Ajker Patrika

কেশবপুরে সড়ক দুর্ঘটনায় স্বর্ণের কারিগরসহ দুই ব্যক্তি নিহত

কেশবপুর (যশোর) প্রতিনিধি 
কেশবপুরের মধ্যকুল এলাকায় এক পথচারীকে ধাক্কা দিয়ে সড়কের পাশে হেলে পড়ে ট্রাক। ছবি: আজকের পত্রিকা
কেশবপুরের মধ্যকুল এলাকায় এক পথচারীকে ধাক্কা দিয়ে সড়কের পাশে হেলে পড়ে ট্রাক। ছবি: আজকের পত্রিকা

যশোরের কেশবপুরে আট ঘণ্টার ব্যবধানে সড়ক দুর্ঘটনায় স্বর্ণের কারিগরসহ দুই ব্যক্তি নিহত হয়েছেন। আজ বুধবার সকাল ৬টার দিকে এবং গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে যশোর-চুকনগর সড়কে পৃথক এ দুর্ঘটনা ঘটে।

নিহতেরা হলেন—উপজেলার আলতাপোল গ্রামের স্বর্ণের কারিগর জয়দেব সরকার (৫০) এবং মধ্যকূল মাঝেরপাড়া এলাকার পথচারী বৃদ্ধ আবুল কাশেম (৭৫)। সড়ক দুর্ঘটনায় ওই দুই ব্যক্তির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কেশবপুর সদর ইউনিয়ন পরিষদের মেম্বার আব্দুর রহিম।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, বুধবার সকাল ৬টার দিকে পেঁয়াজবোঝাই একটি ট্রাক চুকনগর থেকে যশোরের উদ্দেশে যাওয়ার পথে উপজেলার মধ্যকূল এলাকায় সড়কের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় বৃদ্ধ আবুল কাশেমকে পেছন দিক থেকে ধাক্কা দিলে রাস্তার ওপর ছিটকে পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ সময় ট্রাকটি সড়কের পাশে হেলে আটকে পড়ে।

অপরদিকে, মঙ্গলবার রাত ১০টার দিকে স্বর্ণের কারিগর জয়দেব সরকার কাজ শেষে কেশবপুর বাজার থেকে বাইসাইকেলে বাড়ি ফিরছিলেন। পথে যশোর-চুকনগর সড়কের উপজেলার আলতাপোল বুঝতলা নামক স্থানে পৌঁছালে পেছন দিক থেকে একটি পিকআপ মোটরসাইকেলকে ধাক্কা দেয়। তখন ওই মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে জয়দেব সরকারের বাইসাইকেলে ধাক্কা দিলে তিনি সড়কের ওপর ছিটকে পড়ে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান। এ দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী খুলনার লবণচরা থানার আমতলা গ্রামের শাওন হোসেন (২৭) আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। নিহত স্বর্ণের কারিগর জয়দেব সরকার কেশবপুর শহরের প্রাইম জুয়ালার্সে কাজ করতেন।

কেশবপুর সদর ইউনিয়ন পরিষদের মেম্বার আব্দুর রহিম বলেন, মাত্র আট ঘণ্টার ব্যবধানে মধ্যকুল ও আলতাপোল গ্রামে সড়ক দুর্ঘটনায় ওই দুই ব্যক্তির মৃত্যু হয়েছে।

এ ব্যাপারে চুকনগর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুজ্জামান চানু বলেন, মরদেহ তাঁদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। মধ্যকূল এলাকার ওই ট্রাক জব্দ করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দাম্পত্য কলহের গুঞ্জন, মুখ খুললেন জাহিদ হাসান

অবশেষে ইকবালের পরিবারমুক্ত হলো প্রিমিয়ার ব্যাংক

‘হেল্প, হেল্প’ বলে চিৎকার—শিক্ষক এগিয়ে যেতেই গলায় ছুরি চালাল কিশোরী

শিশুদের জন্য বিনা মূল্যে টাইফয়েডের টিকা, যেভাবে রেজিস্ট্রেশন করবেন

‘আপত্তিকর’ ভিডিও: বিএফআইইউ প্রধান শাহীনুলকে বাধ্যতামূলক ছুটিতে পাঠালেন গভর্নর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত