Ajker Patrika

ইউক্রেনে ৩৬টি রকেট হামলা চালিয়েছে রাশিয়া: জেলেনস্কি 

ইউক্রেনে ৩৬টি রকেট হামলা চালিয়েছে রাশিয়া: জেলেনস্কি 

একরাতে ইউক্রেনের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে অন্তত ৩৬টি রকেট হামলা চালিয়েছে রাশিয়া। স্থানীয় সময় আজ শনিবার এমনটাই দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। 

জেলেনস্কি জানিয়েছেন, শুক্রবার দিবাগত রাতে ইউক্রেনের বিভিন্ন এলাকায় রাশিয়া ‘বড় ধরনের’ আক্রমণ চালিয়েছে। দেশটির বিভিন্ন জ্বালানি স্থাপনায় রুশ হামলার মাত্র একদিন পরই এই হামলা চালানো হলো। 

সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা এক পোস্টে জেলেনস্কি লিখেন, ‘আক্রমণকারীরা আমাদের দেশে সন্ত্রাসী কার্যক্রম চালিয়েই যাচ্ছে। রাতে শত্রুরা অন্তত ৩৬টি রকেট হামলা চালিয়েছে। এগুলোর অধিকাংশই গুলি করে ভূপাতিত করা হয়েছে। এগুলো আমাদের গুরুত্বপূর্ণ স্থাপনার ওপর জঘন্য আক্রমণ এবং খুবই সাধারণ সন্ত্রাসী কার্যক্রম।’ 

এদিকে, খেরসনে রুশ প্রশাসন ‘অতি দ্রুত’ সাধারণ লোকজনকে এলাকা ত্যাগ করার আহ্বান জানিয়েছে। ইউক্রেনীয় সৈন্যদের প্রতি-আক্রমণের মুখে রাশিয়ার সৈন্যরা সুবিধা করতে না পারার পরিপ্রেক্ষিতে খেরসন প্রশাসন থেকে এই আহ্বান জানানো হয়েছে। 

খেরসনের রুশ প্রশাসন সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা এক পোস্টে বলেছে, ‘যুদ্ধক্ষেত্রে আশঙ্কাজনক পরিস্থিতি বিরাজ করায়, ব্যাপক হারে বোমা বর্ষণ বৃদ্ধি পাওয়ায় এবং সন্ত্রাসী আক্রমণের আশঙ্কা থাকায় সাধারণ নাগরিকদের জানমালের নিরাপত্তা রক্ষার্থে তাদের অতি দ্রুত শহর ত্যাগে নিপার নদী পেরিয়ে নদীর বাম তীরে অবস্থান নেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে।’ 

খেরসনে নিযুক্ত রুশ প্রশাসনের কর্মকর্তা কিরিল স্ত্রেমোসভ রাশিয়ার সংবাদ সংস্থা ইন্টারফ্যাক্সকে আজ শনিবার এক সাক্ষাৎকারের জানিয়েছেন, এখন পর্যন্ত ২৫ হাজার লোককে সরিয়ে নেওয়া হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শাহজালালে তৃতীয় টার্মিনাল চালুতে বাধা, রাজস্ব ভাগাভাগি নিয়ে টানাপোড়েন

ঝুঁকিপূর্ণ সম্পদ নিয়ে হাবুডুবু খাচ্ছে এবি ব্যাংক

বৈপ্লবিক পরিবর্তন করার সুযোগ হাতছাড়া হয়ে গেছে

ব্যাংকের চাকরি যায় জাল সনদে, একই নথি দিয়ে বাগালেন স্কুল সভাপতির পদ

১ লাখ ৮২২ শিক্ষক নিয়োগ: যোগ্য প্রার্থীদের প্রাথমিক তালিকা চলতি সপ্তাহে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত