Ajker Patrika

‘ইউক্রেনে যুদ্ধ করতে মধ্যপ্রাচ্য থেকে ১৬ হাজার আবেদন পেয়েছে রাশিয়া’

আপডেট : ১১ মার্চ ২০২২, ১৯: ৫৭
‘ইউক্রেনে যুদ্ধ করতে মধ্যপ্রাচ্য থেকে ১৬ হাজার আবেদন পেয়েছে রাশিয়া’

রাশিয়ার হয়ে ইউক্রেনে যুদ্ধ করতে যেতে চায় ১৬ হাজার স্বেচ্ছাসেবক। এরা সবাই মধ্যপ্রাচ্যের নাগরিক। এ ছাড়া ইউক্রেনে রাশিয়ার আক্রমণ সফলভাবে এবং পরিকল্পনা অনুসারেই পরিচালিত হচ্ছে বলে জানিয়েছেন রুশ প্রতিরক্ষামন্ত্রী।

আজ শুক্রবার টেলিভিশনে প্রচারিত দেশটির নিরাপত্তা পরিষদের এক বৈঠকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে উদ্দেশ করে প্রতিরক্ষামন্ত্রী এ কথা বলেছেন।

প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু বলেছেন, ‘রাশিয়ার সামরিক বাহিনী অপরিকল্পিত বাধা ও প্রতিরোধের সম্মুখীন হয়েছে—পশ্চিমাদের পক্ষ থেকে এমন দাবি করা হলেও ইউক্রেনে রুশ সেনাবাহিনীর অভিযান সফলভাবে পরিচালিত হচ্ছে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী চলছে, আমরা এই সপ্তাহে প্রতিদিন আপনাকে রিপোর্ট করব।’ 

শোইগু আরও দাবি করেন, ‘ইউক্রেনের যুদ্ধে যোগ দিতে ইচ্ছুক মধ্যপ্রাচ্যের স্বেচ্ছাসেবকদের কাছ থেকে ১৬ হাজারেরও বেশি আবেদন পেয়েছে রাশিয়া।’ শোইগু আরও বলেন, ‘আমরা বিভিন্ন দেশ থেকে স্বেচ্ছাসেবকদের কাছ থেকে বিপুল আবেদন পেয়েছি, যারা লুহানস্ক ও দোনেৎস্কের যুদ্ধে অংশগ্রহণ করতে চায়।’ 

এ সময় রুশ প্রতিরক্ষামন্ত্রী দোনবাসের বিচ্ছিন্নতাবাদী অধ্যুষিত অঞ্চলগুলোকে সহায়তা করতে পুতিনের কাছে আরও অস্ত্র চেয়েছেন। বিশেষ করে হালকা ট্যাংক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র লাঞ্চার এবং বহনযোগ্য বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র।

শোইগু আরও বলেন, ‘আমরা প্রচুর পরিমাণে ইউক্রেনীয় অস্ত্র দখল করেছি। এর মধ্যে রয়েছে ট্যাংক, সাঁজোয়া যান, বেশ কয়েক ধরনের ছোট অস্ত্র, বেশ কয়েকটি কামান।  এ ছাড়া অনেক জ্যাভলিন ও স্টিংগার ক্ষেপণাস্ত্র আমাদের দখলে এসেছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত