Ajker Patrika

রাশিয়ার মধ্যস্থতায় যুদ্ধবিরতি ঘোষণা করল আর্মেনিয়া

আপডেট : ১৭ নভেম্বর ২০২১, ১১: ১৭
রাশিয়ার মধ্যস্থতায় যুদ্ধবিরতি ঘোষণা করল আর্মেনিয়া

আজারবাইজান-আর্মেনিয়া সীমান্তে সংঘাতের পর রাশিয়ার মধ্যস্থতায় যুদ্ধবিরতি ঘোষণা করেছে আর্মেনিয়া। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, রাশিয়ার মধ্যস্থতায় যুদ্ধবিরতির এই ঘোষণা এসেছে। এতে সীমান্তে সংঘাতের কারণে সম্পর্কের যে অবনতি হয়েছিল, তার অবসান ঘটবে। মঙ্গলবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, আজারবাইজানের সরকারের পক্ষ থেকে যুদ্ধবিরতি নিয়ে তৎক্ষণাৎ কোনো মন্তব্য করা হয়নি। 

এর আগে আজারবাইজান-আর্মেনিয়া সীমান্তে সংঘাতের ঘটনা ঘটে। এতে আর্মেনিয়ার বেশ কয়েকজন সেনাসদস্য নিহত হন। মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, আর্মেনিয়ার ১২ জনকে আজারবাইজানের সেনাবাহিনী বন্দী করেছে। 

উল্লেখ্য, বিরোধপূর্ণ ভূখণ্ড নাগোরনো-কারাবাখ অঞ্চল নিয়ে গত বছর হওয়া আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যকার যুদ্ধে ৬ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছে। পরে রাশিয়ার মধ্যস্থতায় ওই যুদ্ধ শেষ হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত