Ajker Patrika

ইসরায়েলি বাহিনীর গুলিতে ২ ফিলিস্তিনি নিহত, আহত ৪ 

আপডেট : ০৩ নভেম্বর ২০২২, ২২: ৪৩
ইসরায়েলি বাহিনীর গুলিতে ২ ফিলিস্তিনি নিহত, আহত ৪ 

ইসরায়েলি নিরাপত্তাবাহিনীর গুলিতে দুই ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। স্থানীয় সময় আজ বৃহস্পতিবার ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরের জেনিনে ওই ২ ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করা হয়। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ৪ জন। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘জেনিনে দখলদার ইসরায়েলি বাহিনীর গুলিতে দুজন শহীদ এবং সরাসরি গুলিতে আরও চারজন আহত হয়েছেন।’ তবে হতাহতের বিষয়টি স্বীকার না করে ইসরায়েলি বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, তাঁরা ওই সময় ওই এলাকায় এক বিশেষ অভিযান চালাচ্ছিল।

এর আগে, গত ২৮ অক্টোবর ইসরায়েলি সৈন্যদের গুলিতে আরও ২ ফিলিস্তিনি নাগরিকের মৃত্যু হয়। ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরের নাবলুসে ওই দুজনের মৃত্যু হয়। তারও আগে, গত ২৫ অক্টোবর অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ৬ ফিলিস্তিনির মৃত্যু হয়। আহত হন আরও ২১ জন। এ বিষয়ে ফিলিস্তিনি ফাতাহ আন্দোলনের এক মুখপাত্র জানান, মঙ্গলবার ভোরে ইসরায়েলি বাহিনী নাবলুস শহরে প্রবেশ করলে ফিলিস্তিনি নিরাপত্তা বাহিনী ও সশস্ত্র যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষ হয় তাদের।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত