Ajker Patrika

পাকিস্তানি বিলিয়নিয়ার দুটি যুদ্ধবিমান দিলেন ইউক্রেনকে 

পাকিস্তানি বিলিয়নিয়ার দুটি যুদ্ধবিমান দিলেন ইউক্রেনকে 

পাকিস্তানি বিলিয়নিয়ার মোহাম্মদ জহুর ইউক্রেনকে যুদ্ধবিমান দিয়ে সহায়তা করেছেন বলে খবর পাওয়া গেছে। যুদ্ধবিমান ছাড়াও তিনি ইউক্রেনকে বিভিন্ন ধরনের সহায়তা দিয়েই যাচ্ছেন। মোহাম্মদ জহুর ইউক্রেনের সংবাদমাধ্যম কিয়েভ পোস্টের সাবেক প্রকাশক। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

ইউক্রেনের সংবাদমাধ্যম টিএসএনকে উদ্ধৃত করে মার্কিন সংবাদমাধ্যম নিউজউইক জানিয়েছে, মোহাম্মদ জহুরের স্ত্রী ইউক্রেনের নাগরিক কামালিয়া জহুর বলেছেন, তাঁর স্বামী এবং তাঁর বিত্তবান বন্ধুরা নীরবে রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ে ইউক্রেনকে সহায়তা করে যাচ্ছেন। তিনি আরও জানিয়েছেন, তাঁর স্বামী ইউক্রেনকে দুটি যুদ্ধবিমান কিনতে সাহায্য করেছেন। 

কামালিয়া জহুর বলেছেন, ‘জহুর আমাকে এসব বলার জন্য অনুমতি দিয়েছে। এর আগ পর্যন্ত তাঁরা তাদের কর্মকাণ্ড লুকিয়ে রেখেছিল। তাঁরা ইউক্রেনকে দুটি যুদ্ধবিমান দিয়ে সহায়তা করেছে।’

ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে ইউক্রেনে বসবাস করা পাকিস্তানি এই বিলিয়নিয়ার দেশটি থেকে ইউক্রেনীয় নাগরিকদের নিরাপদে দেশ ত্যাগে সহায়তা করে আসছিলেন। পাকিস্তানি বংশোদ্ভূত ব্রিটিশ ব্যবসায়ী নিজের অর্থ দিয়ে ইউক্রেনীয় নাগরিকদের যুক্তরাজ্য এবং ইউরোপের বিভিন্ন দেশে শরণার্থী হিসেবে পাঠানোর লক্ষ্যে কাজ করেছেন। এ ছাড়া, মোহাম্মদ জহুর বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের সঙ্গে ইউক্রেনীয় নাগরিকদের নিরাপদে দেশ ত্যাগের বিষয়টি নিশ্চিত করতে নিয়মিত আলাপ আলোচনা করছেন। 

এর আগে, গত মার্চে আরব নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে মোহাম্মদ জহুর বিশ্ববাসীর প্রতি ইউক্রেনকে সমর্থনের আহ্বান জানিয়েছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত