ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে আক্রান্ত হয়েছিলেন দেশটির প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন। গতকাল শুক্রবার রাজধানীর একটি জনাকীর্ণ মোড়ে আক্রমণের শিকার হন তিনি। তবে ধারণা করা হচ্ছে, খুব একটা আহত হননি ডেনিশ প্রধানমন্ত্রী। তুরস্কের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
রাজধানী কোপেনহেগেনের কুলটারভেট নামক একটি মোড়ে এই আক্রমণের ঘটনা ঘটে। ঘটনার আগে ফ্রেডেরিকসেন ও তাঁর দলের নেতা-কর্মীরা ইউরোপীয় পার্লামেন্টের প্রার্থী ক্রাইস্তেল শ্যালদেমুসোর পক্ষে প্রচারণা চালিয়েছেন।
মেটে ফ্রেডেরিকসেনের ওপর আক্রমণের বিষয়টি নিশ্চিত করে ডেনমার্কের পরিবেশমন্ত্রী মাউনস হিউনিকে সামাজিক যোগাযোগমাধ্যমে এক্সে শেয়ার করা এক বিবৃতিতে বলেছেন, ‘মেটে ফ্রেডেরিকসেন আজ (শুক্রবার) কোপেনহেগেনের কুলটারভেটে এক লোকের হাতে লাঞ্ছিত ও মারধরের শিকার হয়েছিলেন। আক্রমণে মেটে স্বাভাবিকভাবেই হতবাক। আমি অবশ্যই বলব যে, আমরা যারা তাঁর ঘনিষ্ঠ, এ ঘটনা আমাদের সবাইকে নাড়া দিয়েছে।’
সুইডেনের প্রধানমন্ত্রীর কার্যালয় বলেছে, এ ঘটনায় প্রধানমন্ত্রী হতবাক। তবে তাঁরা এ বিষয়ে আর কোনো মন্তব্য করেননি। নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র ডেনমার্কের একস্ট্রা ব্লাডেট সংবাদপত্রকে জানিয়েছে যে ফ্রেডেরিকসেন গুরুতর আহত হননি, তবে তিনি ‘খুব কাঁপছিলেন।’ পুলিশ এ ঘটনায় সন্দেহভাজন এক ব্যক্তিতে গ্রেপ্তার করেছে।
ফ্রেডরিকসেনের বিরোধী ও মিত্ররা এই হামলার নিন্দা করেছে। ডানপন্থী ডেনমার্ক ডেমোক্র্যাটদের পিটার স্কারুপ লিখেছেন, ‘আপনার সঙ্গে রাজনীতি নিয়ে দ্বিমত থাকতে পারে, কিন্তু সহিংসতা সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য।’ এর আগে ফ্রেডারিকসেনের ওপর হামলার এক মাসেরও কম সময় আগে এক বন্দুকধারী স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকোকে হত্যার চেষ্টা করেছিল। ফিকো সেই হামলায় আহত হয়েছিলেন।
ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে আক্রান্ত হয়েছিলেন দেশটির প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন। গতকাল শুক্রবার রাজধানীর একটি জনাকীর্ণ মোড়ে আক্রমণের শিকার হন তিনি। তবে ধারণা করা হচ্ছে, খুব একটা আহত হননি ডেনিশ প্রধানমন্ত্রী। তুরস্কের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
রাজধানী কোপেনহেগেনের কুলটারভেট নামক একটি মোড়ে এই আক্রমণের ঘটনা ঘটে। ঘটনার আগে ফ্রেডেরিকসেন ও তাঁর দলের নেতা-কর্মীরা ইউরোপীয় পার্লামেন্টের প্রার্থী ক্রাইস্তেল শ্যালদেমুসোর পক্ষে প্রচারণা চালিয়েছেন।
মেটে ফ্রেডেরিকসেনের ওপর আক্রমণের বিষয়টি নিশ্চিত করে ডেনমার্কের পরিবেশমন্ত্রী মাউনস হিউনিকে সামাজিক যোগাযোগমাধ্যমে এক্সে শেয়ার করা এক বিবৃতিতে বলেছেন, ‘মেটে ফ্রেডেরিকসেন আজ (শুক্রবার) কোপেনহেগেনের কুলটারভেটে এক লোকের হাতে লাঞ্ছিত ও মারধরের শিকার হয়েছিলেন। আক্রমণে মেটে স্বাভাবিকভাবেই হতবাক। আমি অবশ্যই বলব যে, আমরা যারা তাঁর ঘনিষ্ঠ, এ ঘটনা আমাদের সবাইকে নাড়া দিয়েছে।’
সুইডেনের প্রধানমন্ত্রীর কার্যালয় বলেছে, এ ঘটনায় প্রধানমন্ত্রী হতবাক। তবে তাঁরা এ বিষয়ে আর কোনো মন্তব্য করেননি। নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র ডেনমার্কের একস্ট্রা ব্লাডেট সংবাদপত্রকে জানিয়েছে যে ফ্রেডেরিকসেন গুরুতর আহত হননি, তবে তিনি ‘খুব কাঁপছিলেন।’ পুলিশ এ ঘটনায় সন্দেহভাজন এক ব্যক্তিতে গ্রেপ্তার করেছে।
ফ্রেডরিকসেনের বিরোধী ও মিত্ররা এই হামলার নিন্দা করেছে। ডানপন্থী ডেনমার্ক ডেমোক্র্যাটদের পিটার স্কারুপ লিখেছেন, ‘আপনার সঙ্গে রাজনীতি নিয়ে দ্বিমত থাকতে পারে, কিন্তু সহিংসতা সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য।’ এর আগে ফ্রেডারিকসেনের ওপর হামলার এক মাসেরও কম সময় আগে এক বন্দুকধারী স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকোকে হত্যার চেষ্টা করেছিল। ফিকো সেই হামলায় আহত হয়েছিলেন।
পাকিস্তানের জনপ্রিয় ধর্মীয় বক্তা ও ইউটিউবার ইঞ্জিনিয়ার মুহাম্মদ আলি মির্জাকে গ্রেপ্তার করেছে পুলিশ। জেলম শহরের এই আলেমের বিরুদ্ধে অভিযোগ—তিনি ভিডিও বক্তব্যে নবী মুহাম্মদ (সা.)–কে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন।
১ ঘণ্টা আগেমার্কিন শুল্ক নিয়ে চাপে আছে ভারত। তবে এর মধ্যেও ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতায় একটি বড় অগ্রগতি হতে যাচ্ছে। দেশ দুটি প্রায় ১ বিলিয়ন মার্কিন ডলারের একটি চুক্তি চূড়ান্ত করার পথে রয়েছে।
২ ঘণ্টা আগেবিক্ষোভের সূচনা হয় সকাল ৬টা ২৯ মিনিটে, ঠিক ২০২৩ সালের ৭ অক্টোবর যে সময়টিতে হামাস হামলা চালিয়েছিল। বিক্ষোভকারীরা তেল আবিবে মার্কিন দূতাবাসের বাইরে ইসরায়েলি পতাকা উত্তোলন করে তাঁদের কর্মসূচি শুরু করেন। এরপর সকাল ৭টা থেকে বিক্ষোভকারীরা দেশের কয়েকটি প্রধান মহাসড়ক (চৌরাস্তা) অবরোধ করেন।
২ ঘণ্টা আগেগভর্নর লিসা কুককে বরখাস্ত করার উদ্যোগ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফেডারেল রিজার্ভের সঙ্গে তাঁর দ্বন্দ্বকে নজিরবিহীন পর্যায়ে নিয়ে গেছেন। তাঁর এ পদক্ষেপ দীর্ঘ আইনি লড়াইয়ের সূচনা করতে পারে...
২ ঘণ্টা আগে