Ajker Patrika

করোনায় শুক্রাণু সংকটে সুইডেন, বড় হচ্ছে অপেক্ষমাণ নিঃসন্তান দম্পতিদের তালিকা

আপডেট : ১৫ এপ্রিল ২০২১, ১৫: ৩১
করোনায় শুক্রাণু সংকটে সুইডেন, বড় হচ্ছে অপেক্ষমাণ নিঃসন্তান দম্পতিদের তালিকা

করোনাভাইরাসের বৈশ্বিক মহামারির কারণে দাতারা হাসপাতালে আসতে না চাওয়ায় তীব্র শুক্রাণু সংকটে পড়েছে সুইডেন। ফলে যে নারীরা ক্লিনিক থেকে নেওয়া শুক্রাণুর মাধ্যমে সন্তান ধারণে আগ্রহী তাঁদেরকে দীর্ঘ সময়ের জন্য অপেক্ষা করতে হচ্ছে। এই ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট চিকিৎসকদের বরাত দিয়ে এমনটি জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, গত বছর শুক্রাণু সংকটের কারণে সন্তান নিতে ইচ্ছুক প্রত্যেক নারীকে ছয় থেকে ৩০ মাস পর্যন্ত অপেক্ষা করতে বলা হয়েছে। এমনকি আরও বেশি সময় তাঁদের অপেক্ষা করতে হতে পারে। সুইডেনের কিছু অঞ্চলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুক্রাণু দাতাদের উৎসাহিত করা হচ্ছে।

সুইডেনের দক্ষিণাঞ্চলের একটি এলাকার স্কুলের গণিত শিক্ষক ২৮ বছর বয়সী এলিন বার্গস্টেন বলেন, আমরা একটি সুনির্দিষ্ট সময় বা তারিখ পাচ্ছি না; এটি আমাদের জন্য চাপের।

দুই বছর আগে বার্গস্টেন জানতে পারেন যে তাঁর স্বামী অক্ষম। এরপরই ক্লিনিক থেকে নেওয়া শুক্রাণুর মাধ্যমে অন্তঃসত্ত্বা হওয়ার জন্য আবেদন করেন বার্গস্টেন এবং তাঁর স্বামী।

এ নিয়ে সুইডেনের গোথেনসবার্গ ইউনিভার্সিটি হসপিটালের প্রজনন বিভাগের প্রধান আন থুরিন কেজেলবার্গ বলেন, আমরা শুক্রাণুর সঙ্কটে ভুগছি। গত বছরের মতো এতো কম দাতা আমরা আর পাইনি।

কেজেলবার্গ আরও বলেন, এটি একটি জাতীয় সমস্যা। আমরা বার্গ এবং মালমোতে শুক্রাণু সংকট দেখছি। শিগগিরই স্টকহোমেও এই সমস্যা দেখা দেবে । আমাদের টিভির মাধ্যমে জনগণকে আহ্বান জানাতে হবে যাতে তাঁরা শুক্রাণু দেওয়ার জন্য এগিয়ে আসেন।

সুইডেনে ক্লিনিক থেকে নেওয়া শুক্রাণুর মাধ্যমে অন্তঃসত্ত্বা হতে ১১ হাজার ৭৮৫ ডলার খরচ হয়। সুইডেনের ন্যাশনাল হেলথ সার্ভিসের আওতায় একজন বিনামূল্যে এই সেবা নিতে পারেন। সুইডেনের আইন অনুযায়ী, একটি নমুনা থেকে সর্বোচ্চ ছয়জন নারী শুক্রাণু নিতে পারেন।

বিশ্বে অন্যান্য দেশের তুলনায় বেলজিয়াম এবং নর্ডিক দেশগুলোর জনগণের মধ্যে ক্লিনিকে রক্ষিত শুক্রাণু ব্যাংক থেকে নেওয়া শুক্রাণুর মাধ্যমে সন্তান ধারণের প্রবণতা সবচেয়ে বেশি। ক্লিনিকগুলো দাতাদের কাছ থেকে এসব শুক্রাণু সংগ্রহ করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

ইতিহাস গড়ে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদে আইএসআইপ্রধান

ভারত-পাকিস্তানে যুদ্ধের প্রস্তুতি

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত