Ajker Patrika

নতুন রুট ব্যবহার করে ইউক্রেনের পণ্যবাহী জাহাজ পৌঁছাল স্পেনে

নতুন রুট ব্যবহার করে ইউক্রেনের পণ্যবাহী জাহাজ পৌঁছাল স্পেনে

১৮ হাজার টন খাদ্যশস্যবাহী একটি ইউক্রেনীয় জাহাজ স্পেনে পৌঁছেছে। স্থানীয় সোমবার জাহাজটি স্পেনের উত্তর–পূর্বাঞ্চলের একটি বন্দরে পৌঁছায়। পশুখাদ্যবাহী ওই জাহাজটি রাশিয়ার অবরোধ এড়িয়ে একটি নতুন সামুদ্রিক পথ ধরে স্পেনে পৌঁছেছে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন নিউজ।

সিএনএনের ওই প্রতিবেদনে বলা হয়েছে, আল্পপিলা নামে ওই কার্গো জাহাজটি স্পেনের আ করুনা বন্দরে পৌঁছান। আগামী মঙ্গলবার নাগাদ জাহাজটির মালামাল খালাস করা হবে। কৃষ্ণ সাগরে রাশিয়ার অবরোধ থাকায় বাল্টিক সাগরের নতুন রুট ব্যবহার করে এই প্রথম কোনো ইউক্রেনীয় জাহাজ রপ্তানি দ্রব্য নিয়ে স্পেন পৌঁছাল। 

গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেন আক্রমণের পর থেকেই দেশটির খাদ্যশস্য রপ্তানি বন্ধ হয়ে যায়। আক্রমণ শুরু হওয়ার পর থেকেই দেশটি রপ্তানির নতুন পথ খুঁজছিল। সর্বশেষ, গত রোববার ইউক্রেন সরকারের এক কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, তাঁরা ইউক্রেনের খাদ্যশস্য রপ্তানির একটি বিকল্প পথ খুঁজে পেয়েছেন।

ইউক্রেনের উপ–পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো সেনিক বলেছেন, ইউক্রেন রোমানিয়া, পোল্যান্ডের সঙ্গে মিলে বাল্টিক সাগর হয়ে একটি নতুন সামুদ্রিক রুট চালুর চেষ্টা করছেন। যাতে ইউক্রেন ২২ মিলিয়ন টন খাদ্যশস্য রপ্তানি করতে পারেন। তিনি বলেন, ‘যদিও এটি খুবই ছোট্ট পরিমাণ কিন্তু এর মধ্য দিয়ে ইউক্রেন থেকে খাদ্যশস্য রপ্তানির একটি নতুন সম্ভাবনা উন্মোচিত হলো।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে এএসআই উধাও, থানায় শ্বশুরের জিডি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত