Ajker Patrika

ইউক্রেন-রাশিয়া সংকট: পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকও সিদ্ধান্ত ছাড়াই শেষ

আপডেট : ১০ মার্চ ২০২২, ১৯: ২২
ইউক্রেন-রাশিয়া সংকট: পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকও সিদ্ধান্ত ছাড়াই শেষ

যুদ্ধবিরতি ও মানবিক সংকট সমাধানে তুরস্কের আন্তালিয়া শহরে অনুষ্ঠিত হওয়া রাশিয়া ও ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের শান্তি আলোচনা সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে। 

এই বৈঠকে অংশ নিয়েছিলেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ এবং ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা। 
 
বৈঠকের পর কুলেবা বলেন, যুদ্ধবিরতির বিষয়ে কোনো অগ্রগতি নেই। আমি আবার বলতে চাই যে ইউক্রেন আত্মসমর্পণ করেনি, করবে না। 

এই বৈঠককে অত্যন্ত জটিল উল্লেখ করে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমি ইউক্রেন যুদ্ধের অবসান, ইউক্রেনের বেসামরিক জনগণের দুর্ভোগের সমাপ্তি এবং রাশিয়ার দখলদার বাহিনীর হাত থেকে আমাদের অঞ্চলগুলোকে মুক্ত করার উদ্দেশ্য নিয়ে এই ধরনের আলোচনা চালিয়ে যেতে প্রস্তুত।’

তিনি বলেছেন, যদি ফলপ্রসূ আলোচনা এবং সমাধান খোঁজার সম্ভাবনা থাকে তাহলে তিনি আবারও একই ধরনের বৈঠকে বসার জন্য প্রস্তুতি নেবেন। 

এর আগে ইউক্রেন ও রাশিয়ার প্রতিনিধি দল বেলারুশে বৈঠকে করেছে। তবে সেখানে রাশিয়ার পক্ষ থেকে তেমন উচ্চপর্যায়ের কোনো কর্মকর্তাকে পাঠানো হয়নি। 

শান্তি আলোচনার পর রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেন, আমরা ইউক্রেনীয় সংকট সমাধানের জন্য যে কোনো যোগাযোগের পক্ষে। বেলারুশে রাশিয়া ও ইউক্রেনের যে ফরম্যাট নিয়ে আলোচনা হয়েছিল এর বিকল্প নেই। 

পশ্চিমারা ইউক্রেনকে অস্ত্র সরবরাহ করার মাধ্যমে ‘বিপজ্জনক আচরণ’ করছে উল্লেখ করে রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইউক্রেনে ‘বিশেষ অভিযান’ চালানো হচ্ছে। যা পরিকল্পনা মাফিক চলছে

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত