আজকের পত্রিকা ডেস্ক
রাশিয়া ১ হাজার ২০০ জন ইউক্রেনীয় সেনার মরদেহ ফেরত দিয়েছে। তিন বছরের বেশি সময় ধরে চলা এই যুদ্ধে এখন পর্যন্ত এটি সবচেয়ে বেশিসংখ্যক সৈনিকদের মরদেহ প্রত্যাবর্তনের ঘটনা। স্থানীয় সময় গতকাল এই মরদেহগুলো হস্তান্তর করা হয়। রুশ সংবাদমাধ্যমগুলোর বরাত দিয়ে এ কথা জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।
প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার পক্ষ থেকে ইউক্রেনকে ১ হাজার ২০০ জন ইউক্রেনীয় সৈন্যের মরদেহ ফেরত দেওয়া হয়েছে। তিন বছরের বেশি সময় আগে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এটি অন্যতম বৃহৎ মরদেহের প্রত্যাবাসন। শুক্রবার এই মরদেহগুলো ফেরত দেওয়া হয়। গত মাসে ইস্তাম্বুলে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে অনুষ্ঠিত শান্তি আলোচনায় একটি চুক্তির পর এই ঘটনা ঘটল।
মস্কো দাবি করেছে, এই সর্বশেষ বিনিময়টি ছিল একতরফা। তাদের অভিযোগ, ইউক্রেন নিহত রুশ সৈন্যদের মরদেহ ফেরত দিতে ব্যর্থ হয়েছে। রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসকে এক অজ্ঞাত সূত্র জানিয়েছে, ‘রাশিয়া ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীর ১ হাজার ২০০ জন নিহত সৈন্যের মরদেহ ইউক্রেনের কাছে হস্তান্তর করেছে। আমাদের কাছে একটিও হস্তান্তর করা হয়নি।’
রাশিয়ার প্রেসিডেন্টের কর্মকর্তা ভ্লাদিমির মেদিনস্কি দাবি করেছেন, ইউক্রেন ৭ জুন কোনো প্রকাশ্য ব্যাখ্যা ছাড়াই হঠাৎ করে মরদেহ হস্তান্তর এবং বন্দী বিনিময় স্থগিত করে দেয়।
এদিকে, ইউক্রেনের যুদ্ধবন্দী বিষয়ক সদর দপ্তর শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছে, ফরেনসিক বিশেষজ্ঞরা এখন প্রাপ্ত মরদেহগুলো শনাক্ত করার কাজ করবেন। তারা আরও জানিয়েছে, এই মরদেহগুলো ইউক্রেনীয় সামরিক কর্মীদের বলে ধারণা করা হচ্ছে। চলতি সপ্তাহের শুরুর দিকে, রাশিয়া আরও ১ হাজার ২১৩টি মরদেহ ফেরত দিয়েছে এবং বিনিময়ে তাদের মাত্র ২৭ জন সৈন্যের মরদেহ পেয়েছে।
উত্তেজনা সত্ত্বেও, উভয় পক্ষ নীতিগতভাবে ৬ হাজার নিহত সেনা ও যুদ্ধবন্দী বিনিময়ে সম্মত হয়েছে। এই বিনিময়ে অসুস্থ ও গুরুতর আহত যুদ্ধবন্দী, সেই সঙ্গে ২৫ বছরের কম বয়সী বন্দীদের মুক্তিকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
অপরদিকে, শুক্রবারও ফ্রন্টলাইন জুড়ে তীব্র লড়াই অব্যাহত ছিল এবং ইউক্রেন ও রাশিয়া উভয় স্থানেই নতুন হতাহতের খবর পাওয়া গেছে। রাশিয়ার বেলগোরোদ অঞ্চলে ইউক্রেনীয় ড্রোন হামলায় ২ বছরের এক শিশু নিহত হয়েছে এবং তার দাদিসহ দুজন প্রাপ্তবয়স্ক আহত হয়েছেন বলে জানিয়েছেন অঞ্চলের গভর্নর ভ্যাচেস্লাভ গ্লাদকভ।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, তারা গত ২৪ ঘণ্টায় ২৬০টি ইউক্রেনীয় ড্রোন প্রতিহত করেছে। মস্কো আরও জানিয়েছে, গত সপ্তাহে তাদের আকাশ প্রতিরক্ষা বাহিনী একটি নেপচুন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র, ১৮টি জেডিএএম গাইডেড বোমা,৯টি মার্কিন তৈরি হিমার্স রকেট এবং ইউক্রেনের ১ হাজার ৫৮২টি ফিক্সড-উইং ড্রোন ভূপাতিত করেছে।
রাশিয়া ১ হাজার ২০০ জন ইউক্রেনীয় সেনার মরদেহ ফেরত দিয়েছে। তিন বছরের বেশি সময় ধরে চলা এই যুদ্ধে এখন পর্যন্ত এটি সবচেয়ে বেশিসংখ্যক সৈনিকদের মরদেহ প্রত্যাবর্তনের ঘটনা। স্থানীয় সময় গতকাল এই মরদেহগুলো হস্তান্তর করা হয়। রুশ সংবাদমাধ্যমগুলোর বরাত দিয়ে এ কথা জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।
প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার পক্ষ থেকে ইউক্রেনকে ১ হাজার ২০০ জন ইউক্রেনীয় সৈন্যের মরদেহ ফেরত দেওয়া হয়েছে। তিন বছরের বেশি সময় আগে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এটি অন্যতম বৃহৎ মরদেহের প্রত্যাবাসন। শুক্রবার এই মরদেহগুলো ফেরত দেওয়া হয়। গত মাসে ইস্তাম্বুলে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে অনুষ্ঠিত শান্তি আলোচনায় একটি চুক্তির পর এই ঘটনা ঘটল।
মস্কো দাবি করেছে, এই সর্বশেষ বিনিময়টি ছিল একতরফা। তাদের অভিযোগ, ইউক্রেন নিহত রুশ সৈন্যদের মরদেহ ফেরত দিতে ব্যর্থ হয়েছে। রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসকে এক অজ্ঞাত সূত্র জানিয়েছে, ‘রাশিয়া ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীর ১ হাজার ২০০ জন নিহত সৈন্যের মরদেহ ইউক্রেনের কাছে হস্তান্তর করেছে। আমাদের কাছে একটিও হস্তান্তর করা হয়নি।’
রাশিয়ার প্রেসিডেন্টের কর্মকর্তা ভ্লাদিমির মেদিনস্কি দাবি করেছেন, ইউক্রেন ৭ জুন কোনো প্রকাশ্য ব্যাখ্যা ছাড়াই হঠাৎ করে মরদেহ হস্তান্তর এবং বন্দী বিনিময় স্থগিত করে দেয়।
এদিকে, ইউক্রেনের যুদ্ধবন্দী বিষয়ক সদর দপ্তর শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছে, ফরেনসিক বিশেষজ্ঞরা এখন প্রাপ্ত মরদেহগুলো শনাক্ত করার কাজ করবেন। তারা আরও জানিয়েছে, এই মরদেহগুলো ইউক্রেনীয় সামরিক কর্মীদের বলে ধারণা করা হচ্ছে। চলতি সপ্তাহের শুরুর দিকে, রাশিয়া আরও ১ হাজার ২১৩টি মরদেহ ফেরত দিয়েছে এবং বিনিময়ে তাদের মাত্র ২৭ জন সৈন্যের মরদেহ পেয়েছে।
উত্তেজনা সত্ত্বেও, উভয় পক্ষ নীতিগতভাবে ৬ হাজার নিহত সেনা ও যুদ্ধবন্দী বিনিময়ে সম্মত হয়েছে। এই বিনিময়ে অসুস্থ ও গুরুতর আহত যুদ্ধবন্দী, সেই সঙ্গে ২৫ বছরের কম বয়সী বন্দীদের মুক্তিকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
অপরদিকে, শুক্রবারও ফ্রন্টলাইন জুড়ে তীব্র লড়াই অব্যাহত ছিল এবং ইউক্রেন ও রাশিয়া উভয় স্থানেই নতুন হতাহতের খবর পাওয়া গেছে। রাশিয়ার বেলগোরোদ অঞ্চলে ইউক্রেনীয় ড্রোন হামলায় ২ বছরের এক শিশু নিহত হয়েছে এবং তার দাদিসহ দুজন প্রাপ্তবয়স্ক আহত হয়েছেন বলে জানিয়েছেন অঞ্চলের গভর্নর ভ্যাচেস্লাভ গ্লাদকভ।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, তারা গত ২৪ ঘণ্টায় ২৬০টি ইউক্রেনীয় ড্রোন প্রতিহত করেছে। মস্কো আরও জানিয়েছে, গত সপ্তাহে তাদের আকাশ প্রতিরক্ষা বাহিনী একটি নেপচুন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র, ১৮টি জেডিএএম গাইডেড বোমা,৯টি মার্কিন তৈরি হিমার্স রকেট এবং ইউক্রেনের ১ হাজার ৫৮২টি ফিক্সড-উইং ড্রোন ভূপাতিত করেছে।
লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ বহু বছরের বৈরিতার পর সৌদি আরবের সঙ্গে সম্পর্ক পুনর্গঠনের ইঙ্গিত দিয়েছে। আঞ্চলিক রাজনৈতিক সমীকরণ বদলে যাওয়ার প্রেক্ষাপটে এবং ইসরায়েলের সামরিক পদক্ষেপ নিয়ে উদ্বেগ বাড়ায় এই অবস্থান বদল আনছে গোষ্ঠীটি।
১ সেকেন্ড আগেআফগানিস্তান সীমান্তের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে সংঘর্ষের বড় ধরনের হতাহতের ঘটনা ঘটেছে। পাকিস্তানের সামরিক বাহিনীর গণমাধ্যম শাখার (আইএসপিআর) বরাত দিয়ে আল-জাজিরা জানিয়েছে, সীমান্তজুড়ে সংঘটিত সংঘর্ষে দুশ জনেরও বেশি তালেবান এবং অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর সদস্য নিহত হয়েছেন। একই সঙ্গে, পাকিস্তানের ...
৮ মিনিট আগেপশ্চিমবঙ্গের দুর্গাপুরে এক মেডিকেল শিক্ষার্থীর ধর্ষণের ঘটনায় করা মন্তব্যে ব্যাপক সমালোচনার মুখোমুখি হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শিক্ষার্থীদের নিরাপত্তার দায়িত্ব কলেজ কর্তৃপক্ষের ওপর চাপিয়ে দিয়ে মমতা প্রশ্ন তোলেন, ২৩ বছর বয়সী ওই ছাত্রী কীভাবে গভীর রাতে ক্যাম্পাসের বাইরে গেলেন?
১ ঘণ্টা আগেমার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। প্রথম ধাপের যুদ্ধবিরতির পর কি ঘটবে সেই বিষয়টি এখনো স্পষ্ট না হলেও, হামাস আস্থা রাখছে মার্কিন প্রেসিডেন্টের আশ্বাসবাণীর ওপর। মিসরের অবকাশ যাপনকেন্দ্র শারম আল–শেখে ইসরায়েল, হামাসসহ বিভিন্ন পক্ষের মধ্যে যুদ্ধপরবর্তী...
২ ঘণ্টা আগে