আজকের পত্রিকা ডেস্ক
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাম্প্রতিক শীর্ষ বৈঠক থেকে আলাস্কার এক সাধারণ বাসিন্দা যেন অপ্রত্যাশিতভাবে লাভবান হলেন। দুই নেতার আলোচনার পর রাশিয়ার পক্ষ থেকে তিনি উপহার হিসেবে পেলেন একটি নতুন মোটরসাইকেল!
বুধবার রাতে সিএনএন জানিয়েছে, উপহারটি পেয়েছেন মার্ক ওয়ারেন। আলাস্কার অ্যানকারেজ শহরের অবসরপ্রাপ্ত অগ্নিনিরাপত্তা পরিদর্শক তিনি। রাশিয়ার সরকার তাঁকে একটি ইউরাল গিয়ার আপ মোটরসাইকেল দিয়েছে। এর সঙ্গে যুক্ত আছে একটি সাইডকারও। বাইকটির মূল্য প্রায় ২২ হাজার ডলার, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ২৬ লাখ ৬৯ হাজার টাকা।
প্রশ্ন হলো—বৈঠক করলেন ট্রাম্প-পুতিন, কিন্তু ওই ব্যক্তি কেন এত দামি উপহার পেল? আসলে ঘটনাটির সূত্রপাত এক সপ্তাহ আগে। ওয়ারেন তখনো একটি ইউরাল মোটরসাইকেলের মোটরসাইকেলের মালিক ছিলেন। তবে এটি ছিল বেশ পুরোনো। কিনেছিলেন প্রতিবেশীর কাছ থেকে। সেই বাইক নিয়ে বের হলে তাঁকে রাস্তায় পেয়ে রাশিয়ার একটি টেলিভিশন ক্রু তাঁর সাক্ষাৎকার নেন। ওয়ারেন ওই ক্রুকে বলেন—রাশিয়ায় তৈরি এই বাইকের যন্ত্রাংশ পাওয়া খুবই কঠিন হয়ে দাঁড়িয়েছে। পুরোনো লক্কড়ঝক্কর গাড়িটির কিছু যন্ত্রাংশ পরিবর্তন না করলেই নয়।
পুতিনের আলাস্কা সফরকে সামনে রেখে ওয়ারেনের ওই সাক্ষাৎকারটি অল্প সময়ের মধ্যেই রাশিয়ায় ভাইরাল হয়ে যায়। এরই ফলস্বরূপ নতুন মোটরসাইকেল উপহার পান তিনি। ওয়ারেন বলেন, ‘আমি তো একেবারে সাধারণ একজন মানুষ। কেন এত গুরুত্ব পেলাম, বুঝলাম না কিছু!’
জানা গেছে, গত ১৩ আগস্ট অর্থাৎ ট্রাম্প-পুতিন বৈঠকের দুই দিন আগে রাশিয়ান ওই সাংবাদিক ওয়ারেনকে ফোন করে বলেন, ‘তারা আপনাকে একটি বাইক উপহার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।’
প্রথমে বিষয়টিকে প্রতারণা ভেবেছিলেন ওয়ারেন। কিন্তু বৈঠকের পরদিন আলাস্কার অ্যানকারেজের এক হোটেলে তাঁকে উপহার হস্তান্তরের জন্য ডাকা হয়। সেখানে গিয়ে তিনি দেখেন, ছয়জন রাশিয়ান নাগরিক নতুন একটি অলিভ-গ্রিন রঙের মোটরসাইকেলটি নিয়ে অপেক্ষা করছেন।
ওয়ারেন বলেন, ‘আমি অবাক হলাম। ভাবলাম, নিশ্চয়ই মজা করছে।’
রাশিয়ান লোকগুলো ওয়ারেনের কাছ থেকে বিশেষ কোনো কিছু চাননি, শুধু ছবি তোলা ও ছোট্ট একটি সাক্ষাৎকার নিয়েছে। এরপর দুই সাংবাদিক ও কনস্যুলেটের এক কর্মকর্তা তাঁর সঙ্গে বাইকে চড়ে সামান্য পথ ঘুরেছেন, আর ক্যামেরাম্যান সেটি ধারণ করেছেন।
উপহার পেয়েও বেকুব বনে যাওয়া ওয়ারেন স্বীকার করেছেন—তিনি সামান্য শঙ্কিতও বোধ করেছেন। তিনি বলেন, ‘আমি চাই না, রাশিয়ান মোটরসাইকেল পাওয়ার কারণে কেউ আমার বা আমার পরিবারের বিরুদ্ধে উল্টাপাল্টা কিছু ভাবুক।’
বাইকটির কাগজপত্রে ওয়ারেন দেখেন, এটি তৈরি হয়েছে গত ১২ আগস্ট! অর্থাৎ যেদিন এটি হস্তান্তর করা হলো, তার ঠিক আগের দিন! তাঁর ধারণা, বাইকটি সরাসরি কারখানা থেকে এনে বিমানে তুলে দ্রুত আলাস্কায় পাঠানো হয়েছে।
এভাবেই এক সাধারণ সাক্ষাৎকারের জেরে ট্রাম্প-পুতিন বৈঠকের আলোচনার বাইরেও তৈরি হলো এক ব্যতিক্রমী গল্প, যার কেন্দ্রবিন্দু হয়ে উঠলেন আলাস্কার মার্ক ওয়ারেন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাম্প্রতিক শীর্ষ বৈঠক থেকে আলাস্কার এক সাধারণ বাসিন্দা যেন অপ্রত্যাশিতভাবে লাভবান হলেন। দুই নেতার আলোচনার পর রাশিয়ার পক্ষ থেকে তিনি উপহার হিসেবে পেলেন একটি নতুন মোটরসাইকেল!
বুধবার রাতে সিএনএন জানিয়েছে, উপহারটি পেয়েছেন মার্ক ওয়ারেন। আলাস্কার অ্যানকারেজ শহরের অবসরপ্রাপ্ত অগ্নিনিরাপত্তা পরিদর্শক তিনি। রাশিয়ার সরকার তাঁকে একটি ইউরাল গিয়ার আপ মোটরসাইকেল দিয়েছে। এর সঙ্গে যুক্ত আছে একটি সাইডকারও। বাইকটির মূল্য প্রায় ২২ হাজার ডলার, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ২৬ লাখ ৬৯ হাজার টাকা।
প্রশ্ন হলো—বৈঠক করলেন ট্রাম্প-পুতিন, কিন্তু ওই ব্যক্তি কেন এত দামি উপহার পেল? আসলে ঘটনাটির সূত্রপাত এক সপ্তাহ আগে। ওয়ারেন তখনো একটি ইউরাল মোটরসাইকেলের মোটরসাইকেলের মালিক ছিলেন। তবে এটি ছিল বেশ পুরোনো। কিনেছিলেন প্রতিবেশীর কাছ থেকে। সেই বাইক নিয়ে বের হলে তাঁকে রাস্তায় পেয়ে রাশিয়ার একটি টেলিভিশন ক্রু তাঁর সাক্ষাৎকার নেন। ওয়ারেন ওই ক্রুকে বলেন—রাশিয়ায় তৈরি এই বাইকের যন্ত্রাংশ পাওয়া খুবই কঠিন হয়ে দাঁড়িয়েছে। পুরোনো লক্কড়ঝক্কর গাড়িটির কিছু যন্ত্রাংশ পরিবর্তন না করলেই নয়।
পুতিনের আলাস্কা সফরকে সামনে রেখে ওয়ারেনের ওই সাক্ষাৎকারটি অল্প সময়ের মধ্যেই রাশিয়ায় ভাইরাল হয়ে যায়। এরই ফলস্বরূপ নতুন মোটরসাইকেল উপহার পান তিনি। ওয়ারেন বলেন, ‘আমি তো একেবারে সাধারণ একজন মানুষ। কেন এত গুরুত্ব পেলাম, বুঝলাম না কিছু!’
জানা গেছে, গত ১৩ আগস্ট অর্থাৎ ট্রাম্প-পুতিন বৈঠকের দুই দিন আগে রাশিয়ান ওই সাংবাদিক ওয়ারেনকে ফোন করে বলেন, ‘তারা আপনাকে একটি বাইক উপহার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।’
প্রথমে বিষয়টিকে প্রতারণা ভেবেছিলেন ওয়ারেন। কিন্তু বৈঠকের পরদিন আলাস্কার অ্যানকারেজের এক হোটেলে তাঁকে উপহার হস্তান্তরের জন্য ডাকা হয়। সেখানে গিয়ে তিনি দেখেন, ছয়জন রাশিয়ান নাগরিক নতুন একটি অলিভ-গ্রিন রঙের মোটরসাইকেলটি নিয়ে অপেক্ষা করছেন।
ওয়ারেন বলেন, ‘আমি অবাক হলাম। ভাবলাম, নিশ্চয়ই মজা করছে।’
রাশিয়ান লোকগুলো ওয়ারেনের কাছ থেকে বিশেষ কোনো কিছু চাননি, শুধু ছবি তোলা ও ছোট্ট একটি সাক্ষাৎকার নিয়েছে। এরপর দুই সাংবাদিক ও কনস্যুলেটের এক কর্মকর্তা তাঁর সঙ্গে বাইকে চড়ে সামান্য পথ ঘুরেছেন, আর ক্যামেরাম্যান সেটি ধারণ করেছেন।
উপহার পেয়েও বেকুব বনে যাওয়া ওয়ারেন স্বীকার করেছেন—তিনি সামান্য শঙ্কিতও বোধ করেছেন। তিনি বলেন, ‘আমি চাই না, রাশিয়ান মোটরসাইকেল পাওয়ার কারণে কেউ আমার বা আমার পরিবারের বিরুদ্ধে উল্টাপাল্টা কিছু ভাবুক।’
বাইকটির কাগজপত্রে ওয়ারেন দেখেন, এটি তৈরি হয়েছে গত ১২ আগস্ট! অর্থাৎ যেদিন এটি হস্তান্তর করা হলো, তার ঠিক আগের দিন! তাঁর ধারণা, বাইকটি সরাসরি কারখানা থেকে এনে বিমানে তুলে দ্রুত আলাস্কায় পাঠানো হয়েছে।
এভাবেই এক সাধারণ সাক্ষাৎকারের জেরে ট্রাম্প-পুতিন বৈঠকের আলোচনার বাইরেও তৈরি হলো এক ব্যতিক্রমী গল্প, যার কেন্দ্রবিন্দু হয়ে উঠলেন আলাস্কার মার্ক ওয়ারেন।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বশান্তির জন্য অনেক কিছু করছেন। এর জন্য তিনি নোবেল পাওয়ার যোগ্য। একই সঙ্গে ট্রাম্পকে এই পুরস্কার না দেওয়ায় তিনি নোবেল কমিটির সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছেন।
৪ ঘণ্টা আগেদুই বছর যুদ্ধের পর অবশেষে গাজায় কার্যকর হয়েছে যুদ্ধবিরতি চুক্তি। এই চুক্তির আওতায় হামাসের হাতে থাকা ৪৮ জন ইসরায়েলি ও বিদেশি বন্দীকে মুক্তি দেওয়ার কথা রয়েছে। ধারণা করা হচ্ছে, তাঁদের মধ্যে ২০ জন এখনো জীবিত আছেন। সোমবার পর্যন্ত জারি থাকা ৭২ ঘণ্টার সময়সীমার মধ্যে হামাসের হাতে আটক ইসরায়েলি জিম্মিদের মুক্
৪ ঘণ্টা আগেপ্রেসিডেন্ট ট্রাম্পের শান্তি পরিকল্পনার অংশ হিসেবে নিরস্ত্রীকরণ ‘অসম্ভব ও আলোচনাযোগ্য নয়’ বলে মন্তব্য করেছেন হামাসের এক কর্মকর্তা। আজ শনিবার ফরাসি বার্তা সংস্থা এএফপিকে দেওয়া সাক্ষাৎকারে ওই কর্মকর্তা বলেন, ‘অস্ত্র সমর্পণের প্রশ্নই আসে না, এটি কোনোভাবেই আলোচনার বিষয় নয়।’
৪ ঘণ্টা আগেঘটনাটি ঘটে শুক্রবার স্থানীয় সময় গভীর রাতে ওয়াশিংটন কাউন্টির ছোট শহর লিল্যান্ডে। লিল্যান্ডের মেয়র জন লি শনিবার সকালে দ্য গার্ডিয়ানকে টেলিফোনে জানান, আহতদের মধ্যে অন্তত ১২ জনকে আশপাশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
৬ ঘণ্টা আগে