Ajker Patrika

ভাগনার বিদ্রোহের নেতাদের বিচারের আওতায় আনা হবে: পুতিন 

আপডেট : ২৭ জুন ২০২৩, ১৫: ০৯
ভাগনার বিদ্রোহের নেতাদের বিচারের আওতায় আনা হবে: পুতিন 

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভাগনার বিদ্রোহের নেতাদের বিচারের আওতায় আনার ঘোষণা দিয়েছেন। বিদ্রোহীরা রাশিয়াকে রক্তাক্ত ও দ্বিধাবিভক্ত দেখতে চায় বলেও মন্তব্য করেছেন। তবে তিনি সরাসরি ভাগনারের প্রধান ইয়েভজেনি প্রিগোশিনের নাম উচ্চারণ করেননি। 

এদিকে রুশ সেনাবাহিনীতে যোগদান, বেলারুশে যেতে বা দেশে ফিরে যেতে ইচ্ছুক ভাগনার সৈন্যদের ‘দেশপ্রেমিক’ বলে অভিহিত করেছেন পুতিন। বিবিসি এক প্রতিবেদনে এ খবর নিশ্চিত করেছে। 

গত সপ্তাহে ইউক্রেন যুদ্ধে রাশিয়ার ভাড়াটে সেনা সংগঠন ভাগনারের প্রধান ইয়েভজেনি প্রিগোশিন রুশ সেনাবাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন। ক্রেমলিন তাঁকে ‘অস্ত্রধারী বিদ্রোহী’ বলে অভিযুক্ত করার কয়েক ঘণ্টা পরেই তিনি এ ঘোষণা দেন। এরপর ওয়াগনার বাহিনী রাশিয়ার রোস্তভ শহর দখলে নেন এবং মস্কো অভিমুখে রওনা দেন। কিন্তু স্বল্পমেয়াদি এই বিদ্রোহ পুতিনকে নড়েচড়ে বসতে বাধ্য করেছে বটে। 

গত ১২ জুন রাশিয়া ভাগনার বাহিনীকে সরাসরি নিয়ন্ত্রণের উদ্যোগ নেয়। এ সময় রুশ উপপ্রতিরক্ষামন্ত্রী নিকোলাই পানকভ বলেন, ‘স্বেচ্ছাসেবক সংগঠনটিকে (ভাগনার) প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে সরাসরি চুক্তি স্বাক্ষর করতে বলা হবে।’ কিন্তু রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে চুক্তিতে গেলে ভাগনারের কলকাঠি আর প্রিগোজিনের হাতে থাকবে না। তখনই ঘুরে বসেছিলেন প্রিগোজিন। 

তবে প্রিগোশিন বলেছেন, ইউক্রেন যুদ্ধের সময় প্রতিরক্ষা কর্মকর্তারা কিছু ভুল সিদ্ধান্ত নিয়েছিলেন। এ কারণেই ভাগনার বিদ্রোহ করেছে। তবে ভাগনার সব সময় এবং শুধু রাশিয়ার স্বার্থেই কাজ করেছে। 

রাশিয়া ছেড়ে বেলারুশে যাওয়ার আগে এমনটিই জানিয়েছিলেন প্রিগোশিন। রক্তপাত এড়াতেই এই বিদ্রোহ উঠিয়ে নেওয়া হয়েছে বলেও জানান তিনি। তবে রাশিয়ার নির্বাচিত সরকারের পতন ঘটানোর কোনো ইচ্ছা তাঁর ছিল না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত