অনলাইন ডেস্ক
ইউক্রেনের উত্তরাঞ্চলীয় শহর প্রিলুকিতে রাশিয়ার ড্রোন হামলায় কমপক্ষে পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ছয়জন। নিহতদের মধ্যে এক বছর বয়সী এক শিশুও রয়েছে। শহরটির কর্তৃপক্ষের বরাতে বার্তা সংস্থা এপি এ তথ্য জানিয়েছে। রুশ বিমানঘাঁটিতে ইউক্রেনের অভিযানের জবাবে এ হামলা চালানো হয়েছে বলে রাশিয়া দাবি করেছে।
এপি জানিয়েছে, আজ বৃহস্পতিবার স্থানীয় সময় ভোর সাড়ে ৫টায় কমপক্ষে ছয়টি ড্রোন প্রিলুকির আবাসিক এলাকায় আঘাত হানে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ফোনালাপের কয়েক ঘণ্টার মধ্যেই এই হামলার ঘটনা ঘটল।
নিহত শিশুটির দাদা স্থানীয় জরুরি সেবা বিভাগের কর্মী বলে সামাজিক মাধ্যম টেলিগ্রামে এক পোস্টে জানিয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেন, ইরানের তৈরি শহীদ ড্রোন দিয়ে হামলা চালিয়েছে রাশিয়া। হামলার পর জরুরি সেবাকর্মী নিজের বাড়িতে গিয়ে দেখেন, তাঁর নাতি নিহত।
জেলেনস্কি আরও জানান, শুধু প্রিলুকি নয়, দোনেৎস্ক, খারকিভ, জাপোরিঝিয়া, সামি, ওডেসাসহ বিভিন্ন শহরে শতাধিক ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। ওই সময় একটি ক্ষেপণাস্ত্র হামলাও হয়। সেটি কোথায় আঘাত হেনেছে জানা যায়নি।
যুদ্ধের ফ্রন্ট লাইন থেকে অনেক দূরে অবস্থিত একটি শহর প্রিলুকি। ইউক্রেনের রাজধানী কিয়েভ থেকে ১০০ কিলোমিটার পূর্বে এটির অবস্থান। ইউক্রেনীয় কর্তৃপক্ষের দাবি, শহরটিতে কোনো সামরিক ঘাঁটি বা অস্ত্রশস্ত্রের গুদাম নেই।
গতকাল বুধবার রুশ প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়ার বিমানঘাঁটিতে ইউক্রেনের হামলা ও অন্যান্য বিষয় নিয়ে প্রায় ৭৫ মিনিট আলাপ হয় দুজনের। তবে, ফোনালাপে ইউক্রেনে হামলা চালানো থেকে বিরত থাকতে রাশিয়াকে রাজি করাতে পারেননি মার্কিন প্রেসিডেন্ট। সে কথা নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে জানিয়ে দিয়েছেন তিনি।
ট্রাম্প লিখেছেন, রাশিয়ার বিমানঘাঁটিত ইউক্রেনের হামলা এবং উভয় পক্ষের আরও কয়েকটি হামলার বিষয়ে আলোচনা হয়েছে। তবে এই আলাপ থেকে তাৎক্ষণিক শান্তি আসবে, তা না। তিনি আরও লিখেছেন, ‘প্রেসিডেন্ট পুতিন খুব দৃঢ়ভাবে বলেছেন, বিমানঘাঁটিতে সাম্প্রতিক হামলার জবাব তাঁকে দিতেই হবে।’
ইউক্রেনের উত্তরাঞ্চলীয় শহর প্রিলুকিতে রাশিয়ার ড্রোন হামলায় কমপক্ষে পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ছয়জন। নিহতদের মধ্যে এক বছর বয়সী এক শিশুও রয়েছে। শহরটির কর্তৃপক্ষের বরাতে বার্তা সংস্থা এপি এ তথ্য জানিয়েছে। রুশ বিমানঘাঁটিতে ইউক্রেনের অভিযানের জবাবে এ হামলা চালানো হয়েছে বলে রাশিয়া দাবি করেছে।
এপি জানিয়েছে, আজ বৃহস্পতিবার স্থানীয় সময় ভোর সাড়ে ৫টায় কমপক্ষে ছয়টি ড্রোন প্রিলুকির আবাসিক এলাকায় আঘাত হানে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ফোনালাপের কয়েক ঘণ্টার মধ্যেই এই হামলার ঘটনা ঘটল।
নিহত শিশুটির দাদা স্থানীয় জরুরি সেবা বিভাগের কর্মী বলে সামাজিক মাধ্যম টেলিগ্রামে এক পোস্টে জানিয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেন, ইরানের তৈরি শহীদ ড্রোন দিয়ে হামলা চালিয়েছে রাশিয়া। হামলার পর জরুরি সেবাকর্মী নিজের বাড়িতে গিয়ে দেখেন, তাঁর নাতি নিহত।
জেলেনস্কি আরও জানান, শুধু প্রিলুকি নয়, দোনেৎস্ক, খারকিভ, জাপোরিঝিয়া, সামি, ওডেসাসহ বিভিন্ন শহরে শতাধিক ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। ওই সময় একটি ক্ষেপণাস্ত্র হামলাও হয়। সেটি কোথায় আঘাত হেনেছে জানা যায়নি।
যুদ্ধের ফ্রন্ট লাইন থেকে অনেক দূরে অবস্থিত একটি শহর প্রিলুকি। ইউক্রেনের রাজধানী কিয়েভ থেকে ১০০ কিলোমিটার পূর্বে এটির অবস্থান। ইউক্রেনীয় কর্তৃপক্ষের দাবি, শহরটিতে কোনো সামরিক ঘাঁটি বা অস্ত্রশস্ত্রের গুদাম নেই।
গতকাল বুধবার রুশ প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়ার বিমানঘাঁটিতে ইউক্রেনের হামলা ও অন্যান্য বিষয় নিয়ে প্রায় ৭৫ মিনিট আলাপ হয় দুজনের। তবে, ফোনালাপে ইউক্রেনে হামলা চালানো থেকে বিরত থাকতে রাশিয়াকে রাজি করাতে পারেননি মার্কিন প্রেসিডেন্ট। সে কথা নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে জানিয়ে দিয়েছেন তিনি।
ট্রাম্প লিখেছেন, রাশিয়ার বিমানঘাঁটিত ইউক্রেনের হামলা এবং উভয় পক্ষের আরও কয়েকটি হামলার বিষয়ে আলোচনা হয়েছে। তবে এই আলাপ থেকে তাৎক্ষণিক শান্তি আসবে, তা না। তিনি আরও লিখেছেন, ‘প্রেসিডেন্ট পুতিন খুব দৃঢ়ভাবে বলেছেন, বিমানঘাঁটিতে সাম্প্রতিক হামলার জবাব তাঁকে দিতেই হবে।’
রাজধানী ওয়াশিংটন ডিসিতে ‘অপরাধ দমনে জরুরি অবস্থা’ ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর ফলে, এখন সরাসরি ওয়াশিংটনের আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্ব নিতে পারবে বিচার বিভাগ। এ ছাড়াও ৭ লাখেরও বেশি মানুষের বসবাসের এই শহরে ন্যাশনাল গার্ডও মোতায়েন করা হবে বলে ঘোষণা করেছেন তিনি।
২৩ মিনিট আগেকাতারি সংবাদমাধ্যম আল-জাজিরার তথ্যমতে, আজ মঙ্গলবার খান ইউনিসে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের তাঁবু লক্ষ্য করে বোমা হামলা চালিয়েছে ইসরায়েল, যাতে প্রাণ হারিয়েছেন অন্তত পাঁচজন। এর আগে গাজা সিটির বিভিন্ন স্থানে ইসরায়েলি হামলায় নিহত হয়েছে আরও পাঁচজন।
১ ঘণ্টা আগেমার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, রাশিয়ার দখলে থাকা ইউক্রেনের কিছু এলাকা ফেরত আনার চেষ্টা করবেন তিনি। আগামী শুক্রবার আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তাঁর বৈঠক হওয়ার কথা। এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেছেন, ‘রাশিয়া ইউক্রেনের মূল ভূমির বড় অংশ দখল করেছে।
১০ ঘণ্টা আগেনিউইয়র্কের লং আইল্যান্ডের পূর্ব প্রান্তে অবস্থিত মনটক এলাকাটি একসময় ছিল শান্তশিষ্ট ছেলেদের একটি গ্রাম। এখন অবশ্য তা রূপ নিয়েছে বিলাসবহুল ছুটি কাটানোর কেন্দ্রস্থলে। সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের ভিড় এবং জমজমাট রাতের জীবন এলাকাটির পুরোনো চেহারা দ্রুত বদলে দিচ্ছে।
১০ ঘণ্টা আগে