Ajker Patrika

লন্ডনের আকাশসীমা বন্ধ ঘোষণা, ফ্লাইট বাতিলে ভোগান্তিতে হাজারো যাত্রী

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ৩০ জুলাই ২০২৫, ২২: ৩৬
হিথ্রো বিমানবন্দরে সব ধরনের ফ্লাইট বন্ধ রয়েছে। ছবি: এএফপি
হিথ্রো বিমানবন্দরে সব ধরনের ফ্লাইট বন্ধ রয়েছে। ছবি: এএফপি

কারিগরি ত্রুটির কারণে লন্ডনের সম্পূর্ণ আকাশসীমা বন্ধ ঘোষণা করা হয়েছে। এর ফলে গ্রীষ্মকালীন ছুটির শুরুতে চরম ভোগান্তিতে পড়েছেন হাজার হাজার যাত্রী।

ব্রিটিশ সংবাদমাধ্যম দা টেলিগ্রাফ ইউরোপীয় ইউনিয়নের বিমান চলাচল নিয়ন্ত্রণ সংস্থা ইউরোকন্ট্রোলের বরাত দিয়ে জানিয়েছে, লন্ডনের সম্পূর্ণ আকাশসীমা ‘কারিগরি ত্রুটির কারণে সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে’। ইউরোকন্ট্রোলের বিজ্ঞপ্তি অনুযায়ী, এই সমস্যা আজ স্থানীয় সময় বিকেলে শুরু হয়েছিল।

ব্রিটেনের আকাশসীমার দায়িত্বে থাকা বিমান চলাচল নিয়ন্ত্রণ সংস্থা ন্যাটসের একজন মুখপাত্র ‘কারিগরি ত্রুটির’ বিষয়টি স্বীকার করেছেন। তবে কখন এই সমস্যা ঠিক হবে, সে বিষয়ে তিনি কিছু জানাতে পারেননি।

তিনি বলেন, ‘ন্যাটসের সোয়ানউইক বিমান চলাচল নিয়ন্ত্রণ কেন্দ্রে একটি কারিগরি ত্রুটি দেখা দিয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে লন্ডনের সব বিমানবন্দরে উড়োজাহাজ চলাচল সীমিত করা হচ্ছে।’

মুখপাত্র আরও বলেন, ‘এই সমস্যার কারণে কারও ফ্লাইট বিলম্ব হলে আমরা ক্ষমাপ্রার্থী। আমাদের প্রকৌশলীরা যত দ্রুত সম্ভব সমস্যা সমাধানের চেষ্টা করছেন। এ মুহূর্তে আমরা বলতে পারছি না কতক্ষণ পর কার্যক্রম স্বাভাবিক হবে। আপনার ফ্লাইটের অবস্থা জানতে অনুগ্রহ করে আপনার বিমান সংস্থার সঙ্গে যোগাযোগ করুন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হোটেলে নিয়ে ধর্ষণ: অতিরিক্ত রক্তক্ষরণে কিশোরীর মৃত্যুর অভিযোগ, দুই যুবক আটক

ট্রাইব্যুনালের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ১৫ সেনা কর্মকর্তা হেফাজতে: সেনাসদর

গ্রেপ্তারি পরোয়ানায় মর‍াল এফেক্ট পড়েছে, তবে সেনাবাহিনী ন্যায়ের পক্ষে অটল: সেনাসদর

বিয়ের আংটি পরলেন ইশরাক

দূতাবাসে আফগানমন্ত্রীর সংবাদ সম্মেলনে নারীদের বাধা, ‘কোনো ভূমিকা নেই’ বলল ভারত

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত