বিখ্যাত ফ্যাশন হাউস হার্মিসের প্রতিষ্ঠাতা থিয়েরি হার্মিস। তাঁর বিলিয়নিয়ার নাতি নিকোলাস পুয়েচের বয়স এখন ৮০ বছর। তিনি অবিবাহিত এবং নিঃসন্তান। ফলে তাঁর বিপুল সম্পত্তির উত্তরাধিকারী কে এ নিয়ে নানা জল্পনা কল্পনা ছিল। জীবনসায়াহ্নে সিনেমার গল্পের মতো আশ্চর্যজনক এক মোড় নিল তাঁর জীবন। তিনি তাঁর সাবেক মালি, যার বয়স এখন ৫১ বছর, তাঁকে দত্তক নিয়েছেন। এর মানে হলো, এই মালিই এখন তাঁর ১৩ দশমিক ২ বিলিয়ন বা ১ হাজার ৩২০ কোটি ডলার মূল্যমানের সম্পত্তির অর্ধেকের মালিক হতে যাচ্ছেন।
পুয়েচ সম্পত্তির সুবিধাভোগীদের উল্লেখযোগ্য অংশ পুনর্নির্ধারণের চেষ্টা করছেন। এরই অংশ হিসেবে এমন অপ্রত্যাশিত একটি পদক্ষেপ। যেখানে তিনি ২২০ বিলিয়ন বা ২২ হাজার কোটি ডলার মূল্যমানের বিলাসবহুল ফ্যাশন হাউসের ৫–৬ শতাংশের অংশীদার।
পুয়েচ অবিবাহিত এবং নিঃসন্তান। তাঁর সাবেক মালি ও কাজের লোকটির জন্ম মরক্কোর একটি সাধারণ পরিবারে। এই সময়ে এসে তাঁকে দত্তক নেওয়ার প্রক্রিয়াটি বেশ জটিল ছিল। এর জন্য রীতিমতো আইনজীবীদের একটি দলকে নিয়োজিত করেছেন তিনি।
ইতালীয় সংবাদমাধ্যম স্কাই টিজি ২৪–এর প্রতিবেদন অনুসারে, নাম প্রকাশে অনিচ্ছুক ওই মালি এক স্প্যানিশ নারীকে বিয়ে করেছেন। এ দম্পতির দুই সন্তান। তিনি এখন পুয়েচের সম্পদের একটি উল্লেখযোগ্য অংশের উত্তরাধিকারী। এর মধ্যে রয়েছে মরক্কোর মারাকেশ এবং সুইজারল্যান্ডের মন্ট্রেক্সের অবস্থিত পুয়েচের সম্পত্তি, যার মূল্য মোট ৫৯ লাখ ডলার।
পুয়েচ বর্তমানে সুইজারল্যান্ডে বসবাস করছেন। সেখানে একজন প্রাপ্তবয়স্ককে দত্তক নেওয়ার সিদ্ধান্ত বিরল এবং জটিল বিষয়।
সুইজারল্যান্ড কর্তৃপক্ষের উন্মুক্ত তথ্য সহায়ক ch. ch–এর মতে, প্রাপ্তবয়স্কদের দত্তক গ্রহণ তখনই অনুমোদিত হয় যদি, যাকে দত্তক নেওয়া হচ্ছে এবং দত্তক গ্রহণকারী উভয়ে নাবালক থাকা অবস্থায় কমপক্ষে এক বছর একসঙ্গে বসবাস করে থাকেন।
হার্মিসের সঙ্গে পুয়েচের দ্বন্দ্ব পুরোনো। বিশেষ করে ২০১৪ সালে হার্মিসের ফ্যাশন প্রতিদ্বন্দ্বী এলভিএমএইচ কোম্পানিটি অধিগ্রহণের চেষ্টা করে তখনই সুপারভাইজরি বোর্ড থেকে সরে যান পুয়েচ।
সেই সঙ্গে পরিবারের সদস্যদের সঙ্গে তাঁর দ্বন্দ্ব। পরিবারের একটি অংশ তখন হোল্ডিং কোম্পানি গঠন করে ওই অধিগ্রহণ ঠেকিয়ে দিয়েছিল। এই অংশটিই পুয়েচকে একটি অপ্রচলিত উত্তরাধিকারী বেছে নেওয়ার ক্ষেত্রে প্রভাবিত করেছে বলে ধারণা করা হচ্ছে।
ইন্টারনেটে ভুল তথ্য ঠেকানো নিয়ে কাজ করে আইসোক্রেটিস ফাউন্ডেশন। এই দাতব্য প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন পুয়েচ। পুয়েচ তাঁর মালিকে দত্তক নেওয়ার কথা জানার পর ফাউন্ডেশনটি তাঁর উত্তরাধিকার চুক্তি বাতিলের বিরোধিতা করেছে। ফলে সামনে একটি আইনি লড়াই শুরু হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।
তবে পুয়েচের এই পদক্ষেপ বিশ্বব্যাপী বিলিয়নিয়ারের সাধারণ প্রবণতায় একটি ব্যতিক্রম ঘটনা হয়ে থাকবে। যেখানে আগামী দশকগুলোর মধ্যে এই বিলিয়নিয়াররা উত্তরাধিকারীদের কাছে ট্রিলিয়ন ডলারের সম্পদ স্থানান্তরের পরিকল্পনা করছে বলে সুইস ব্যাংক ইউবিএসের একটি গবেষণায় উঠে এসেছে। দেখা যাচ্ছে, তাঁরা পরিবারের মধ্যেই সম্পদ কুক্ষিগত করে রাখতেই বেশি আগ্রহী।
সে ক্ষেত্রে পুয়েচ তাঁর নিকটবর্তী বৃত্তের বাইরে থেকে কাউকে উত্তরাধিকারী হিসেবে বেছে নিয়েছেন। আইকনিক হার্মিস সাম্রাজ্যের ভবিষ্যৎ কী সেটি এখন অনিশ্চিত। যেখানে হার্মিস এখন ফ্রান্সের পুঁজিবাজারে তালিকাভুক্ত তৃতীয় বৃহত্তম কোম্পানি।
বিখ্যাত ফ্যাশন হাউস হার্মিসের প্রতিষ্ঠাতা থিয়েরি হার্মিস। তাঁর বিলিয়নিয়ার নাতি নিকোলাস পুয়েচের বয়স এখন ৮০ বছর। তিনি অবিবাহিত এবং নিঃসন্তান। ফলে তাঁর বিপুল সম্পত্তির উত্তরাধিকারী কে এ নিয়ে নানা জল্পনা কল্পনা ছিল। জীবনসায়াহ্নে সিনেমার গল্পের মতো আশ্চর্যজনক এক মোড় নিল তাঁর জীবন। তিনি তাঁর সাবেক মালি, যার বয়স এখন ৫১ বছর, তাঁকে দত্তক নিয়েছেন। এর মানে হলো, এই মালিই এখন তাঁর ১৩ দশমিক ২ বিলিয়ন বা ১ হাজার ৩২০ কোটি ডলার মূল্যমানের সম্পত্তির অর্ধেকের মালিক হতে যাচ্ছেন।
পুয়েচ সম্পত্তির সুবিধাভোগীদের উল্লেখযোগ্য অংশ পুনর্নির্ধারণের চেষ্টা করছেন। এরই অংশ হিসেবে এমন অপ্রত্যাশিত একটি পদক্ষেপ। যেখানে তিনি ২২০ বিলিয়ন বা ২২ হাজার কোটি ডলার মূল্যমানের বিলাসবহুল ফ্যাশন হাউসের ৫–৬ শতাংশের অংশীদার।
পুয়েচ অবিবাহিত এবং নিঃসন্তান। তাঁর সাবেক মালি ও কাজের লোকটির জন্ম মরক্কোর একটি সাধারণ পরিবারে। এই সময়ে এসে তাঁকে দত্তক নেওয়ার প্রক্রিয়াটি বেশ জটিল ছিল। এর জন্য রীতিমতো আইনজীবীদের একটি দলকে নিয়োজিত করেছেন তিনি।
ইতালীয় সংবাদমাধ্যম স্কাই টিজি ২৪–এর প্রতিবেদন অনুসারে, নাম প্রকাশে অনিচ্ছুক ওই মালি এক স্প্যানিশ নারীকে বিয়ে করেছেন। এ দম্পতির দুই সন্তান। তিনি এখন পুয়েচের সম্পদের একটি উল্লেখযোগ্য অংশের উত্তরাধিকারী। এর মধ্যে রয়েছে মরক্কোর মারাকেশ এবং সুইজারল্যান্ডের মন্ট্রেক্সের অবস্থিত পুয়েচের সম্পত্তি, যার মূল্য মোট ৫৯ লাখ ডলার।
পুয়েচ বর্তমানে সুইজারল্যান্ডে বসবাস করছেন। সেখানে একজন প্রাপ্তবয়স্ককে দত্তক নেওয়ার সিদ্ধান্ত বিরল এবং জটিল বিষয়।
সুইজারল্যান্ড কর্তৃপক্ষের উন্মুক্ত তথ্য সহায়ক ch. ch–এর মতে, প্রাপ্তবয়স্কদের দত্তক গ্রহণ তখনই অনুমোদিত হয় যদি, যাকে দত্তক নেওয়া হচ্ছে এবং দত্তক গ্রহণকারী উভয়ে নাবালক থাকা অবস্থায় কমপক্ষে এক বছর একসঙ্গে বসবাস করে থাকেন।
হার্মিসের সঙ্গে পুয়েচের দ্বন্দ্ব পুরোনো। বিশেষ করে ২০১৪ সালে হার্মিসের ফ্যাশন প্রতিদ্বন্দ্বী এলভিএমএইচ কোম্পানিটি অধিগ্রহণের চেষ্টা করে তখনই সুপারভাইজরি বোর্ড থেকে সরে যান পুয়েচ।
সেই সঙ্গে পরিবারের সদস্যদের সঙ্গে তাঁর দ্বন্দ্ব। পরিবারের একটি অংশ তখন হোল্ডিং কোম্পানি গঠন করে ওই অধিগ্রহণ ঠেকিয়ে দিয়েছিল। এই অংশটিই পুয়েচকে একটি অপ্রচলিত উত্তরাধিকারী বেছে নেওয়ার ক্ষেত্রে প্রভাবিত করেছে বলে ধারণা করা হচ্ছে।
ইন্টারনেটে ভুল তথ্য ঠেকানো নিয়ে কাজ করে আইসোক্রেটিস ফাউন্ডেশন। এই দাতব্য প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন পুয়েচ। পুয়েচ তাঁর মালিকে দত্তক নেওয়ার কথা জানার পর ফাউন্ডেশনটি তাঁর উত্তরাধিকার চুক্তি বাতিলের বিরোধিতা করেছে। ফলে সামনে একটি আইনি লড়াই শুরু হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।
তবে পুয়েচের এই পদক্ষেপ বিশ্বব্যাপী বিলিয়নিয়ারের সাধারণ প্রবণতায় একটি ব্যতিক্রম ঘটনা হয়ে থাকবে। যেখানে আগামী দশকগুলোর মধ্যে এই বিলিয়নিয়াররা উত্তরাধিকারীদের কাছে ট্রিলিয়ন ডলারের সম্পদ স্থানান্তরের পরিকল্পনা করছে বলে সুইস ব্যাংক ইউবিএসের একটি গবেষণায় উঠে এসেছে। দেখা যাচ্ছে, তাঁরা পরিবারের মধ্যেই সম্পদ কুক্ষিগত করে রাখতেই বেশি আগ্রহী।
সে ক্ষেত্রে পুয়েচ তাঁর নিকটবর্তী বৃত্তের বাইরে থেকে কাউকে উত্তরাধিকারী হিসেবে বেছে নিয়েছেন। আইকনিক হার্মিস সাম্রাজ্যের ভবিষ্যৎ কী সেটি এখন অনিশ্চিত। যেখানে হার্মিস এখন ফ্রান্সের পুঁজিবাজারে তালিকাভুক্ত তৃতীয় বৃহত্তম কোম্পানি।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, রাশিয়ার দখলে থাকা ইউক্রেনের কিছু এলাকা ফেরত আনার চেষ্টা করবেন তিনি। আগামী শুক্রবার আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তাঁর বৈঠক হওয়ার কথা। এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেছেন, ‘রাশিয়া ইউক্রেনের মূল ভূমির বড় অংশ দখল করেছে।
৪ ঘণ্টা আগেনিউইয়র্কের লং আইল্যান্ডের পূর্ব প্রান্তে অবস্থিত মনটক এলাকাটি একসময় ছিল শান্তশিষ্ট ছেলেদের একটি গ্রাম। এখন অবশ্য তা রূপ নিয়েছে বিলাসবহুল ছুটি কাটানোর কেন্দ্রস্থলে। সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের ভিড় এবং জমজমাট রাতের জীবন এলাকাটির পুরোনো চেহারা দ্রুত বদলে দিচ্ছে।
৪ ঘণ্টা আগেএভারেস্টের ভিড় কমাতে নেপাল সরকার দেশটির পশ্চিমাঞ্চলের দুর্গম ও অনাবিষ্কৃত আরও ৯৭টি শৃঙ্গ পর্বতারোহীদের জন্য উন্মুক্ত করে দিয়েছে। আশা করা হচ্ছে, নতুন উদ্যোগের ফলে এভারেস্টের ওপর চাপ কমবে এবং পর্যটন থেকে আয় দূরবর্তী দরিদ্র অঞ্চলেও পৌঁছাবে।
৫ ঘণ্টা আগেরাজধানী ওয়াশিংটন ডিসি থেকে গৃহহীন মানুষদের উচ্ছেদ করতে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রতিরক্ষা বিভাগের এক কর্মকর্তার বরাতে জানা গেছে, আজ সোমবার (১১ আগস্ট) রাজধানীতে কয়েক শ ন্যাশনাল গার্ড সদস্য মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী।
৭ ঘণ্টা আগে