Ajker Patrika

ইউক্রেন আলোচনা করবে, আত্মসমর্পণ নয়: ইউক্রেনীয় পররাষ্ট্রমন্ত্রী

ইউক্রেন আলোচনা করবে, আত্মসমর্পণ নয়: ইউক্রেনীয় পররাষ্ট্রমন্ত্রী

ইউক্রেন রাশিয়ার সঙ্গে আলোচনা করতে প্রস্তুত, কিন্তু রুশদের কাছে তার সেনাবাহিনী আত্মসমর্পণ করবে না বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা। আজ রোববার বিবিসির এক প্রতিবেদনে এমনটি জানানো হয়েছে।

দিমিত্র কুলেবা বলেছেন, ইউক্রেন আত্মসমর্পণের ক্ষেত্রে রাশিয়ার কোনো আলটিমেটাম মেনে নেবে না।

এক ভার্চুয়াল অনুষ্ঠানে কুলেবা বলেন, মস্কোর সঙ্গে কূটনৈতিক আলোচনার জন্য ইউক্রেন প্রস্তুত। কিন্তু আলোচনায় রাশিয়ার দাবিগুলো ইউক্রেনের কাছে অগ্রহণযোগ্য।

এ সময় কুলেবা আবারও তার পশ্চিমা মিত্রদের কাছে ইউক্রেনকে যুদ্ধবিমান সরবরাহের আবেদন জানান। তিনি বলেন, কিয়েভের বাহিনীর জন্য আরও সামরিক সরঞ্জামের প্রয়োজন হবে। আর ইউক্রেন যুদ্ধবিমান পেলে দেশটির বিমান প্রতিরক্ষা শক্তিশালী হবে। এতে রাশিয়ার হাত থেকে বেসামরিক মানুষের জীবন বাঁচানো সম্ভব হবে।

কুলেবা রাশিয়ার বিরুদ্ধে অভিযোগ করে বলেছেন, মস্কো সিরিয়ার গৃহযুদ্ধের সময় যে ধ্বংসাত্মক কার্যক্রম চালিয়েছিল, তার অনুরূপ কৌশল ইউক্রেনে প্রয়োগ করেছে। পশ্চিমা দেশগুলোকে এই ঘটনার তদন্ত এবং রুশ যুদ্ধাপরাধের বিচারে সহায়তা করার দাবি জানিয়েছেন কুলেবা।

রুশ সৈন্যবাহিনী এখনো মারিউপোল শহর দখলে নিতে পারেনি দাবি করে কুলেবা বলেন, ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলের শহর মারিউপোল এখনো ইউক্রেনের নিয়ন্ত্রণে রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত