Ajker Patrika

আরও একটি নতুন শহরে রুশ বাহিনীর হামলা

আপডেট : ১১ মার্চ ২০২২, ১৪: ২৬
আরও একটি নতুন শহরে রুশ বাহিনীর হামলা

ইউক্রেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর ইভানো-ফ্রাংকিভস্কে রুশ বাহিনী গোলাবর্ষণ শুরু করেছে। এর আগে এই শহরে রুশ বাহিনী আক্রমণ করেনি। স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে এসব তথ্য জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। 

একটি ফেসবুক বার্তায় ইভানো-ফ্রাংকিভস্কের মেয়র বলেছেন, শত্রু ফ্রাংকিভস্কে আঘাত করেছে। তিনি ক্রাইখিভতসি, চুকালিভকা, ওপ্রিশিভসি ও গোরোডোক জেলার বাসিন্দাদের বাড়িঘর ছেড়ে বের না হওয়ার আহ্বান জানিয়েছেন। মেয়র বিস্ফোরণের ছবি ও ভিডিও শেয়ার না করার জন্যও অনুরোধ করেছেন। 

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, আজ শুক্রবার সকালে নতুন দুটি শহর লুতস্ক ও দিনিপ্রোতে হামলা করার পর নতুন আরেকটি শহর ইভানো-ফ্রাংকিভস্কে হামলা করল রুশ বাহিনী। ইউক্রেনের স্টেট ইমার্জেন্সি সার্ভিসেস (এসইএস) জানিয়েছে, আজ সকালের হামলায় দিনিপ্রোর নোভোকডাতস্কি জেলায় একজন নিহত হয়েছেন। শহরে তিনটি বিমান হামলা হয়েছে। একটি কিন্ডারগার্টেন ও একটি অ্যাপার্টমেন্ট বিল্ডিং ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া একটি দোতলা জুতার কারখানায়ও আগুন লেগেছে। 

ইউক্রেনের পশ্চিমের শহরগুলো এর আগে রাশিয়ার লক্ষ্যবস্তু ছিল না। নতুন করে এসব শহরে হামলা শুরু করল রুশ সেনাবাহিনী। 

এদিকে আজ শুক্রবার সকালে বন্দরনগরী মারিউপোলেও নতুন করে হামলা শুরু করেছে রুশ বাহিনী। স্থানীয় কর্মকর্তার বরাত দিয়ে কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, রুশ বাহিনীর গোলার আঘাতে আধা ঘণ্টা পর পর মারিউপোল শহর কেঁপে উঠছে। গত দুই দিনে ইউক্রেনের এই বন্দরনগরী সাক্ষাৎ নরকে পরিণত হয়েছে। 

ইউক্রেনের কর্মকর্তারা বলেছেন, রুশ সেনারা গত ১০ দিন ধরে মারিউপোল শহর অবরুদ্ধ করে রেখেছে। দফায় দফায় বিমান হামলায় এই শহরের অন্তত ১ হাজার ৩০০ মানুষ মারা গেছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত