গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়া। এরপর একে একে দখলে নেয় বেশ কয়েকটি শহর। তবে বর্তমানে নিয়ন্ত্রণ হারানো শহরগুলো পুনরুদ্ধারে জোরেশোরে অগ্রসর হচ্ছে ইউক্রেন। এরই মধ্যে পূর্ব ও দক্ষিণের কয়েকটি শহর পুনর্দখলেও নিয়েছে তারা। তবে পূর্বাঞ্চলীয় দনবাসের বাখমুত শহর নিয়ন্ত্রণে নিতে অনেকটাই এগিয়ে রয়েছে রাশিয়া। রুশ সেনারা বাখমুত শহর নিয়ন্ত্রণে নিতে এগিয়ে চলেছে।
আজ শনিবার বিবিসিতে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, দিনে ও রাতে রুশ সেনাবাহিনীর অবিরাম গোলাবর্ষণে কেঁপে উঠছে দনবাস অঞ্চলের শহর বাখমুত। গত কয়েক সপ্তাহ ধরেই বাখমুতের মানুষ এমন পরিস্থিতির সম্মুখীন হচ্ছে। বাখমুতের ৭০ হাজার বাসিন্দার বেশির ভাগই শহর ছেড়ে পালিয়ে গেছে। এখনো যারা শহরে আছ, এর বেশির ভাগই বয়স্ক। পানি ও বিদ্যুতের সংকটের মধ্যে তাঁদের বসবাস করতে হচ্ছে। ছোট ছোট দলে ভাগ হয়ে মানুষ শহর ছাড়ছে। স্বেচ্ছাসেবকেরা সাহসিকতার সঙ্গে মিনিবাসে করে তাদের নিরাপদে শহর ছাড়তে সহায়তা করছেন।
শহর ছাড়ার অপেক্ষায় থাকা ৭০ বছর বয়সী এক নারী বিবিসিকে বলেন, ‘যে এই যুদ্ধ শুরু করেছে আমি তাকে অভিশাপ দিই। আমি তাকে ১০০ বার অভিশাপ দিই।’
যুদ্ধের মোড় ঘোরাতে বাখমুত দখলে উঠেপড়ে লেগেছে রাশিয়া। ইউক্রেনের যে কয়েকটি জায়গা থেকে এখনো রুশ সেনারা পিছু হটেনি, এর মধ্যে বাখমুত উল্লেখযোগ্য।
বাখমুত দখলে রাশিয়া গুরুত্ব দেওয়ার কারণ হিসেবে মনে করা হচ্ছে, গ্রীষ্মের শুরুতে কাছের সেভেরোদনেস্ক ও লিসিচানস্ক দখল করে রাশিয়া। এর পরের লক্ষ্যই ছিল বাখমুত। কারণ এরপরই রুশ সেনারা ক্রামাটর্স্ক ও স্লোভিয়ানস্কের দিকে অগ্রসর হতো। কিন্তু ইউক্রেনীয় সেনাবাহিনী পাল্টা জবাব দেওয়া শুরু করলে উত্তর দিকে পিছু হটে রুশ সেনারা। জুলাইয়ের পর ক্রামাটর্স্ক ও স্লোভিয়ানস্ক রুশ কামানের আওতায় নেই।
এদিকে বাখমুত দখলে রাশিয়ার কাছে পর্যাপ্ত সেনা ও অস্ত্র আছে কি না, সেটি নিয়ে সন্দেহ পোষণ করেছেন ইউক্রেনের পূর্বাঞ্চলীয় কমান্ডের মুখপাত্র কোল সেরহি চেরেভাতি। তিনি বলেন, রাশিয়া এখন সোভাতোভি ও ক্রেমেনা দখলে নতুন প্রতিরক্ষা গড়ে তুলছে। তবে ইউক্রেনীয় বাহিনীও তাদের সরবরাহ লাইন ভেঙে দেওয়ার চেষ্টা করছে।
চেরেভাতি বলেন, এখন বিষয়টি অনেকখানিই নির্ভর করছে রাশিয়া কতসংখ্যক সেনা ইউক্রেনে পাঠাতে পারবে তাার ওপর। তবে এখন পর্যন্ত যতটুকু দেখা যাচ্ছে, রাশিয়া তেমন ভালো অবস্থানে নেই। রাশিয়ার কাছে পর্যাপ্ত অস্ত্র নেই।
ইউক্রেনে এখন ১৯৬০-এর দশকে তৈরি পুরোনো টি৬২ ট্যাংক পাঠাচ্ছে রাশিয়া। কেননা, রাশিয়ার আধুনিক ট্যাংকগুলোর বড় একটি অংশ ইউক্রেন যুদ্ধে ধ্বংস হয়েছে।
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়া। এরপর একে একে দখলে নেয় বেশ কয়েকটি শহর। তবে বর্তমানে নিয়ন্ত্রণ হারানো শহরগুলো পুনরুদ্ধারে জোরেশোরে অগ্রসর হচ্ছে ইউক্রেন। এরই মধ্যে পূর্ব ও দক্ষিণের কয়েকটি শহর পুনর্দখলেও নিয়েছে তারা। তবে পূর্বাঞ্চলীয় দনবাসের বাখমুত শহর নিয়ন্ত্রণে নিতে অনেকটাই এগিয়ে রয়েছে রাশিয়া। রুশ সেনারা বাখমুত শহর নিয়ন্ত্রণে নিতে এগিয়ে চলেছে।
আজ শনিবার বিবিসিতে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, দিনে ও রাতে রুশ সেনাবাহিনীর অবিরাম গোলাবর্ষণে কেঁপে উঠছে দনবাস অঞ্চলের শহর বাখমুত। গত কয়েক সপ্তাহ ধরেই বাখমুতের মানুষ এমন পরিস্থিতির সম্মুখীন হচ্ছে। বাখমুতের ৭০ হাজার বাসিন্দার বেশির ভাগই শহর ছেড়ে পালিয়ে গেছে। এখনো যারা শহরে আছ, এর বেশির ভাগই বয়স্ক। পানি ও বিদ্যুতের সংকটের মধ্যে তাঁদের বসবাস করতে হচ্ছে। ছোট ছোট দলে ভাগ হয়ে মানুষ শহর ছাড়ছে। স্বেচ্ছাসেবকেরা সাহসিকতার সঙ্গে মিনিবাসে করে তাদের নিরাপদে শহর ছাড়তে সহায়তা করছেন।
শহর ছাড়ার অপেক্ষায় থাকা ৭০ বছর বয়সী এক নারী বিবিসিকে বলেন, ‘যে এই যুদ্ধ শুরু করেছে আমি তাকে অভিশাপ দিই। আমি তাকে ১০০ বার অভিশাপ দিই।’
যুদ্ধের মোড় ঘোরাতে বাখমুত দখলে উঠেপড়ে লেগেছে রাশিয়া। ইউক্রেনের যে কয়েকটি জায়গা থেকে এখনো রুশ সেনারা পিছু হটেনি, এর মধ্যে বাখমুত উল্লেখযোগ্য।
বাখমুত দখলে রাশিয়া গুরুত্ব দেওয়ার কারণ হিসেবে মনে করা হচ্ছে, গ্রীষ্মের শুরুতে কাছের সেভেরোদনেস্ক ও লিসিচানস্ক দখল করে রাশিয়া। এর পরের লক্ষ্যই ছিল বাখমুত। কারণ এরপরই রুশ সেনারা ক্রামাটর্স্ক ও স্লোভিয়ানস্কের দিকে অগ্রসর হতো। কিন্তু ইউক্রেনীয় সেনাবাহিনী পাল্টা জবাব দেওয়া শুরু করলে উত্তর দিকে পিছু হটে রুশ সেনারা। জুলাইয়ের পর ক্রামাটর্স্ক ও স্লোভিয়ানস্ক রুশ কামানের আওতায় নেই।
এদিকে বাখমুত দখলে রাশিয়ার কাছে পর্যাপ্ত সেনা ও অস্ত্র আছে কি না, সেটি নিয়ে সন্দেহ পোষণ করেছেন ইউক্রেনের পূর্বাঞ্চলীয় কমান্ডের মুখপাত্র কোল সেরহি চেরেভাতি। তিনি বলেন, রাশিয়া এখন সোভাতোভি ও ক্রেমেনা দখলে নতুন প্রতিরক্ষা গড়ে তুলছে। তবে ইউক্রেনীয় বাহিনীও তাদের সরবরাহ লাইন ভেঙে দেওয়ার চেষ্টা করছে।
চেরেভাতি বলেন, এখন বিষয়টি অনেকখানিই নির্ভর করছে রাশিয়া কতসংখ্যক সেনা ইউক্রেনে পাঠাতে পারবে তাার ওপর। তবে এখন পর্যন্ত যতটুকু দেখা যাচ্ছে, রাশিয়া তেমন ভালো অবস্থানে নেই। রাশিয়ার কাছে পর্যাপ্ত অস্ত্র নেই।
ইউক্রেনে এখন ১৯৬০-এর দশকে তৈরি পুরোনো টি৬২ ট্যাংক পাঠাচ্ছে রাশিয়া। কেননা, রাশিয়ার আধুনিক ট্যাংকগুলোর বড় একটি অংশ ইউক্রেন যুদ্ধে ধ্বংস হয়েছে।
নিউইয়র্কের এক আপিল আদালত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে দেওয়া প্রায় ৫০ কোটি ডলারের দেওয়ানি জরিমানা বাতিল করেছেন। নিউইয়র্ক অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেলের দপ্তর থেকে সিভিল ফ্রডের ওই মামলাটি ২০২২ সালে করা হয়েছিল। ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ ছিল—তিনি তাঁর সম্পদমূল্য অতিরিক্ত
৭ মিনিট আগেরাশিয়ার সংসদ সদস্যরা দীর্ঘ দাম্পত্য সম্পর্ককে উৎসাহিত করতে নতুন এক উদ্যোগ বিবেচনা করছেন। প্রস্তাবিত নীতির আওতায় অন্তত ৩০ বছর ধরে বিবাহিত আছেন—এমন দম্পতিদের বিশেষ ভাতা দেওয়ার কথা ভাবা হচ্ছে। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম রিয়া নভোস্তি জানিয়েছে, ইতিমধ্যেই কয়েকটি আঞ্চলিক প্রশাসনে এই ধরনের ভাতা চালু রয়েছে।
১ ঘণ্টা আগেকাবুলে হাত ধরাধরি আর অর্ধেক হাসি মুখে ছবি তুললেন পাকিস্তান, চীন ও আফগানিস্তানের তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রীরা। ত্রিপক্ষীয় বৈঠকে বসতেই এমন দৃশ্য ধরা পড়ল ক্যামেরায়। এটি ছিল গত ১২ সপ্তাহের চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ও আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তা
১ ঘণ্টা আগেজার্মান প্রসিকিউটরেরা জানিয়েছেন, নর্ড স্ট্রিম গ্যাস পাইপলাইনে বিস্ফোরণের ঘটনায় এক ইউক্রেনীয় নাগরিককে ইতালিতে গ্রেপ্তার করা হয়েছে। ২০২২ সালে রাশিয়ার ইউক্রেন আক্রমণের কয়েক মাস পর বাল্টিক সাগরের নিচে এই পাইপলাইনে বিস্ফোরণ ঘটে, যা ইউরোপের জ্বালানি সংকটকে আরও গভীর করে তোলে।
২ ঘণ্টা আগে