Ajker Patrika

মারিউপোলে মৃতের সংখ্যা ২৫০০ ছাড়িয়েছে, দাবি ইউক্রেনের 

মারিউপোলে মৃতের সংখ্যা ২৫০০ ছাড়িয়েছে, দাবি ইউক্রেনের 

ইউক্রেনের গুরুত্বপূর্ণ শহর মারিউপোলে যুদ্ধে মৃতের সংখ্যা ২ হাজার ৫০০ ছাড়িয়েছে বলে দাবি করেছে ইউক্রেন। দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিল উপদেষ্টা আলেক্সি অ্যারেস্টোভিচ এই দাবি করেছেন। সোমবার মার্কিন সংবাদমাধ্যমের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। 

তবে সিএনএন এই মৃতের সংখ্যার বিষয়টি নিশ্চিত করতে পারেনি। 

আলেক্সি অ্যারেস্টোভিচ বলেন, ‘দক্ষিণাঞ্চলীয় শহর মারিউপোলে রাশিয়ার বোমা হামলায় এখন পর্যন্ত ২ হাজার ৫০০ জনেরও বেশি মানুষ মারা গেছে।’ মারিউপোল সিটি কাউন্সিলের প্রতিবেদনের বরাত দিয়ে আলেক্সি অ্যারেস্টোভিচ বলেছেন, ‘এটি এমন একটি বিপর্যয় যার সঠিক মূল্যায়ন করতে পারেনি বিশ্ব।’ 

এ দিকে, মারিউপোল সিটি কাউন্সিল রোববার নিশ্চিত করেছে, শহরটি রাশিয়ার সেনাবাহিনী অবরোধ করে রাখায় ‘মানবিক করিডোর’ এখনো সেখানে কার্যকর হতে পারেনি। এমনকি কোনো ধরনের মানবিক সাহায্যও আসেনি এবং সহায়তা এখনো মারিউপোলের ৫০ মাইল পশ্চিমে বার্দিয়ানস্কে আটকে আছে। তবে বার্দিয়ানস্ক রাশিয়ার সেনাবাহিনীর হাতে। 

এর আগে, গত রোববার ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর মারিউপোলে রুশ হামলায় প্রায় ২ হাজার ২০০ লোক নিহত হয়েছেন বলে দাবি করেছিল ইউক্রেন। মারিউপোলের কর্মকর্তারা জানিয়েছেন, ‘যেহেতু বহুল প্রতীক্ষিত “মানবিক করিডর” মারিউপোল এখনো অনেকটা দূরে রয়ে গেছে ফলে শহরটি কার্যত অবরুদ্ধ হয়ে আছে। বিগত ২৪ ঘণ্টায় ২২ বার বোমা হামলার শিকার হয়েছে।’ 

মারিউপোলের সিটি কাউন্সিল আরও জানিয়েছিল, ‘মারিউপোলের পরিস্থিতি ক্রমাগত খুবই কঠিন হয়ে উঠছে। শহরে বিদ্যুৎ, পানি নেই। নেই কোনো মোবাইল যোগাযোগ ব্যবস্থা, দ্রুত ফুরিয়ে যাচ্ছে খাবার ও পানি।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত