Ajker Patrika

নতুন নিষেধাজ্ঞার বিরুদ্ধে ইউরোপে নতুন বিক্ষোভ

আপডেট : ২১ নভেম্বর ২০২১, ১৩: ২৬
নতুন নিষেধাজ্ঞার বিরুদ্ধে ইউরোপে নতুন বিক্ষোভ

ইউরোপে করোনাভাইরাসের প্রকোপ বেড়ে যাচ্ছে। এ কারণে লকডাউনের নতুন বিধিনিষেধ আরোপ করা হয়। আর এই বিধিনিষেধ নিয়ে শুরু হয়েছে জটিলতা। নতুন নিষেধাজ্ঞার বিরুদ্ধে নেদারল্যান্ডসে শুরু হয় নতুন অস্থিরতা। 

গত শনিবার দেশটির রোটারডামের বিক্ষোভে পুলিশকে লক্ষ্য করে আতশবাজি ছোড়ে এবং হেগে সাইকেলে আগুন লাগিয়ে দেন বিক্ষোভকারীরা। এরপর পুলিশ গুলি চালালে সহিংসতা আরও বেড়ে যায়। 

এদিকে অস্ট্রিয়া, ক্রোয়েশিয়া, ইতালিতেও হাজার হাজার বিক্ষোভকারী রাস্তায় নেমে আসে। তারাও নতুন নিষেধাজ্ঞার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে। 

অন্যদিকে করোনাভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়া নিয়ে ‘খুব উদ্বিগ্ন’ বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সংস্থাটির আঞ্চলিক পরিচালক ডা. হান্স ক্লুজ বলেন, যদি ইউরোপজুড়ে কঠোর ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে আগামী বসন্তের মধ্যে আরও অর্ধমিলিয়ন মানুষের মৃত্যু রেকর্ড হতে পারে। 

হান্স ক্লুজ আরও বলেন, ‘করোনাভাইরাস আমাদের অঞ্চলে আরও একবার মৃত্যুর এক নম্বর কারণ হয়ে দাঁড়িয়েছে। আমরা জানি আমাদের কী করতে হবে। এই ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধ করতে হলে আমাদের টিকা নেওয়া, মাস্ক পরা এবং কোভিড পাস ব্যবহার করতে হবে।’ 

মহাদেশজুড়ে অনেক সরকার সংক্রমণ মোকাবিলায় নতুন বিধিনিষেধ নিয়ে আসছে। বেশ কয়েকটি দেশে সম্প্রতি ভাইরাসের প্রকোপ প্রতিদিন সর্বোচ্চ রেকর্ড পরিমাণ ধরা পড়ছে। 

উল্লেখ্য, কিছু জায়গায় টিকাবিহীন লোকদের প্রবেশাধিকার সীমাবদ্ধ করা এবং সরকারি বিধিনিষেধের বিরুদ্ধে পোর্ট সিটিতে বিক্ষোভের পরে এই বিশৃঙ্খলা শুরু হয়। গত শুক্র ও শনিবার বিক্ষোভকারী ও পুলিশের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। রোটারডামের প্রধান শপিংয়ের রাজ্যগুলোতে এই বিশৃঙ্খলার ঘটনা ঘটে। এতে পুলিশের ওপর পাথর নিক্ষেপ করে বিক্ষোভকারীরা এবং একটি গাড়িতে আগুন দেয়। এরপর পুলিশ ফাঁকা গুলি ছোড়ে এবং এতে পুলিশসহ সাতজন আহত হয়। এ ঘটনায় প্রায় ১২ জনকে আটক করে পুলিশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত