Ajker Patrika

‘আমাদের কয়েক ঘণ্টা বাকি’

আপডেট : ২০ এপ্রিল ২০২২, ১৬: ৩৭
‘আমাদের কয়েক ঘণ্টা বাকি’

ইউক্রেনের মারিউপোল শহর দখলে নেওয়ার দাবি করেছে রুশ বাহিনী। সেখানকার ইউক্রেনীয় সেনাদের আজ বুধবারের মধ্যে আত্মসমর্পণ করতে বলেছে রুশ বাহিনী। এরই মধ্যে ইউক্রেনের একজন মেরিন কমান্ডার বিবিসিসহ বিভিন্ন গণমাধ্যমে সাহায্য চেয়ে একটি ভিডিও পাঠিয়েছেন।

ওই ভিডিওতে মেজর সের্হি ভোলিনা জানান, তাঁর সৈন্যরা আত্মসমর্পণ করবে না। তবে তিনি ৫০০ জন আহত সৈন্য এবং শত শত নারী ও শিশুদের জন্য আন্তর্জাতিক সহায়তার অনুরোধ করেছেন। তাঁদের মারিউপোল শহরের একটি ইস্পাত কারখানায় লুকিয়ে রাখা হয়েছে বলেও ভিডিওতে জানান মেজর সের্হি।

ওই ভিডিওতে ইউক্রেনের মেরিন কমান্ডার মেজর সের্হি ভোলিনা বলেন, ‘আমাদের কয়েক ঘণ্টা বাকি। বিশ্বনেতাদের আমাদের সাহায্য করার জন্য আহ্বান জানাই। আমরা তাদের অনুরোধ করছি আমাদের তৃতীয় কোনো দেশে নিয়ে যাওয়ার জন্য।’ 

কত জন সেনা মারিউপোলে আছে তার সংখ্যা উল্লেখ না করে ইউক্রেনের ন্যাশনাল গার্ডের কমান্ডার মেজর ভোলিনা বলেন, ‘শত্রুর সংখ্যা আমাদের থেকে কয়েক ডজন গুণ বেশি। আহতদের অবস্থা খুব খারাপ। তারা বেসমেন্টে পড়ে পচে যাচ্ছে।’

গত ২২ ফেব্রুয়ারি ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দুই ভূখণ্ড দোনেৎস্ক ও লুহানস্ককে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় রাশিয়া এবং তার দুই দিন পর ২৪ তারিখ ইউক্রেনে সামরিক অভিযান শুরুর নির্দেশ দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেনে হামলা চালানোর পর থেকেই মারিউপোল শহর দখল করতে চাইছে রুশ বাহিনী। ইউক্রেনের এই বন্দরনগরীর দখল নিতে পারা রাশিয়ার জন্য কৌশলগত জয় হবে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি গত সপ্তাহে বিবিসিকে বলেন, ‘মারিউপোলে প্রায় ২০ হাজারের বেশি মানুষকে হত্যা করা হয়েছে। এ ছাড়া অসংখ্য মানুষকে ধরে নিয়ে যাওয়া হয়েছে।’

বিশ্ব সম্পর্কিত পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শতকোটির এফডিআর, স্থায়ী বরখাস্ত হচ্ছেন বিটিআরসির আমজাদ

ভারতে ইসলাম থাকবে, মানিয়ে নিতে শিখুন: আরএসএস প্রধান

পঞ্চগড়ের তেঁতুলিয়া: ব্যাংকে লুকিয়ে থেকে রাতে ম্যানেজারকে ফোন করল ‘চোর’

মামলায় ‘অন্তর্বর্তী সরকারকে উৎখাতের ষড়যন্ত্র ও প্ররোচনার’ অভিযোগ লতিফ সিদ্দিকীসহ ১৬ জনের বিরুদ্ধে

জঙ্গলে পড়ে ছিল হাত-পা ও চোখ বাঁধা অজ্ঞাতনামা লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত