Ajker Patrika

‘যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের কোনো মতবিরোধ নেই ’

‘যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের কোনো মতবিরোধ নেই ’

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করতে রাশিয়া আগ্রহী বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গতকাল শুক্রবার সেন্ট পিটার্সবার্গ ইন্টারন্যাশনাল ইকোনমিক ফোরামের একটি সেশনে পুতিন এমনটি জানান। বার্তা সংস্থা এএফপির একটি প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।

পুতিন বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের কোনো মতবিরোধ নেই। তবে তাদের রয়েছে। যুক্তরাষ্ট্র আমাদের উন্নয়ন থামিয়ে রাখতে চায়। আর এটি তারা প্রকাশ্যে বলে। এই সম্পর্ক উন্নয়নের পথ আমাদের খুঁজতে হবে।

মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই রাশিয়ার ওপর চাপ প্রয়োগ করে যাচ্ছেন জো বাইডেন। গত মার্চে এক গোয়েন্দা প্রতিবেদনে দাবি করা হয়েছে যে,২০২০ সালের নভেম্বরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনকে ডোনাল্ড ট্রাম্পের পক্ষে প্রভাবিত করার চেষ্টা চালিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পরে এক প্রতিক্রিয়ায় পুতিনকে খুনি বলে আখ্যায়িত করেন বাইডেন।

উল্লেখ্য, আগামী ১৬ জুন জেনেভায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সাক্ষাৎ করবেন পুতিন। জানা গেছে, বাইডেনের সঙ্গে সম্ভাব্য বৈঠকে করোনা মহামারি, পরিবেশসহ বিভিন্ন ইস্যুতে আলোচনা হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত