Ajker Patrika

খেরসন ঝাঁঝরা, দোনেৎস্ক জ্বলছে নরকের আগুনে: জেলেনস্কি

আপডেট : ১৩ নভেম্বর ২০২২, ১৫: ৫০
খেরসন ঝাঁঝরা, দোনেৎস্ক জ্বলছে নরকের আগুনে: জেলেনস্কি

রুশ বাহিনী খেরসন থেকে পালিয়ে গেছে। তবে যাওয়ার আগে পুরো এলাকা তছনছ করে ঝাঁঝরা করে দিয়ে গেছে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। অন্যদিকে দোনেৎস্কে নরকের আগুন জ্বলছে বলেও মন্তব্য করেছেন তিনি। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এসব বলেছে।

গত ফেব্রুয়ারিতে ইউক্রেনে আক্রমণ শুরু করার অল্প কিছু দিনের মধ্যেই দক্ষিণাঞ্চলীয় শহর খেরসন দখল করে নিয়েছিল রুশ বাহিনী। সেই খেরসন থেকে সম্প্রতি পিছু হটেছে তারা। অন্যদিকে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর দোনেৎস্কে তীব্র হামলা শুরু করেছে রুশ বাহিনী।

রুশ বাহিনী খেরসন ছেড়ে যাওয়ার পরে রাস্তায় নেমে আনন্দ উল্লাসে মেতে উঠেছে ইউক্রেনের সাধারণ মানুষেরা। প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন, ‘রুশ বাহিনী পালিয়ে যাওয়ার সময় খেরসনের সব গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস করে দিয়ে গেছে। পানি, বিদ্যুৎ, যোগাযোগব্যবস্থা—সব ঝাঁঝরা করে দিয়ে গেছে তারা। তাদের লক্ষ্য একটাই—মানুষকে যতটা সম্ভব বিপর্যস্ত করা। তবে আমরা সবকিছু পুনরুদ্ধার করব, আপনারা বিশ্বাস করুন।’

শনিবারের নিয়মিত ভিডিও ভাষণে জেলেনস্কি আরও বলেছেন, ‘দোনেৎস্কে প্রতিদিন ভয়াবহ যুদ্ধ হচ্ছে। সেখানে নরকের আগুন জ্বলছে। আমাদের সেনারা অসীম সাহসিকতার সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছেন।’

এ দিকে ক্রেমলিন বলেছে, শনিবার ইরানের প্রেসিডেন্ট ইবরাহিম রাইসি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে টেলিফোন করেছিলেন। তিনি ফোনালাপের সময় দুই দেশের রাজনৈতিক, বাণিজ্য ও অর্থনৈতিক খাতে সহযোগিতা বাড়ানোর ওপর জোর দিয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত