তুরস্কে গতকাল সোমবার ভোরে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর অন্তত ১০০টি পরাঘাত (আফটার শক) অনুভূত হয়েছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) জানিয়েছে, রিখটার স্কেলে পরাঘাতের মাত্রা ছিল ৪ বা তার চেয়ে একটু বেশি। মার্কিন গণমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ইউএসজিএস জানিয়েছে, মূল ভূমিকম্পের পরে পরাঘাতের মাত্রা ক্রমশ কমতে থাকে। এখন পরাঘাতের মাত্রা ৫ থেকে ৬ এর বেশি হবে না। তারপরও উদ্ধারকারী দল ও জীবিতদের জন্য ঝুঁকি রয়ে গেছে। কারণ ৫ কিংবা ৬ মাত্রার ভূমিকম্পেও অনেক ভবন ধসে পড়তে পারে।
মূল ভূমিকম্পের পর পরাঘাতগুলো দক্ষিণ তুরস্কের ফেটে যাওয়া ফল্ট জোন বরাবর ৩০০ কিলোমিটার পর্যন্ত অনুভূত হয়েছে বলেও জানিয়েছে ইউএসজিএস।
এদিকে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানিয়েছে, এখনো উদ্ধার অভিযান চলছে, তবে ভারী বৃষ্টি ও তুষারপাতের কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। বিধ্বস্ত বাড়ি–ঘরের বাসিন্দারা খোলা আকাশের নিচে অবস্থান নিয়েছেন। রাতের তাপমাত্রা কমে যাওয়ায় বিপাকে পড়েছেন তাঁরা।
গতকাল ভোর ৪টা ১৭ মিনিটের দিকে সিরিয়া ও তুরস্কের সীমান্ত এলাকায় ভূমিকম্পটি আঘাত হানে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ৮। এখন পর্যন্ত দুই দেশে মৃতের সংখ্যা ৪ হাজার ৩০০ ছাড়িয়েছে। এর মধ্যে তুরস্কে প্রায় ২ হাজার ৯০০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। সিরিয়ায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৪০০ জনে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বলছে, নিহতদের সংখ্যা খুব দ্রুত বাড়বে।
ইউএসজিএস আরও জানায়, তুরস্কের রাজধানী আঙ্কারাসহ দেশটির অন্যান্য শহরে এবং পার্শ্ববর্তী সিরিয়াসহ প্রতিবেশী দেশ লেবানন, সাইপ্রাস, ইসরায়েলেও এই ভূকম্পন অনুভূত হয়। এরপর কয়েকবার পরাঘাত আঘাত হানে। এগুলোর মধ্যে একটি ছিল ৬ দশমিক ৪ ও একটি ৬ দশমিক ৫ মাত্রার।
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ভূমিকম্পে হতাহতদের প্রতি গভীর সহানুভূতি প্রকাশ করে এই বিপর্যয় মোকাবিলায় জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন। প্রেসিডেন্ট এরদোয়ান এক টুইটার পোস্টে বলেন, ‘ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত আমাদের সকল নাগরিককে সমবেদনা জানাই। আশা করি আমরা দ্রুত এ বিপর্যয় কাটিয়ে উঠতে পারব।’
আরও পড়ুন:
তুরস্কে গতকাল সোমবার ভোরে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর অন্তত ১০০টি পরাঘাত (আফটার শক) অনুভূত হয়েছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) জানিয়েছে, রিখটার স্কেলে পরাঘাতের মাত্রা ছিল ৪ বা তার চেয়ে একটু বেশি। মার্কিন গণমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ইউএসজিএস জানিয়েছে, মূল ভূমিকম্পের পরে পরাঘাতের মাত্রা ক্রমশ কমতে থাকে। এখন পরাঘাতের মাত্রা ৫ থেকে ৬ এর বেশি হবে না। তারপরও উদ্ধারকারী দল ও জীবিতদের জন্য ঝুঁকি রয়ে গেছে। কারণ ৫ কিংবা ৬ মাত্রার ভূমিকম্পেও অনেক ভবন ধসে পড়তে পারে।
মূল ভূমিকম্পের পর পরাঘাতগুলো দক্ষিণ তুরস্কের ফেটে যাওয়া ফল্ট জোন বরাবর ৩০০ কিলোমিটার পর্যন্ত অনুভূত হয়েছে বলেও জানিয়েছে ইউএসজিএস।
এদিকে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানিয়েছে, এখনো উদ্ধার অভিযান চলছে, তবে ভারী বৃষ্টি ও তুষারপাতের কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। বিধ্বস্ত বাড়ি–ঘরের বাসিন্দারা খোলা আকাশের নিচে অবস্থান নিয়েছেন। রাতের তাপমাত্রা কমে যাওয়ায় বিপাকে পড়েছেন তাঁরা।
গতকাল ভোর ৪টা ১৭ মিনিটের দিকে সিরিয়া ও তুরস্কের সীমান্ত এলাকায় ভূমিকম্পটি আঘাত হানে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ৮। এখন পর্যন্ত দুই দেশে মৃতের সংখ্যা ৪ হাজার ৩০০ ছাড়িয়েছে। এর মধ্যে তুরস্কে প্রায় ২ হাজার ৯০০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। সিরিয়ায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৪০০ জনে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বলছে, নিহতদের সংখ্যা খুব দ্রুত বাড়বে।
ইউএসজিএস আরও জানায়, তুরস্কের রাজধানী আঙ্কারাসহ দেশটির অন্যান্য শহরে এবং পার্শ্ববর্তী সিরিয়াসহ প্রতিবেশী দেশ লেবানন, সাইপ্রাস, ইসরায়েলেও এই ভূকম্পন অনুভূত হয়। এরপর কয়েকবার পরাঘাত আঘাত হানে। এগুলোর মধ্যে একটি ছিল ৬ দশমিক ৪ ও একটি ৬ দশমিক ৫ মাত্রার।
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ভূমিকম্পে হতাহতদের প্রতি গভীর সহানুভূতি প্রকাশ করে এই বিপর্যয় মোকাবিলায় জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন। প্রেসিডেন্ট এরদোয়ান এক টুইটার পোস্টে বলেন, ‘ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত আমাদের সকল নাগরিককে সমবেদনা জানাই। আশা করি আমরা দ্রুত এ বিপর্যয় কাটিয়ে উঠতে পারব।’
আরও পড়ুন:
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, রাশিয়ার দখলে থাকা ইউক্রেনের কিছু এলাকা ফেরত আনার চেষ্টা করবেন তিনি। আগামী শুক্রবার আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তাঁর বৈঠক হওয়ার কথা। এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেছেন, ‘রাশিয়া ইউক্রেনের মূল ভূমির বড় অংশ দখল করেছে।
৪ ঘণ্টা আগেনিউইয়র্কের লং আইল্যান্ডের পূর্ব প্রান্তে অবস্থিত মনটক এলাকাটি একসময় ছিল শান্তশিষ্ট ছেলেদের একটি গ্রাম। এখন অবশ্য তা রূপ নিয়েছে বিলাসবহুল ছুটি কাটানোর কেন্দ্রস্থলে। সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের ভিড় এবং জমজমাট রাতের জীবন এলাকাটির পুরোনো চেহারা দ্রুত বদলে দিচ্ছে।
৪ ঘণ্টা আগেএভারেস্টের ভিড় কমাতে নেপাল সরকার দেশটির পশ্চিমাঞ্চলের দুর্গম ও অনাবিষ্কৃত আরও ৯৭টি শৃঙ্গ পর্বতারোহীদের জন্য উন্মুক্ত করে দিয়েছে। আশা করা হচ্ছে, নতুন উদ্যোগের ফলে এভারেস্টের ওপর চাপ কমবে এবং পর্যটন থেকে আয় দূরবর্তী দরিদ্র অঞ্চলেও পৌঁছাবে।
৫ ঘণ্টা আগেরাজধানী ওয়াশিংটন ডিসি থেকে গৃহহীন মানুষদের উচ্ছেদ করতে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রতিরক্ষা বিভাগের এক কর্মকর্তার বরাতে জানা গেছে, আজ সোমবার (১১ আগস্ট) রাজধানীতে কয়েক শ ন্যাশনাল গার্ড সদস্য মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী।
৭ ঘণ্টা আগে