Ajker Patrika

রুশ হামলায় ইউক্রেনের ১৩০০ সেনা নিহত, দাবি জেলেনস্কির

আপডেট : ১৩ মার্চ ২০২২, ১১: ২৪
রুশ হামলায় ইউক্রেনের ১৩০০ সেনা নিহত, দাবি জেলেনস্কির

রাশিয়ার সেনাবাহিনীর হামলায় এ পর্যন্ত ইউক্রেনের প্রায় ১ হাজার ৩০০ সেনা নিহত হয়েছেন বলে দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এ ছাড়া ৫০০ থেকে ৬০০ রুশ সেনা আত্মসমর্পণ করেছেন বলেও দাবি করেছেন তিনি। শনিবার এক সংবাদ সম্মেলনে জেলেনস্কি এসব দাবি করেছেন বলে জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। তবে বিবিসির পক্ষে জেলেনস্কির এসব দাবির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি বলে জানিয়েছে গণমাধ্যমটি। 

এদিকে বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে বলেছে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধে রাশিয়ার অন্তত ৬ হাজার সৈন্য নিহত হয়েছেন বলে পশ্চিমা দেশগুলো দাবি করেছে। 

আরেক ব্রিটিশ গণমাধ্যম দ্য ইনডিপেনডেন্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধ বন্ধের জন্য পশ্চিমা দেশগুলোকে আলোচনা জোরদার করার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট জেলেনস্কি। তিনি ইউক্রেন ও রাশিয়ার মধ্যে মধ্যস্থতা করার ইসরায়েলি প্রচেষ্টাকে স্বাগত জানান। ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেটকে ধন্যবাদ জানিয়েছেন জেলেনস্কি। 

সংবাদ সম্মেলনে জেলেনস্কি আরও বলেন, তিনি মেলিতোপোল শহরের মেয়রকে মুক্তি দেওয়ার জন্য রাশিয়াকে চাপ দিতে জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর সঙ্গে কথা বলেছেন। 

এর আগে গত শনিবার জার্মান চ্যান্সেলর ও ফরাসি প্রেসিডেন্ট প্রায় ৭৫ মিনিট টেলিফোনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলেছেন এবং তাঁকে যুদ্ধবিরতি ঘোষণার আহ্বান জানিয়েছেন। 

ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ ১৮তম দিনে গড়িয়েছে। যুদ্ধবিরতির উদ্দেশ্যে দুই দেশ এ পর্যন্ত বেশ কয়েকবার আলোচনায় বসলেও কার্যত কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি। ইউক্রেনের মানবিক পরিস্থিতি ক্রমশ ভয়াবহ আকার ধারণ করছে। জাতিসংঘ জানিয়েছে, এখন পর্যন্ত ইউক্রেনে অন্তত ১ হাজার ৫৪৬ জন বেসামরিক নাগরিক হতাহত হয়েছে। তাঁদের মধ্যে প্রাণ হারিয়েছে ৫৬৪ জন। হতাহতের এই সংখ্যা আরও বেশি হবে বলে মনে করে জাতিসংঘ। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত