Ajker Patrika

মানবেতর জীবন যাপন করছে মারিউপোলের লক্ষাধিক মানুষ

আপডেট : ২৩ মার্চ ২০২২, ১১: ৪৩
মানবেতর জীবন যাপন করছে মারিউপোলের লক্ষাধিক মানুষ

ইউক্রেনের মারিউপোলে রাশিয়ার তীব্র বিমান হামলায় শহরটি ‘বিধ্বস্ত’ মৃত নগরীতে পরিণত হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, মারিউপোলে ‘অমানবিক পরিস্থিতিতে’ আটকা পড়েছেন লক্ষাধিক মানুষ। বুধবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করে বলেছেন, বেসামরিক নাগরিকদের সরিয়ে নেওয়ার প্রচেষ্টা ব্যর্থ করার জন্য আক্রমণ চালাচ্ছে রাশিয়া। 

ভলোদিমির জেলেনস্কি বলেন, ‘মারিউপোলের লক্ষাধিক মানুষ অমানবিক পরিস্থিতির মধ্যে রয়েছে। তারা সম্পূর্ণ অবরুদ্ধ। তাদের কাছে খাবার, পানি, ওষুধ নেই। তাদের ওপর ক্রমাগত হামলা চালানো হচ্ছে। গোলাবর্ষণ করা হচ্ছে।’ 

ইউক্রেনের কর্মকর্তারা বলেছেন, মারিউপোলের রাস্তায় রুশ ও ইউক্রেনের সেনাবাহিনীর মধ্যে লড়াই এবং বোমা হামলা হয়েছে। রাশিয়ার দেওয়া আত্মসমর্পণের আল্টিমেটাম প্রত্যাখ্যানের মাত্র এক দিন পরই এই হামলা তীব্র করা হলো। 

মারিউপোলের ডেপুটি মেয়র সের্গেই অরলভ সিএনএনকে বলেছেন, ‘শহরটি সম্পূর্ণভাবে রাশিয়ার অবরোধের মধ্যে ছিল এবং কোনো ধরনের মানবিক সহায়তা পায়নি। শহরটি ক্রমাগত বোমাবর্ষণের শিকার। প্রতিদিন প্রায় ৫০ থেকে ১০০ বোমা হামলা করা হয় রাশিয়ার যুদ্ধবিমানগুলো থেকে।’  

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত