সাবেক গোপন বেসরকারি সামরিক সংস্থা ওয়াগনার এবার প্রকাশ্যে। গত শুক্রবার তারা রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ শহরে সংস্থার প্রথম আনুষ্ঠানিক সদর দপ্তর খুলেছে। নিজস্ব প্রতিনিধিদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
এদিকে ইউক্রেনের সংবাদমাধ্যম দ্য কিয়েভ ইনডিপেনডেন্টের প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইউক্রেন সীমান্তে আধা সামরিক প্রশিক্ষণকেন্দ্র খুলছে ওয়াগনার। সেখানে স্থানীয়দের সামরিক প্রশিক্ষণ দেওয়াই তাদের উদ্দেশ্য।
প্রেসিডেন্ট পুতিন ঘনিষ্ঠ রুশ অলিগার্ক ইয়েভজেনি প্রিগোজিন সম্প্রতি নিশ্চিত করেছেন, তিনি একটি গ্রুপ প্রতিষ্ঠা করেছেন। এই গ্রুপের যোদ্ধাদের ইউক্রেনের পাশাপাশি লাতিন আমেরিকা ও আফ্রিকার দেশগুলোতে মোতায়েন করা হয়েছে। গত সপ্তাহে তাঁর কোম্পানি কনকর্ডের সোশ্যাল মিডিয়া পেজে রাশিয়ায় কার্যালয় খোলার কথা জানিয়েছেন।
সেন্ট পিটার্সবার্গে ওয়াগনারের প্রধান কার্যালয়টি দৃশ্যমান স্থানেই। চকচকে কাচ দিয়ে মোড়া বহুতল ভবনে শুক্রবার থেকে জ্বলজ্বল করছে বড় সাদা রঙের ‘ওয়াগনার’ সাইন। ক্যামোফ্লেজ (ছদ্মবেশী) পোশাক পরা লোকদের বিল্ডিংয়ের ধূসর করিডরে ঘুরে বেড়াতে দেখা গেছে, যারা ড্রোন প্রদর্শনীর দিকে তাকিয়ে।
প্রিগোজিন এক বিবৃতিতে বলেছেন, ‘পিএমসি ওয়াগনার সেন্টারের লক্ষ্য রাশিয়ার প্রতিরক্ষা সক্ষমতা উন্নত করার জন্য নতুন ধারণা তৈরি করতে একটি অনুকূল পরিবেশ দেওয়া।’
মার্সেনারি (ভাড়াটে যোদ্ধা) সরবরাহের সংস্থা ওয়াগনার যে প্রিগোজিনই প্রতিষ্ঠা করেছেন, এ নিয়ে কয়েক বছর ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিল। গত মাসে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়ে সেই গুঞ্জনের অবসান ঘটিয়েছেন প্রিগোজিন।
বেশ কয়েক বছর ধরে বিদেশের মাটিতে প্রভাব-প্রতিপত্তি বিস্তারে মস্কোর উচ্চাকাঙ্ক্ষা বাস্তবায়নে ওয়াগনারের ভূমিকা নিয়ে আন্তর্জাতিক মহলে কথা উঠছে। যদিও ক্রেমলিন বরাবরই এই গ্রুপের সঙ্গে সরকারের কোনো ধরনের সংশ্লিষ্টতা অস্বীকার করে আসছে।
ধারণা করা হয়, ইউক্রেন যুদ্ধে ওয়াগনারের প্রতিষ্ঠাতা এবং তাঁর বাহিনীর ভূমিকা ক্রমেই বাড়ছে। এরই মধ্যে ইউক্রেন সীমান্তে তাদের একটি প্রশিক্ষণকেন্দ্র খোলার খবর দিয়েছে দ্য কিয়েভ ইনডিপেনডেন্ট।
সংবাদমাধ্যমটির এক প্রতিবেদনে বলা হয়েছে, ওয়াগনার গ্রুপ ইউক্রেন সীমান্তে আধাসামরিক প্রশিক্ষণকেন্দ্র স্থাপনের প্রস্তুতি নিচ্ছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ মিত্র ইয়েভজেনি প্রিগোজিন বলেছেন, কুরস্ক ও বেলগোরোদ অঞ্চলে প্রশিক্ষণকেন্দ্রটি ওই অঞ্চলের বাসিন্দাদের নিয়েই গঠিত হওয়া উচিত।
অবশ্য অন্য কোনো আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য কোনো স্বাধীন সূত্রের বরাতে নিশ্চিত হতে পারেনি।
সাবেক গোপন বেসরকারি সামরিক সংস্থা ওয়াগনার এবার প্রকাশ্যে। গত শুক্রবার তারা রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ শহরে সংস্থার প্রথম আনুষ্ঠানিক সদর দপ্তর খুলেছে। নিজস্ব প্রতিনিধিদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
এদিকে ইউক্রেনের সংবাদমাধ্যম দ্য কিয়েভ ইনডিপেনডেন্টের প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইউক্রেন সীমান্তে আধা সামরিক প্রশিক্ষণকেন্দ্র খুলছে ওয়াগনার। সেখানে স্থানীয়দের সামরিক প্রশিক্ষণ দেওয়াই তাদের উদ্দেশ্য।
প্রেসিডেন্ট পুতিন ঘনিষ্ঠ রুশ অলিগার্ক ইয়েভজেনি প্রিগোজিন সম্প্রতি নিশ্চিত করেছেন, তিনি একটি গ্রুপ প্রতিষ্ঠা করেছেন। এই গ্রুপের যোদ্ধাদের ইউক্রেনের পাশাপাশি লাতিন আমেরিকা ও আফ্রিকার দেশগুলোতে মোতায়েন করা হয়েছে। গত সপ্তাহে তাঁর কোম্পানি কনকর্ডের সোশ্যাল মিডিয়া পেজে রাশিয়ায় কার্যালয় খোলার কথা জানিয়েছেন।
সেন্ট পিটার্সবার্গে ওয়াগনারের প্রধান কার্যালয়টি দৃশ্যমান স্থানেই। চকচকে কাচ দিয়ে মোড়া বহুতল ভবনে শুক্রবার থেকে জ্বলজ্বল করছে বড় সাদা রঙের ‘ওয়াগনার’ সাইন। ক্যামোফ্লেজ (ছদ্মবেশী) পোশাক পরা লোকদের বিল্ডিংয়ের ধূসর করিডরে ঘুরে বেড়াতে দেখা গেছে, যারা ড্রোন প্রদর্শনীর দিকে তাকিয়ে।
প্রিগোজিন এক বিবৃতিতে বলেছেন, ‘পিএমসি ওয়াগনার সেন্টারের লক্ষ্য রাশিয়ার প্রতিরক্ষা সক্ষমতা উন্নত করার জন্য নতুন ধারণা তৈরি করতে একটি অনুকূল পরিবেশ দেওয়া।’
মার্সেনারি (ভাড়াটে যোদ্ধা) সরবরাহের সংস্থা ওয়াগনার যে প্রিগোজিনই প্রতিষ্ঠা করেছেন, এ নিয়ে কয়েক বছর ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিল। গত মাসে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়ে সেই গুঞ্জনের অবসান ঘটিয়েছেন প্রিগোজিন।
বেশ কয়েক বছর ধরে বিদেশের মাটিতে প্রভাব-প্রতিপত্তি বিস্তারে মস্কোর উচ্চাকাঙ্ক্ষা বাস্তবায়নে ওয়াগনারের ভূমিকা নিয়ে আন্তর্জাতিক মহলে কথা উঠছে। যদিও ক্রেমলিন বরাবরই এই গ্রুপের সঙ্গে সরকারের কোনো ধরনের সংশ্লিষ্টতা অস্বীকার করে আসছে।
ধারণা করা হয়, ইউক্রেন যুদ্ধে ওয়াগনারের প্রতিষ্ঠাতা এবং তাঁর বাহিনীর ভূমিকা ক্রমেই বাড়ছে। এরই মধ্যে ইউক্রেন সীমান্তে তাদের একটি প্রশিক্ষণকেন্দ্র খোলার খবর দিয়েছে দ্য কিয়েভ ইনডিপেনডেন্ট।
সংবাদমাধ্যমটির এক প্রতিবেদনে বলা হয়েছে, ওয়াগনার গ্রুপ ইউক্রেন সীমান্তে আধাসামরিক প্রশিক্ষণকেন্দ্র স্থাপনের প্রস্তুতি নিচ্ছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ মিত্র ইয়েভজেনি প্রিগোজিন বলেছেন, কুরস্ক ও বেলগোরোদ অঞ্চলে প্রশিক্ষণকেন্দ্রটি ওই অঞ্চলের বাসিন্দাদের নিয়েই গঠিত হওয়া উচিত।
অবশ্য অন্য কোনো আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য কোনো স্বাধীন সূত্রের বরাতে নিশ্চিত হতে পারেনি।
গাজা উপত্যকার সবচেয়ে বড় নগরী গাজা সিটিতে পূর্ণমাত্রার সামরিক অভিযানের প্রথম ধাপ শুরু করেছে ইসরায়েল। কাতারি সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন অনুযায়ী, গতকাল বুধবার ইসরায়েলি অভিযানে অন্তত ৮১ ফিলিস্তিনি নিহত হয়েছে।
৩৫ মিনিট আগেযুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থার (ডিএনআই) কর্মীসংখ্যা প্রায় ৫০ শতাংশ কমিয়ে আনার পরিকল্পনা ঘোষণা করেছেন সংস্থাটির পরিচালক তুলসী গ্যাবার্ড। অফিস পুনর্গঠনের অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।
১ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ডের সাবেক বিচারক ও ‘কট ইন প্রভিডেন্স’ অনুষ্ঠান খ্যাত ফ্র্যাঙ্ক ক্যাপ্রিও মারা গেছেন। দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে লড়াই শেষে ৮৮ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
৩ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাম্প্রতিক শীর্ষ বৈঠক থেকে আলাস্কার এক সাধারণ বাসিন্দা যেন অপ্রত্যাশিতভাবে লাভবান হলেন। দুই নেতার আলোচনার পর রাশিয়ার পক্ষ থেকে তিনি উপহার হিসেবে পেলেন একটি নতুন মোটরসাইকেল!
১১ ঘণ্টা আগে