অনলাইন ডেস্ক
ইউক্রেনকে এই সময়ের সবচেয়ে বড় পরীক্ষা হিসেবে আখ্যায়িত করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। বাংলাদেশের সময় আজ রাত সাড়ে ৯টার দিকে ব্রিটিশ পার্লামেন্টে দাঁড়িয়ে এমন বক্তব্য দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘ইউক্রেন আমাদের সময়ের সবচেয়ে বড় পরীক্ষা।’
তিনি জোর দিয়ে বলেছেন, যুক্তরাজ্য ইউক্রেনের পাশে থাকবে এবং বিশ্বশান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
যুক্তরাজ্যের জাতীয় নিরাপত্তা ও অর্থনৈতিক নিরাপত্তা একে অপরের সঙ্গে সম্পর্কিত বলেও মন্তব্য করেন স্টারমার। তিনি গত রাতে ঘোষিত ইউক্রেনের সঙ্গে ১.৬ বিলিয়ন পাউন্ডের চুক্তির কথাও উল্লেখ করেন। তিনি জানান, এই অর্থ ইউক্রেন বেলফাস্টে তৈরি হওয়া ক্ষেপণাস্ত্র কেনার জন্য ব্যবহার করবে। এর ফলে ইউক্রেনের প্রতিরক্ষাব্যবস্থা আরও শক্তিশালী হবে এবং যুক্তরাজ্যের কর্মসংস্থান বাড়বে।
যুক্তরাষ্ট্র ও ইউরোপের মধ্যে পক্ষ নেওয়া বাস্তবসম্মত নয় বলেও মত দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘গত সপ্তাহের ঘটনাগুলো দেখিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইউরোপের মধ্যে পক্ষ নেওয়া মোটেই যুক্তিসংগত নয়।’
ওভাল অফিসে প্রেসিডেন্ট ট্রাম্প ও প্রেসিডেন্ট জেলেনস্কির মধ্যকার বৈঠক প্রসঙ্গে তিনি বলেন, ‘এই ঘটনায় সংসদের কোনো সদস্যই সন্তুষ্ট নন।’ এ সময় স্টারমার এটাও স্পষ্ট করে দেন যে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরও শক্তিশালী করা প্রয়োজন—নিরাপত্তা, প্রযুক্তি, বাণিজ্য ও বিনিয়োগের জন্য।
তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র সব সময় আমাদের অপরিহার্য অংশীদার থাকবে এবং আমরা কখনোই আটলান্টিকের দুই পাশের মধ্যে পক্ষ নেব না।’
স্টারমার বলেন, ‘এই সপ্তাহের ঘটনাগুলো দেখিয়েছে, শান্তি প্রতিষ্ঠায় যুক্তরাষ্ট্রের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’ ইউক্রেনে স্থায়ী শান্তি নিশ্চিত করতে যুক্তরাজ্য তার দায়িত্ব পালন করবে।
ইউক্রেনকে এই সময়ের সবচেয়ে বড় পরীক্ষা হিসেবে আখ্যায়িত করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। বাংলাদেশের সময় আজ রাত সাড়ে ৯টার দিকে ব্রিটিশ পার্লামেন্টে দাঁড়িয়ে এমন বক্তব্য দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘ইউক্রেন আমাদের সময়ের সবচেয়ে বড় পরীক্ষা।’
তিনি জোর দিয়ে বলেছেন, যুক্তরাজ্য ইউক্রেনের পাশে থাকবে এবং বিশ্বশান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
যুক্তরাজ্যের জাতীয় নিরাপত্তা ও অর্থনৈতিক নিরাপত্তা একে অপরের সঙ্গে সম্পর্কিত বলেও মন্তব্য করেন স্টারমার। তিনি গত রাতে ঘোষিত ইউক্রেনের সঙ্গে ১.৬ বিলিয়ন পাউন্ডের চুক্তির কথাও উল্লেখ করেন। তিনি জানান, এই অর্থ ইউক্রেন বেলফাস্টে তৈরি হওয়া ক্ষেপণাস্ত্র কেনার জন্য ব্যবহার করবে। এর ফলে ইউক্রেনের প্রতিরক্ষাব্যবস্থা আরও শক্তিশালী হবে এবং যুক্তরাজ্যের কর্মসংস্থান বাড়বে।
যুক্তরাষ্ট্র ও ইউরোপের মধ্যে পক্ষ নেওয়া বাস্তবসম্মত নয় বলেও মত দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘গত সপ্তাহের ঘটনাগুলো দেখিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইউরোপের মধ্যে পক্ষ নেওয়া মোটেই যুক্তিসংগত নয়।’
ওভাল অফিসে প্রেসিডেন্ট ট্রাম্প ও প্রেসিডেন্ট জেলেনস্কির মধ্যকার বৈঠক প্রসঙ্গে তিনি বলেন, ‘এই ঘটনায় সংসদের কোনো সদস্যই সন্তুষ্ট নন।’ এ সময় স্টারমার এটাও স্পষ্ট করে দেন যে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরও শক্তিশালী করা প্রয়োজন—নিরাপত্তা, প্রযুক্তি, বাণিজ্য ও বিনিয়োগের জন্য।
তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র সব সময় আমাদের অপরিহার্য অংশীদার থাকবে এবং আমরা কখনোই আটলান্টিকের দুই পাশের মধ্যে পক্ষ নেব না।’
স্টারমার বলেন, ‘এই সপ্তাহের ঘটনাগুলো দেখিয়েছে, শান্তি প্রতিষ্ঠায় যুক্তরাষ্ট্রের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’ ইউক্রেনে স্থায়ী শান্তি নিশ্চিত করতে যুক্তরাজ্য তার দায়িত্ব পালন করবে।
কাশ্মীরে সন্ত্রাসী হামলা ঘিরে প্রতিবেশী দুই দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বেড়েই চলেছে। একের পর এক হুমকি দিয়ে যাচ্ছেন দুই দেশের নেতারা। কাশ্মীরের নিয়ন্ত্রণরেখায় (এলওসি) দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে টানা পাঁচ রাতে গোলাগুলির ঘটনা ঘটেছে।
৪ ঘণ্টা আগেকানাডার ফেডারেল নির্বাচনে প্রধানমন্ত্রী মার্ক কার্নির নেতৃত্বাধীন লিবারেল পার্টি প্রচারণার শেষ সপ্তাহে অপ্রত্যাশিতভাবে ঘুরে দাঁড়িয়ে টানা চতুর্থবারের মতো জয়লাভ করেছে। এর মাধ্যমে দলটি আরও চার বছরের জন্য দেশটির শাসনভার গ্রহণ করতে চলেছে। এই ঐতিহাসিক জয়ের পর প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেছেন, যুক্তরাষ্ট
৫ ঘণ্টা আগেভারতের গুজরাটে গত শনিবার (২৬ এপ্রিল) ভোররাত থেকে সোমবার (২৮ এপ্রিল) রাত পর্যন্ত ৬ হাজার ৫০০ মানুষকে আটক করেছে পুলিশ, যাদের তারা বাংলাদেশি নাগরিক বলে সন্দেহ করছে। তবে রাজ্য পুলিশের মহানির্দেশক বিকাশ সহায় সোমবার জানিয়েছেন, নথিপত্রের ভিত্তিতে নিশ্চিতভাবে ৪৫০ জন বাংলাদেশিকে তাঁরা চিহ্নিত করতে পেরেছেন
৭ ঘণ্টা আগেউত্তর-পূর্ব চীনের একটি রেস্তোরাঁয় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই ঘটনায় অন্তত ২২ জন নিহত ও ৩ জন আহত হয়েছেন বলে জানিয়েছে চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম। আজ মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
৭ ঘণ্টা আগে