Ajker Patrika

মারিউপোলে রুশ বাহিনীর ‘যুদ্ধবিরতি’ ঘোষণা

আপডেট : ৩১ মার্চ ২০২২, ১৫: ০১
মারিউপোলে রুশ বাহিনীর ‘যুদ্ধবিরতি’ ঘোষণা

অবরুদ্ধ করে রাখা ইউক্রেনের বন্দরনগরী মারিউপোলে ‘যুদ্ধবিরতি’ ঘোষণা করেছে রুশ বাহিনী। বেসামরিক নাগরিকদের সরিয়ে নেওয়ার সুযোগ দিতে এই যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছে বলে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে। বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে। 

এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, আজ বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ১০টা থেকে মারিউপোল থেকে জাপোরিঝিয়া পর্যন্ত একটি মানবিক করিডর খোলা হবে। 

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ‘জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনার (ইউএনএইচসিআর) এবং আন্তর্জাতিক রেডক্রস কমিটির (আইসিআরসি) সরাসরি অংশগ্রহণে আমরা এই মানবিক কার্যক্রম সফল করার প্রস্তাব করছি।’ 

এ ছাড়া বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৬টার আগেই যুদ্ধবিরতিকে ‘নিঃশর্তভাবে সম্মান’ করার বিষয়টি রুশ কর্তৃপক্ষ, ইউএনএইচসিআর, আইসিআরসিকে লিখিতভাবে জানাতেও কিয়েভের প্রতি আহ্বান জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। একই সঙ্গে  ইউক্রেনের সেনাবাহিনীকে নির্ধারিত করিডর বরাবর বাস কনভয়ের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ হতে বলেছে মস্কো। 

গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে আগ্রাসন শুরুর পর থেকে মারিউপোলে ব্যাপক হামলা চালাচ্ছে। শহরটি নিয়ন্ত্রণে নিতে পারলে রাশিয়া কৌশলগতভাবে বেশ সুবিধা পাবে বলে ধারণা করা হচ্ছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নিখোঁজ সাংবাদিক বিভুরঞ্জন সরকারের লাশ মিলল মেঘনায়, শোকাহত আজকের পত্রিকা

‘সামনে চমকপ্রদ বেশ কিছু ঘটনা ঘটবে, অনেক বিষয় আমি জানি’

কিশোরগঞ্জে যুবদলের দুই পক্ষের সংঘর্ষ-গুলি, নিহত ১

‘মব’ সৃষ্টি করে ৩ কিশোরকে সেতুর সঙ্গে বেঁধে রাতভর পিটুনি, নিহত ১

সনদ জালিয়াতি: ব্যাংকের চাকরি যাওয়া জাহাঙ্গীরের স্কুল সভাপতির পদও গেল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত