Ajker Patrika

রাশিয়ার বিরুদ্ধে জাতিসংঘে নিন্দা প্রস্তাব পাস

আপডেট : ১৩ অক্টোবর ২০২২, ১০: ২৯
রাশিয়ার বিরুদ্ধে জাতিসংঘে নিন্দা প্রস্তাব পাস

ইউক্রেনের চারটি অঞ্চলকে নিজেদের সঙ্গে যুক্ত করার ঘোষণায় রাশিয়ার বিরুদ্ধে নিন্দা প্রস্তাব পাস হয়েছে জাতিসংঘের সাধারণ পরিষদে। ১৪৩টি দেশ রাশিয়ার বিপক্ষে ভোট দেয়। ভারত ও চীনসহ ৩৫টি দেশ ভোটদানে বিরত থাকে। আর রাশিয়া, বেলারুশ, উত্তর কোরিয়া, সিরিয়া ও নিকারাগুয়া এই প্রস্তাবের বিরোধিতা করেছে। 

বিবিসির প্রতিবেদনে জানা যায়, গত ফেব্রুয়ারিতে ইউক্রেনে হামলা চালানোর পর রাশিয়ার বিরুদ্ধে এটি সর্বোচ্চ ভোট। নিন্দা প্রস্তাব গৃহীত হওয়ায় দেশগুলোর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এক টুইট বার্তায় তিনি বলেন, ইউক্রেনের অঞ্চল যুক্ত করার রুশ চেষ্টা মূল্যহীন। বিশ্বের স্বাধীন দেশগুলো কখনোই এতে স্বীকৃতি দেবে না। ইউক্রেন নিজের সব ভূখণ্ড ফিরিয়ে নেবে। 

সম্প্রতি ইউক্রেনের দোনেৎস্ক, খেরসন, লুহানস্ক ও জাপোরিঝিয়া অঞ্চলে গণভোটের মধ্য দিয়ে নিজেদের অন্তর্ভুক্ত করে রাশিয়া। এই গণভোট ও অন্তর্ভুক্তিকরণকে অবৈধ উল্লেখ করে আলবেনিয়ার উদ্যোগে জাতিসংঘের সাধারণ পরিষদে একটি নিন্দা প্রস্তাব আনা হয়। প্রস্তাবটিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে বলা হয়, রাশিয়ার এই অন্তর্ভুক্তিকরণের দাবিকে যেন স্বীকৃতি দেওয়া না হয়। এ ছাড়া অবিলম্বে যেন প্রত্যাহার করা হয় এই দাবি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশসহ এশিয়ার ৫ দেশে সফর বাতিল করলেন ইতালির প্রধানমন্ত্রী মেলোনি

স্ত্রীকে হতে হবে নোরা ফাতেহির মতো, না খাইয়ে রেখে তিন ঘণ্টা করে ব্যায়াম করান স্বামী

বাংলা বলায় কলকাতার মার্কেটে ছুরি, বন্দুকের বাঁট ও হকিস্টিক নিয়ে ছাত্রদের ওপর হামলা

ঢাকা কলেজের বাস ভাঙচুর, আবারও শিক্ষার্থীদের সংঘর্ষ, পুলিশের টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড

২০২৬ সালের পাঠ্যবইয়ে শেখ হাসিনার নামের আগে গণহত্যাকারী, ফেসবুকে আসিফ মাহমুদ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত