Ajker Patrika

বিদ্যুৎ বিচ্ছিন্ন চেরনোবিলে বিকিরণ ঝুঁকি রয়েছে: ইউক্রেন 

বিদ্যুৎ বিচ্ছিন্ন চেরনোবিলে বিকিরণ ঝুঁকি রয়েছে: ইউক্রেন 

ইউক্রেনে হামলা চালানোর পর চেরনোবিলে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র দখলে নিয়েছে রাশিয়া।  বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় সেখান থেকে তেজস্ক্রিয় পদার্থ নিঃসরণ হতে পারে বলে সতর্ক করে দিয়েছে ইউক্রেনের রাষ্ট্রীয় পরমাণু কোম্পানি। 

ইউক্রেনের রাষ্ট্রীয় পরমাণু কোম্পানি এনারগোতোমের পক্ষ থেকে বলা হয়,  বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ার পর পারমাণবিক জ্বালানিকে ঠান্ডা করা যাচ্ছে না। যুদ্ধ চলায় এবং রাশিয়ার সেনাদের দখলে থাকায় চেরনোবিলে বিদ্যুৎ পুনঃসংযোগের কাজ করা যাচ্ছে না। 

 তদানীন্তন সোভিয়েত ইউনিয়নের চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ২৬শে এপ্রিল, ১৯৮৬ তারিখে সংঘটিত ভয়াবহ পারমাণবিক দুর্ঘটনাটি চেরনোবিলের বিপর্যয় হিসেবে পরিচিত। চেরনোবিল বর্তমান ইউক্রেনের অন্তর্ভূক্ত। এই পারমাণবিক দুর্ঘটনাকে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ দুর্ঘটনা ও বিপর্যয় হিসেবে গণ্য করা হয়। ঘটনার সময় চেরনোবিলে প্রায় ১৪ হাজার বসতি ছিল। দুর্ঘটনার সঙ্গে সঙ্গেই ৪ জন কর্মী মারা যান। পরবর্তীতে ২৩৭ জন মানুষ পারমাণবিক বিকিরণের ফলে অসুস্থ হয়ে পরে এবং প্রথম তিন মাসে ৩১ জন মৃত্যুবরণ করে, যাদের অধিকাংশই উদ্ধারকর্মী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত