Ajker Patrika

সপ্তাহে দুবার করোনা পরীক্ষা করাতে পারবেন ব্রিটিশরা

সপ্তাহে দুবার করোনা পরীক্ষা করাতে পারবেন ব্রিটিশরা

যুক্তরাজ্যের জনগণ প্রত্যেকে সপ্তাহে দুইবার করোনা পরীক্ষা করাতে পারবেন। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী শুক্রবার (৯ এপ্রিল) থেকে এই কার্যক্রম শুরু হবে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, যুক্তরাজ্যে করোনা পরীক্ষা বাড়ানোর লক্ষ্যেই এই উদ্যোগ নিয়েছে দেশটির সরকার। র‍্যাপিড টেস্টের মাধ্যমে ৩০ মিনিটেই পাওয়া যাবে পরীক্ষার ফল। বিনা খরচেই পরীক্ষা করানো যাবে।

যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক জানিয়েছেন, লকডাউন উঠাতে সহায়তা করবে এই করোনা পরীক্ষা। এটির মাধ্যমে সংক্রমণও কমানো যাবে। তবে সমালোচকরা বলছেন, এত টেস্ট করিয়ে অর্থ অপচয়ের বড় কেলেঙ্কারি ঘটাবে বরিস জনসনের সরকার।

এদিকে আগামী সপ্তাহ থেকে লকডাউনের বিধিনিষেধ শিথিল করতে চাচ্ছে যুক্তরাজ্য সরকার। জানা গেছে, আগামী ১২ এপ্রিল থেকে দেশটিতে কম প্রয়োজনীয় দ্রব্যের দোকানগুলো খুলে দেওয়া হবে। পাশাপাশি রেস্টুরেন্টগুলোও খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী জনসন।  

আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, যুক্তরাজ্যে এ পর্যন্ত ৪৩ লাখ ৫৯ হাজার ৩৮৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে মারা গেছেন এক লাখ ২৬ হাজার ৮৩৬ জন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভিসা ছাড়া পাকিস্তান সফরের চুক্তি হতে পারে শিগগির

স্ত্রীকে হতে হবে নোরা ফাতেহির মতো, না খাইয়ে রেখে তিন ঘণ্টা করে ব্যায়াম করান স্বামী

বাংলাদেশসহ এশিয়ার ৫ দেশে সফর বাতিল করলেন ইতালির প্রধানমন্ত্রী মেলোনি

বাংলা বলায় কলকাতার মার্কেটে ছুরি, বন্দুকের বাঁট ও হকিস্টিক নিয়ে ছাত্রদের ওপর হামলা

ঢাকা কলেজের বাস ভাঙচুর, আবারও শিক্ষার্থীদের সংঘর্ষ, পুলিশের টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত