Ajker Patrika

কিয়েভ থেকে ১৫ মাইল দূরে রুশ সেনাবহর

আপডেট : ১২ মার্চ ২০২২, ১৪: ৩৩
কিয়েভ থেকে ১৫ মাইল দূরে রুশ সেনাবহর

গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় আজ শনিবার জানিয়েছে, রাশিয়ার সেনাবাহিনী ইউক্রেনের রাজধানী শহর কিয়েভ থেকে আর মাত্র ১৫ মাইল দূরে রয়েছে। সম্ভবত কিয়েভকে ঘেরাও করার চেষ্টা করছে রুশ সেনারা। ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেনের সেনারা পাল্টা আক্রমণ করতে পারে এমন ভাবনা থেকে রুশ সেনারা সম্ভবত নিজেদের সংঘবদ্ধ করছে। অন্যদিকে চেরনিহিভ, খারকিভ, মারিউপোল ও সুমি শহর ঘিরে রেখেছে রুশ সেনারা। শহরগুলোতে গোলাগুলি চলছে।

বিবিসির অপর এক প্রতিবেদনে বলা হয়েছে, রুশ সেনারা কয়েক ভাগে ভাগ হয়ে কিয়েভের আশপাশের শহরগুলো ঘিরে অবস্থান নিয়েছে। প্রায় ৬৪ কিলোমিটার সড়কজুড়ে রুশ সেনাবাহিনীর সাঁজোয়া যান, ট্যাংক ও কামানের বহর দেখা গেছে। কিয়েভের পশ্চিম ও দক্ষিণেও অবস্থান নিয়েছে রুশ সেনারা। 

এদিকে রুশ সীমান্তে ১২ হাজার মার্কিন সৈন্য মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। যদিও প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ইউক্রেনে তৃতীয় বিশ্বযুদ্ধে জড়ানোর ইচ্ছে নেই যুক্তরাষ্ট্রের। তবে তারা ন্যাটো অঞ্চলের প্রতি ইঞ্চি সুরক্ষিত রাখতে চায়। আর সেই উদ্দেশ্যেই রুশ সীমান্তে সৈন্য মোতায়েন করা হয়েছে। 

অন্যদিকে ইউক্রেনের দক্ষিণাঞ্চলের শহর মেলিটোপোলের মেয়রকে রুশ বাহিনী অপহরণ করেছে বলে অভিযোগ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও স্থানীয় কর্মকর্তারা। বার্তা সংস্থা এএফপি আজ শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত