Ajker Patrika

দনবাস ও দক্ষিণ ইউক্রেন অবরোধ করবে রাশিয়া

দনবাস ও দক্ষিণ ইউক্রেন অবরোধ করবে রাশিয়া

ইউক্রেনের দনবাস ও দক্ষিণ ইউক্রেন অবরোধের পরিকল্পনা করেছেন রাশিয়া। শুক্রবার রাশিয়ার এক সামরিক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। রাশিয়ার রাষ্ট্রায়ত্ত গণমাধ্যমের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। 

রাশিয়ার গণমাধ্যমের বরাত দিয়ে আল–জাজিরা জানাচ্ছে, রাশিয়ার কেন্দ্রীয় সামরিক ইউনিটের ডেপুটি কমান্ডার মেজর জেনারেল রুস্তম মিনেকায়েভ শুক্রবার এস্ভার্দলোভস্কে এক বৈঠকে এই ঘোষণা দেন। বৈঠকে রুস্তম বলেছিলেন, দনবাস দখল করতে পারলে তা মস্কো ক্রিমিয়ার সঙ্গে ইউক্রেনের পূর্ব অঞ্চলের সঙ্গে একটি স্থল যোগাযোগ স্থাপনের করতে সক্ষম হবে। 

এদিকে, রাশিয়া কর্তৃক ইউক্রেনের পূর্বাঞ্চলের নিয়ন্ত্রণ নেওয়াকে সাময়িক বলে আখ্যা দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শুক্রবার জাতির উদ্দেশে দেওয়া সর্বশেষ ভিডিও বার্তায় তিনি এ মন্তব্য করেন। ভলোদিমির জেলেনস্কি তাঁর ভাষণে রাশিয়াকে উদ্দেশ্য করে বলেন, দেশের পূর্বাঞ্চলে রাশিয়ার সাম্প্রতিক অর্জন ক্ষণস্থায়ী এবং রুশ সৈন্যদের সীমান্ত পেরিয়ে অবশ্যই ফিরে যেতে বাধ্য করা হবে। 

জেলেনস্কি আরও বলেন, ‘আমাদের দেশের দক্ষিণ ও পূর্বাঞ্চলে দখলদারেরা সামান্য কিছু অর্জনের কথা প্রচারের সব ধরনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তাঁরা সেখানে সৈন্য জমা করছে এবং নতুন জমা করা সৈন্যদের দলগুলোকে আমাদের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এলাকায় নিয়ে যাচ্ছে। এমনকি তাঁরা তাদের তথাকথিত দখলকৃত এলাকায়ও সৈন্যসংখ্যা বাড়ানোর চেষ্টা করছে।’ 

ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, ‘রাশিয়ার এসব পদক্ষেপের কোনোটাই আমাদের দেশের বিরুদ্ধে যুদ্ধে রাশিয়াকে খুব বেশি সাহায্য করবে না। তারা কেবল তাদের ভাগ্যে যা লেখা আছে—আমাদের এলাকা ছেড়ে যাওয়া—সেটার অনিবার্য পরিণতিকে বিলম্বিত করতে পারে। হানাদারদের অবশ্যই আমাদের এলাকা ছেড়ে যেতে হবে। এমনকি মারিউপোলও ছেড়ে যেতে হবে। রাশিয়া বারবার যে শহরটি দখলের কথা বললেও ইউক্রেনের সৈন্যরা রাশিয়াকে প্রতিরোধ করে চলেছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শতকোটির এফডিআর, স্থায়ী বরখাস্ত হচ্ছেন বিটিআরসির আমজাদ

ভারতে ইসলাম থাকবে, মানিয়ে নিতে শিখুন: আরএসএস প্রধান

পঞ্চগড়ের তেঁতুলিয়া: ব্যাংকে লুকিয়ে থেকে রাতে ম্যানেজারকে ফোন করল ‘চোর’

মামলায় ‘অন্তর্বর্তী সরকারকে উৎখাতের ষড়যন্ত্র ও প্ররোচনার’ অভিযোগ লতিফ সিদ্দিকীসহ ১৬ জনের বিরুদ্ধে

জঙ্গলে পড়ে ছিল হাত-পা ও চোখ বাঁধা অজ্ঞাতনামা লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত