Ajker Patrika

আজারবাইজান-আর্মেনিয়া সীমান্তে ফের সংঘাত, নিহত ১৫

আজারবাইজান-আর্মেনিয়া সীমান্তে ফের সংঘাত, নিহত ১৫

আবারও নতুন করে সংঘাত ছড়িয়ে পড়েছে আজারবাইজান-আর্মেনিয়া সীমান্তে। এতে বেশ কয়েকজন আর্মেনিয়ান সেনা নিহত ও বন্দী হয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে ।

 আর্মেনিয়ার পক্ষ থেকে বলা হয়েছে, তাদের কিছু সৈন্য মারা গেছে। পাশাপাশি দুটি সামরিক চৌকির নিয়ন্ত্রণ হারিয়েছে।  আজারবাইজানের পক্ষ থেকে বলা হয়েছে, সংঘাতে তাদের দুজন সেনা আহত হয়েছে। 

 বিরোধপূর্ণ ভূখণ্ড নাগোরনো-কারাবাখ অঞ্চল নিয়ে গত বছর হওয়া আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যকার যুদ্ধে ছয় হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। পরে রাশিয়ার মধ্যস্থতায় ওই যুদ্ধ শেষ হয়। 

এদিকে মঙ্গলবার নতুন করে শুরু হওয়া সংঘাত থামাতে রাশিয়ার সাহায্য চেয়েছে আর্মেনিয়া। 

 নতুন এই সংঘাতের জন্য আজারবাইজানকে দুষছে আর্মেনিয়া। দেশটি দাবি করছে, তাদের ১২ জন সেনাকে আজারবাইজানি সেনারা বন্দী করে নিয়ে গেছে। এদিকে আর্মেনিয়ার পার্লামেন্টের পররাষ্ট্র বিষয়ক কমিটির প্রধান এডুয়ার্ড আগাজানিয়ান জানিয়েছেন, নতুন করে সংঘাতে তাদের ১৫ সেনা নিহত হয়েছেন। 

আজারবাইজানের পক্ষ থেকে বলা হচ্ছে, আর্মেনিয়ার হামলা চালানোর পরই পাল্টা হামলা চালানো হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেটের ক্ষুধায় খেয়েছেন ২৯ চামচ, ১৯ টুথব্রাশ

জাতিসংঘে বিশাল বহর নিয়ে গিয়ে পতিত সরকারের চর্চা করল অন্তর্বর্তী সরকার: টিআইবি

স্ত্রীকে নিয়ে টানাটানি করা সেই দুই পুরুষের জামিন, কারাফটকে উত্তেজনা

উত্তর দিক থেকে সিগন্যাল নেই—শাপলা প্রতীক না পাওয়ার কারণ জানালেন হাসনাত

জোর করে বৃদ্ধের চুল কেটে দেওয়া বেআইনি ও সুস্পষ্ট মানবাধিকার লঙ্ঘন— ভাইরাল ভিডিও নিয়ে আসক

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত