাজ্য

ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভ থেকে যুক্তরাজ্যের সাতজনকে গ্রেপ্তার করেছে ইরান সরকার। এ ঘটনার জেরে দেশটির সেনাবাহিনী বিপ্লবী গার্ডকে ‘সন্ত্রাসী গোষ্ঠী’ হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করতে যাচ্ছে ব্রিটেন। যুক্তরাজ্যের সংবাদমাধ্যম টেলিগ্রাফের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ব্রিটেনের নিরাপত্তামন্ত্রী টম টুগেনধাত ও স্বরাষ্ট্রমন্ত্রী সুয়েলা ব্রাভারম্যান সমর্থিত সূত্রের বরাত দিয়ে টেলিগ্রাফ বলেছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যে ব্রিটেন আনুষ্ঠানিকভাবে এই পদক্ষেপ নেবে। 

ইরানের বিপ্লবী গার্ডকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে অভিহিত করার অর্থ হলো এই গোষ্ঠীর অন্তর্ভুক্ত হওয়া, এর বৈঠকে উপস্থিত হওয়া এবং জনসমক্ষে এর লোগো বহন করা একটি ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য হবে। 

তবে যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয় টেলিগ্রাফের প্রতিবেদনের ব্যাপারে কোনো মন্তব্য করেনি বলে রয়টার্স জানিয়েছে। 

গত সেপ্টেম্বরে পুলিশের হেফাজতে থাকা অবস্থায় ইরানের কুর্দি তরুণী মাহসা আমিনির মৃত্যুর পর সারা দেশে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। সেই বিক্ষোভ এখনো চলছে। চলমান বিক্ষোভের সঙ্গে জড়িত সন্দেহে গত সপ্তাহে ইরানে থাকা ব্রিটেনের সাত নাগরিককে গ্রেপ্তার করেছে ইরান সরকার। 

ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাক গত বুধবার ইরানকে দ্বৈত নাগরিকদের আটক করা বন্ধের আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, ‘এই অনুশীলনকে কূটনৈতিক সুবিধা পাওয়ার জন্য ব্যবহার করা উচিত নয়।’ 

এর আগে ২০১৯ সালের এপ্রিলে ইরানের ইসলামি বিপ্লবী গার্ডকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করেছিলেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছিলেন, ‘বিপ্লবী গার্ড ইরান সরকারের বিশ্বব্যাপী সন্ত্রাসী অভিযান পরিচালনা ও বাস্তবায়ন করার প্রাথমিক মাধ্যম।’ সে সময় হোয়াইট হাউসের বিবৃতিতে বলা হয়েছিল, ওয়াশিংটন প্রথমবারের মতো অন্য কোনো দেশের সেনাবাহিনীকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে ঘোষণা করেছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা-ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত