Ajker Patrika

রাশিয়ায় কনসার্ট হলে হামলায় নিহত বেড়ে ৬০ 

আপডেট : ২৩ মার্চ ২০২৪, ১০: ৩২
রাশিয়ায় কনসার্ট হলে হামলায় নিহত বেড়ে ৬০ 

রাশিয়ার রাজধানী মস্কোয় একটি কনসার্ট হলে বন্দুকধারীদের হামলায় নিহত বেড়ে দাঁড়িয়েছে ৬০ জনে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই হামলায় আহত হয়েছেন আরও অন্তত ১১৫ জন। স্থানীয় সময় গতকাল শুক্রবার সন্ধ্যায় একটি কনসার্টে এই হামলার ঘটনা ঘটে। 

রুশ রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা তাসের খবরে বলা হয়েছে, মস্কোর উপকণ্ঠে অবস্থিত ক্রাসনোগরস্ক শহরের ক্রোকাস নামের ওই কনসার্ট হলে হামলার ঘটনা ঘটে। এ ঘটনার তদন্তে গঠিত কমিটির এক সদস্য তাসকে বলেছেন, ‘দুর্ভাগ্যজনকভাবে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।’ 

রুশ তদন্ত কমিটির বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি বলেছে, ‘নিহতদের মরদেহ বর্তমানে পরীক্ষা করা হচ্ছে। প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি, সন্ত্রাসী হামলায় ৬০ জনেরও বেশি লোক মারা গেছেন। দুর্ভাগ্যবশত নিহতের সংখ্যা বাড়তে পারে।’ তাঁরা জানিয়েছেন, আহতদের মধ্যে ১১০ জনই প্রাপ্তবয়স্ক ও ৫ জন শিশু। 
 
এদিকে, আহতদের সংখ্যা নিশ্চিত করে রাশিয়ার স্বাস্থ্যমন্ত্রী মিখাইল মুরাশকো রুশ সম্প্রচারমাধ্যম রসিয়া-২৪ টিভিকে বলেছেন, ‘এখন পর্যন্ত সন্ত্রাসীদের হামলায় ১১৫ জন আহত হয়েছে। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে পাঁচজন শিশু।’ 

রুশ স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, আহত শিশুদের মধ্যে একজনের অবস্থা গুরুতর এবং প্রাপ্তবয়স্ক আহতদের মধ্যে ৬০ জনের অবস্থা আশঙ্কাজনক। এই হামলায় মোট ১৪৫ জন আহত হয়েছিল। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত