Ajker Patrika

সেভেরোদনেৎস্ক শহরের কেন্দ্রে অগ্রসর রাশিয়ার সেনারা

আপডেট : ৩১ মে ২০২২, ১৭: ৫০
সেভেরোদনেৎস্ক শহরের কেন্দ্রে অগ্রসর রাশিয়ার সেনারা

ইউক্রেনের পূর্বাঞ্চলের দনবাস অঞ্চলের গুরুত্বপূর্ণ শহর সেভেরোদোনেৎস্কে কেন্দ্রের দিকে অগ্রসর হচ্ছে রাশিয়ার সেনারা। স্থানীয় সময় মঙ্গলবার (৩১ মে) লুহানস্কের আঞ্চলিক গভর্নর সেরহি গাইদাই জানান, সেখানে তীব্র লড়াই চলছে।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, গভর্নর সেরহি গাইদাই পরিস্থিতিকে অত্যন্ত কঠিন বলে বর্ণনা করেছেন। লুহানস্কের গভর্নর ইউক্রেনের রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেন, সেভেরোদোনেৎস্কে ১ লাখ ২০ হাজার জনগণের বেশির ভাগই রাশিয়ার নৃশংস বোমা হামলার কারণে শহর ছেড়ে গেছে। বর্তমানে মাত্র ১৫ হাজারের মতো বেসামরিক মানুষ আছে শহরটিতে।

রুশ সেনারা সেভেরোদোনেৎস্কের কেন্দ্রে অগ্রসর হচ্ছে উল্লেখ করে গাইদাই আরও বলেন, সবচেয়ে খারাপ কিছুর জন্য প্রস্তুতি নিয়েই শহরটি রক্ষার চেষ্টা করছে ইউক্রেনীয় সেনারা। তবে আটক হওয়া থেকে বাঁচতে সিভারস্কি দোনেৎস নদী পেরিয়ে লিসিচানস্ক শহরে পিছু হটতে পারে তাঁরা।

সেভেরোদোনেৎস্কে ১ লাখ ২০ হাজার জনগণের বেশির ভাগই রাশিয়ার নৃশংস বোমা হামলার কারণে শহর ছেড়ে গেছে। এদিকে টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সেভেরোদোনেৎস্ককে দখলকারীদের জন্য অতিগুরুত্বপূর্ণ হিসেবে উল্লেখ করে বলেন, ইউক্রেন রুশ সেনাদের অগ্রগতি থামাতে যথাসাধ্য চেষ্টা করছে। ৯০ শতাংশের মতো ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। শহরের আবাসনের দুই-তৃতীয়াংশেরও বেশি সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে।

রাশিয়া ইউক্রেন যুদ্ধের সর্বশেষ জানতে - এখানে ক্লিক করুন

দনবাসের লুহানস্ক অঞ্চলের সেভেরোদনেৎস্ক শহরটিই একমাত্র ইউক্রেনের নিয়ন্ত্রণে রয়েছে। শহরটি দখলে নিতে হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়া। ইউক্রেনের রাজধানী কিয়েভের উপকণ্ঠ থেকে সৈন্য প্রত্যাহার করে ইউক্রেনের পূর্ব ও দক্ষিণাঞ্চলে মনোনিবেশ করার পর গত এপ্রিলের মাঝামাঝি থেকেই সেভেরোদনেৎস্ক দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে রাশিয়া। 

বিশ্বের নানা প্রান্তের খবর পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১টা বাজলেই আর স্কুলে থাকে না শিক্ষার্থীরা, ফটকে তালা দিয়েও ঠেকানো গেল না

পাইপলাইনে জ্বালানি পরিবহন: ৩৪ হাজার লিটার ঘাটতি যমুনার প্রথম পার্সেলে

আসামে ‘দেখামাত্র গুলির নির্দেশ’ বহাল থাকবে দুর্গাপূজা পর্যন্ত

ভিকারুননিসায় হিজাব বিতর্ক: বরখাস্ত শিক্ষককে পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

জম্মু-কাশ্মীরে ধ্বংস করা হলো ৪৪ হাজার কেজি রসগোল্লা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত