Ajker Patrika

চলতি মাসে রুশ সেনাদের মৃত্যু ৪০ হাজার ছাড়াতে পারে: জেলেনস্কি

চলতি মাসে রুশ সেনাদের মৃত্যু ৪০ হাজার ছাড়াতে পারে: জেলেনস্কি

ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ সাড়ে তিন মাসে গড়িয়েছে। এ পর্যন্ত দুই পক্ষেরই প্রচুর প্রাণহানি ঘটেছে। তবে প্রকৃত মৃতের সংখ্যা কখনোই জানায়নি মস্কো। এ ব্যাপারে ইউক্রেনের পক্ষ থেকে মাঝে মাঝে তথ্য জানানো হয়। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ‘চলতি মাসের শেষের দিকে রুশ সেনাদের মৃত্যুর সংখ্যা ৪০ হাজার ছাড়িয়ে যেতে পারে।’ 

স্থানীয় সময় রোববার জেলেনস্কি তাঁর নিয়মিত ভিডিও বক্তৃতায় এ কথা বলেছেন বলে ইউক্রেনের গণমাধ্যম প্রাভদার বরাত দিয়ে কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা জানিয়েছে। 

জাতির উদ্দেশে দেওয়া ১০৯ তম দৈনিক ভাষণে জেলেনস্কি পশ্চিমাদের কাছ থেকে আবারও অস্ত্র সহায়তা চেয়েছেন। তিনি উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠাতে পশ্চিমাদের প্রতি আহ্বান জানিয়েছেন। 

জেলেনস্কি বলেছেন, ‘পশ্চিমা দেশগুলোর কাছ থেকে উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পেলে ইউক্রেন অনেক দুঃখজনক পরিণতি এড়াতে পারত। যেমন তারনোপিলে আজ (রোববার) বিমান হামলা হয়েছে। এ হামলায় আহত হয়ে ১২ বছর বয়সী এক মেয়েশিশুসহ ১০ জন হাসপাতালে রয়েছে।’ 

ইউক্রেনের প্রেসিডেন্ট আরও বলেন, ‘রুশ বাহিনী দনবাসে রিজার্ভ সৈন্য মোতায়েনের চেষ্টা করছে। মনে হচ্ছে তারা এখন অপেক্ষাকৃত দুর্বল প্রশিক্ষিত সেনাদের যুদ্ধের মাঠে ঠেলে দেবে। রুশ জেনারেলরা তাদের জনগণকে কামানের গোলার খোরাক ছাড়া আর কিছু মনে করে না। এ মাসের শেষের দিকে রুশ প্রাণহানির সংখ্যা ৪০ হাজার ছাড়িয়ে যেতে পারে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত