Ajker Patrika

পশ্চিম অস্ট্রেলিয়ায় করোনা সংক্রমণ শূন্য

আন্তজার্তিক ডেস্ক
আপডেট : ০৩ মে ২০২১, ১২: ১৯
পশ্চিম অস্ট্রেলিয়ায় করোনা সংক্রমণ শূন্য

অস্ট্রেলিয়ার পশ্চিমাঞ্চলীয় রাজ্যে আজ সোমবার স্থানীয়ভাবে আক্রান্ত কোনো নতুন রোগী পাওয়া যায়নি। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।

গত সপ্তাহের শেষের দিকে পশ্চিম অস্ট্রেলিয়ায় তিনজন করোনা রোগী শনাক্ত করা হয়েছিল।  এর ফলে গতকাল রোববার রাজ্যটির রাজধানী পার্থ এ নতুন আক্রান্তের জন্য স্থানীয় ফুটবল ম্যাচে ভিড় জমানো নিষিদ্ধ করা হয় এবং নাইট ক্লাবগুলো বন্ধের ঘোষণা দেওয়া হয়। এর আগে পার্থে একজন করোনা রোগী শনাক্ত হওয়ার সেখানে লকডাউন জারি করা হয়েছিল।

পশ্চিম অস্ট্রেলিয়া রাজ্যের প্রধানমন্ত্রী মার্ক ম্যাকগোয়ান সাংবাদিকদের বলেন, আমরা আসন্ন দিনগুলোর ওপর পর্যালোচনা করবো।

এর আগে রোববার একজন হোটেল কোয়ারেন্টাইন গার্ড এবং তার বাড়ির দুইজন করোনা পজিটিভ ধরা পরার পর রাজ্য কর্তৃপক্ষ পার্থে কঠোর লকডাউনের সম্ভাবনার কথা জানায়।

বিদ্যমান করোনা পরিস্থিতির কারণে সতর্কতা হিসেবে অস্ট্রেলিয়ার দরজা ভারতের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, ভারতে থাকা অস্ট্রেলীয় নাগরিকেরা এই সময়ে দেশটিতে ফিরলে, তাকে পাঁচ বছরের কারাদণ্ড ভোগ বা মোটা অঙ্কের জরিমানা গুনতে হবে।

অস্ট্রেলিয়ার এ পর্যন্ত  ২৯ হাজার ৮০০ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। দেশটিতে এ পর্যন্ত করোনায় মারা গেছেন  ৯১০ জন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত