ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর খবর পাওয়া গেছে। এতে অন্তত তিনজন আহত হয়েছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়, এ নিয়ে চলতি মাসে কিয়েভ অষ্টমবারের মতো হামলার শিকার হলো।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে আকাশ প্রতিরক্ষাব্যবস্থাকে শহরের ওপর দিয়ে ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে দেখা যায়। এমন পরিস্থিতিতে বেসামরিক মানুষকে জানালার পাশ থেকে দূরে অবস্থানের নির্দেশ দেয় সরকার। ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ আকাশ থেকে নিচে পড়ায় এই নির্দেশ দেওয়া হয়।
শহরের মেয়র ভিতালি ক্লিৎস্কো জানান, একটি চিড়িয়াখানাসহ কেন্দ্রীয় জেলাগুলোর ওপর রকেটের ধ্বংসাবশেষ এসে পড়েছে। রুশ বাহিনী ড্রোন ও ক্ষেপণাস্ত্র উভয়ই ব্যবহার করে হামলা চালায়। এ প্রসঙ্গে কিয়েভের একজন কর্মকর্তা বলেন, ‘এর আগে হওয়া হামলা থেকে এটি আলাদা।’
কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান সেরহিয়ে পপকো এই হামলাকে ‘স্বল্প সময়ের মধ্যে সর্বাধিকসংখ্যক ক্ষেপণাস্ত্র হামলা’ হিসেবে বর্ণনা করেছেন। তিনি আরও বলেন, ‘প্রাথমিক তথ্য অনুযায়ী, কিয়েভের আকাশসীমায় শত্রুর লক্ষ্যবস্তুগুলোর বেশির ভাগই শনাক্ত ও ধ্বংস করা হয়েছে।’
গত কয়েক দিন ধরে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ইউরোপীয় কয়েকটি দেশে সফরে রয়েছেন। এই সফরকালে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁসহ পশ্চিমা মিত্ররা কয়েক বিলিয়ন ডলারের সামরিক সরঞ্জাম দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। এর মধ্যে কয়েক শ আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ও শত শত ড্রোন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাজ্য। আগামী মাসগুলোতে এসব সহায়তা সরবরাহ করা হবে বলে জানিয়েছে যুক্তরাজ্য সরকার।
ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর খবর পাওয়া গেছে। এতে অন্তত তিনজন আহত হয়েছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়, এ নিয়ে চলতি মাসে কিয়েভ অষ্টমবারের মতো হামলার শিকার হলো।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে আকাশ প্রতিরক্ষাব্যবস্থাকে শহরের ওপর দিয়ে ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে দেখা যায়। এমন পরিস্থিতিতে বেসামরিক মানুষকে জানালার পাশ থেকে দূরে অবস্থানের নির্দেশ দেয় সরকার। ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ আকাশ থেকে নিচে পড়ায় এই নির্দেশ দেওয়া হয়।
শহরের মেয়র ভিতালি ক্লিৎস্কো জানান, একটি চিড়িয়াখানাসহ কেন্দ্রীয় জেলাগুলোর ওপর রকেটের ধ্বংসাবশেষ এসে পড়েছে। রুশ বাহিনী ড্রোন ও ক্ষেপণাস্ত্র উভয়ই ব্যবহার করে হামলা চালায়। এ প্রসঙ্গে কিয়েভের একজন কর্মকর্তা বলেন, ‘এর আগে হওয়া হামলা থেকে এটি আলাদা।’
কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান সেরহিয়ে পপকো এই হামলাকে ‘স্বল্প সময়ের মধ্যে সর্বাধিকসংখ্যক ক্ষেপণাস্ত্র হামলা’ হিসেবে বর্ণনা করেছেন। তিনি আরও বলেন, ‘প্রাথমিক তথ্য অনুযায়ী, কিয়েভের আকাশসীমায় শত্রুর লক্ষ্যবস্তুগুলোর বেশির ভাগই শনাক্ত ও ধ্বংস করা হয়েছে।’
গত কয়েক দিন ধরে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ইউরোপীয় কয়েকটি দেশে সফরে রয়েছেন। এই সফরকালে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁসহ পশ্চিমা মিত্ররা কয়েক বিলিয়ন ডলারের সামরিক সরঞ্জাম দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। এর মধ্যে কয়েক শ আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ও শত শত ড্রোন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাজ্য। আগামী মাসগুলোতে এসব সহায়তা সরবরাহ করা হবে বলে জানিয়েছে যুক্তরাজ্য সরকার।
যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী এবং ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিনটন বলেছেন, ইউক্রেন যুদ্ধবিরতি আলোচনায় সফল হলে তিনি ট্রাম্পকে শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মনোনয়ন দেবেন। তবে শর্ত হলো, এই সমঝোতা যেন রাশিয়া তথা পুতিনের কাছে আত্মসমর্পণের সমান না হয়।
৩ ঘণ্টা আগেআলাস্কায় আজ শুক্রবারের বহুল আলোচিত শীর্ষ বৈঠকের আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ‘আমরা আমেরিকার ওপর ভরসা করছি।’ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে জেলেনস্কি ট্রাম্পের মন্তব্যের সঙ্গে সুর মিলিয়ে জানান, আজকের বৈঠক নিঃসন্দেহে উচ্চঝুঁকির এবং এটি ন্যায়সংগত শান্তির পথে একটি
৪ ঘণ্টা আগেসিঙ্গাপুরভিত্তিক ধনকুবের ও হোটেল ব্যবসায়ী ওং বেন সেংকে উপহার কেলেঙ্কারির মামলায় ২৩ হাজার ৪০০ মার্কিন ডলার (২৮ লাখ ৪২ হাজার টাকা) জরিমানা করা হয়েছে। গত বছর তিনি সারা দেশকে নাড়া দেওয়া ওই ঘটনার সঙ্গে যুক্ত থাকার কথা স্বীকার করেছিলেন।
৪ ঘণ্টা আগেআলাস্কায় প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে অনুষ্ঠিত হতে যাওয়া বৈঠকটি ছয় থেকে সাত ঘণ্টা পর্যন্ত স্থায়ী হতে পারে বলে আশা করছে ক্রেমলিন। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এমনটাই জানিয়েছেন। খবর বিবিসির।
৪ ঘণ্টা আগে